![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
আমি কিভাবে তোমার ভালোবাসা চেয়েছিলাম, জানো?
কিছুটা জিউসের মতন করে, ধর তুমি, এফ্রোদিতি!
দেবতার হুকুমের গোলামের দেবী নয়, সহবাসিনী করে!
অসংখ্য সাইক্লোপস হত্যা করে, তোমাকে আমার করে নিয়েছিলাম!
আমি তোমাকে ঠিক সেভাবেই চেয়েছিলাম, ঠিক যেভাবে,
মানিকের যক্ষাক্রান্ত শেষদিন পর্যন্ত আগলে রেখেছে তার কপিলা!
শাওনের মত ক্যামেরার সামনে অভিনয়ে নয়, আড়ালে কাদঁবে
গুলতেকিন যেভাবে কেদেঁছিল, যেদিন এই মানিকের অবসান হবে!
আমি কিভাবে তোমাকে চেয়েছিলাম জানো?
হুগোবস-ডানহিল পারফিউমের বদলে তোমায় সুবাসিত হতে
পরিশ্রমী তোমার নাকে হীরের মত উজ্জ্বল ঘামে চুমু খেতে!
চন্দ্রাহত জোছনা রাতে তোমাকে প্রচন্ড আবেগে মন্থন করতে!
এই শেষ বেলায় এভাবেই,
আমি কিভাবে ভালোবাসা চেয়েছিলাম জানো?
যে ভালোবাসার উত্তপ্ত নিঃশ্বাসে তুমি বন্দী হতে
যোদ্ধাহত সৈণিককে যেভাবে আগলে ধরে প্রেয়সী
বয়ে বেড়ানো ক্রাচ ছুড়ে ফেলে স্ত্রীর কাধেঁ তুলে দেয় হাত!
ঠিক সেভাবেই,
আমি তোমাকে চেয়েছিলাম!
জানোইতো,
পুরুষের কান্না তার কবিতায়!!
১৬ ই জুন, ২০১৪ সকাল ৭:২০
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, এত সকালে পোস্ট পোড়বে কিনা সন্দেহ ছিল আমার!!! তাও আবার কবিতা!!!
২| ১৬ ই জুন, ২০১৪ সকাল ৯:০৩
সুমাইয়া আলো বলেছেন: ফাইন একটি কবিতা সকাল বেলা পড়লাম।
১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:১৬
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ, আচ্ছা আপনি স্যার নাকি ম্যাডাম? বুঝেন ই তো, ম্যাডাম হইলে
৩| ১৬ ই জুন, ২০১৪ সকাল ৯:২৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন একটি কবিতা পড়লাম -----ওং শান্তি
১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:২০
সানড্যান্স বলেছেন: পরমহংস!!! ধন্যবাদ আপু!
৪| ১৬ ই জুন, ২০১৪ সকাল ৯:৫১
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
যোদ্ধাহত সৈণিককে যেভাবে আগলে ধরে প্রেয়সী
বয়ে বেড়ানো ক্রাচ ফেলে স্ত্রীর কাধেঁ তুলে দেয় হাত!
অনেক ভালো লাগলো আপনার চির প্রেমিক হৃদয়ের
পাহাড় কান্নাসম স্ফটিক কবিতাখানি !!
অনেক দিন আমার এদিকে আসেন না ! ভালো আছেন তো ?
১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৫
সানড্যান্স বলেছেন: আপনাকে যে সামনা সামনি কখনো দেখিনি, এই ব্লগের বেশ কিছু লোক বেইজ্জতি করেছে আমার আমিও নেংটু করেছি তাদের।
একারনে অপরিচিতদের থেকে দূরে থাকা।
আর দ্বিতীয় কারন হছে আমি আপনার ফেবু আইডি চেয়েছিলাম, আপনি পাত্তাই দেন নি!
আর মেইন কারন হচ্ছে ব্লগে তেমন আসাই হয় না, যন্ত্রণাদাইয়ী কিছু লেখক তাদের সাহিত্যের কান্ডারী মনে করেন, উনারা সমালওচনা সহ্য করতে পারেন না।
অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে!!
৫| ১৬ ই জুন, ২০১৪ সকাল ১০:১৫
ইখতামিন বলেছেন:
দ্বিতীয় ভালোলাগা রইলো
১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৮
সানড্যান্স বলেছেন: তোমার জন্য রইল ভালোবাসা ইখতামিন!!!
৬| ১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:১৫
বৃতি বলেছেন: ভালো লাগলো
১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৫
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ রইলো আপনাকে!!!
৭| ১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:১৭
ডার্ক ম্যান বলেছেন: চমৎকার
১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৬
সানড্যান্স বলেছেন: থ্যানক্স ম্যান!!!
৮| ১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক সেভাবেই,
আমি তোমাকে চেয়েছিলাম!
জানোইতো,
পুরুষের কান্না তার কবিতায়!!
যথার্থ বলেছেন ।
১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৭
সানড্যান্স বলেছেন: আপনিও যে কবি, তাই যথার্থই ধরেছেন বস!!!
৯| ১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:০০
চানাচুর বলেছেন: ভালো লাগলো।
১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫০
সানড্যান্স বলেছেন: যেহেতু চানাচুর সবার প্রিয়, আশাকরি সবার ই ভালো লাগবে!!! শুভকামনা!!!
১০| ১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৯
নটরাজ বলেছেন: অসাধারণ লিখেছেন। প্রিয়তে নিলাম। ভবিষ্যতে আরও লিখবেন আশা করি।
"ঠিক সেভাবেই,
আমি তোমাকে চেয়েছিলাম!
জানোইতো,
পুরুষের কান্না তার কবিতায়!!"
~~~~অসাধারন!
১৬ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৩
সানড্যান্স বলেছেন: আপনি এখন তো বেশ পুরনো ব্লগার, আপনাকে দেখিই না, খুব ব্যস্ত থাকেন?
অনেক ধন্যবাদ ও সম্মান রইলো আপনার প্রতি!!!
১১| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:০৩
ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: কিছুই বলার নেই, প্রিয়তে নিয়ে রাখলাম।
১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৯
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ছোটভাই!!!
১২| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৮
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার !
১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪০
সানড্যান্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা!
১৩| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৪:০০
আফ্রি আয়েশা বলেছেন:
হু , এটাও চমৎকার
২৩ শে জুন, ২০১৪ রাত ১:২৬
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ
১৪| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৪
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: লেখা ভালো লাগলো ...
তবে একটা ছবি অন্তত যোগ করলে মন্দ হতো না নেহাত!
শুভকামনা নিরন্তর ...
১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৯
সানড্যান্স বলেছেন: করব হয়ত সামনে!
১৫| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৪
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: লেখা ভালো লাগলো ...
তবে একটা ছবি অন্তত যোগ করলে মন্দ হতো না নেহাত!
শুভকামনা নিরন্তর ...
১৬| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৭
আবতহী বলেছেন: ভালোলাগা জানাই
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৪ সকাল ৭:১৮
পথিক মানিক বলেছেন: চমৎকার !!!! ভালো লাগা রেখে গেলাম।