নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

এক গুচ্ছ গ্ল্যাডিওলাস

২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৩







অবশেষে তুমি এলে?

মৃত্যু কালো গাউনে, এক গুচ্ছ গ্ল্যাডিওলাস হাতে!

আমি যে আর নেই, ঐ যে ওখানে, দেখতে পাচ্ছ?

হ্যাঁ, ওটাই, আমার জন্ম-মৃত্যু লেখা পাথুরে খোদাই এপিটাফ!

শেষ ইচ্ছে ছিল, সাগর পাড়ে চিরদিনের জন্য ঘুম দেব।

স্বজনেরা ইছে রেখেছে! ঝড়-ঝাপ্টার জীবন, আমার গর্জনে আসক্ত!



আমি এখন শুধুই কিছু অস্থি-হাড়ের গঠন, মন? সেতো বাবুই পাখির বাসায়,

ঠিক ওই যে, গ্রেভ ইয়ার্ডের সামনে লম্বা তাল গাছটায়, ওইখান টাতে!

তোমার গ্ল্যাডিওলাস আমার কাছে পৌঁছুচ্ছে না, হ্যাঁ ওপরেই রাখো

মাটি শুষে যদি গন্ধ পাই! তবে তোমার গায়ের গন্ধ আমি পাই-এখনো!!



একি? তুমি কাঁদছ কেন? আমিতো কোন শোকগীতি চাইনি, চাইনি করুণা,

তুমি একের পর এক প্রেমের গানে হল ভর্তি কনসার্ট মাতিয় যাবে, আমি শুনব!!

আমার প্রাণহীন দেহ হয়ত আবেগশূণ্য, কিন্তু এখনো সে ভালোবাসে তোমাকে!

শুনতে পায় তোমার মাইক্রোফোনের চিৎকার, কামুক দর্শকের দিকে উইকেড চাউনি!!



তুমি এখন আরো উচ্চস্বরে গাইবে, নষ্ট হওয়া এই ফুসফুস মুক্তি দিয়েছে তোমায়!

অথচ তুমি জানলে না, এই ফুসফুস তোমার অভিমানেই বিকল হয়েছিল,

ইনফ্যাচুয়েশন নয়! ভালোবাসার অপমানের-অভিযোগ, মন মেনে নিত, দেহযন্ত্র নয়!

আমি তো সে কবেই বলেই ছিলাম, অল অফ মাইন ইজ ইয়োর্স! কই?

বাধাঁ দিতে তো আসোনি, একটিবার ও নয়! আমি বলেছিলাম, তোমাকে আসতেই হবে!



অবশেষে তুমি এসেছ,

মৃত্যু কালো গাউনে, এক গুচ্ছ গ্ল্যাডিওলাস হাতে!



মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৪ রাত ৮:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: মর্মান্তিক কবিতা ।

২৪ শে জুন, ২০১৪ রাত ১২:২৮

সানড্যান্স বলেছেন: প্রাণহীনের কবিতা :(

২| ২৩ শে জুন, ২০১৪ রাত ৯:০৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো কবিতাটা। মন খারাপের কথাছন্দ।

২৪ শে জুন, ২০১৪ রাত ১২:২৯

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ভাল থাকবেন।

৩| ২৩ শে জুন, ২০১৪ রাত ৯:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

বিষাদের বাষ্প কবিতাজুড়ে...

কবিকে শুভেচ্ছা :)

২৪ শে জুন, ২০১৪ রাত ১২:২৮

সানড্যান্স বলেছেন: আপনাকেও শুভেচ্ছা বড় ভাইয়া

৪| ২৪ শে জুন, ২০১৪ রাত ১২:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতায় ভাললাগা +

২৪ শে জুন, ২০১৪ রাত ৩:৫৪

সানড্যান্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বস!!!

৫| ২৪ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বেদনার কবিতায় অনেক ভালোলাগা ! +++

গ্ল্যাডিওলাসের একটা রঙিন তরতাজা ছবি দিলে অথবা
এপিটাফের পাশে বসা/দাড়িয়ে ফুল হাতে কোনও মেয়ে...!

ভালো থাকুন সব সময় !

২৪ শে জুন, ২০১৪ রাত ৯:০২

সানড্যান্স বলেছেন: প্রাণহীনের কাছে রঙিন-তরতাজা-সাদা-কালো সব সেইম। আমি ফেসবুকে ওভাবেই কথা বলি, আমি আদতে ঠিক অতটা ভাল ছেলে নই। ছোটবেলায় ভাল ছিলাম, বড় হয়ে নষ্ট হয়ে গেছি।

আপনিও ভাল থাকুন, শুভ কামনা!!

৬| ২৪ শে জুন, ২০১৪ সকাল ১১:০৭

আমি স্বর্নলতা বলেছেন: অবশেষে তুমি এসেছ,
মৃত্যু কালো গাউনে, এক গুচ্ছ গ্ল্যাডিওলাস হাতে!




এক কথায় চমৎকার কবিতা।

২৪ শে জুন, ২০১৪ রাত ৯:০৯

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ রইল!

৭| ২৪ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৩

আল-ফু বলেছেন: দারুন লাগলো

২৪ শে জুন, ২০১৪ রাত ৯:১০

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই

৮| ২৫ শে জুন, ২০১৪ রাত ৮:৫৬

হাসান মাহবুব বলেছেন: ট্রাজিক কবিতা।

২৬ শে জুন, ২০১৪ রাত ১২:০৭

সানড্যান্স বলেছেন: জীবনের সব চাইতে বড় ট্রাজিক বিষয় হল বিয়ে, আপনার হয়ে গেছে হামা ভাই!!!!
তিথি ভাবীর ভয়েই বোধয় আপনি কবিতা লিখা ছেড়ে দিয়েছেন!!! ;)

৯| ২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

একজন ঘূণপোকা বলেছেন:
উত্তম ঝাজা কবি :)

২৮ শে জুন, ২০১৪ ভোর ৪:১২

সানড্যান্স বলেছেন: ধইন্যা!!!!
ব্লগীং ল্যাঙ্গুয়েজ অনেকদিন পর পেলাম!!!

১০| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ব্লগে ছিলাম না বেশ কদিন, তাই দেরীতে দেখা....

চমৎকার বর্ণনায় এবং সুন্দর উপস্থাপনায় মুগ্ধপাঠ্য ...
ভালোলাগা (৫ম+) দিয়ে মার্ক গেলাম...
শুভকামনা নিরন্তর ...

০২ রা জুলাই, ২০১৪ ভোর ৪:৫৬

সানড্যান্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো থকুন

১১| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সংকলনে যাচ্ছে ...

২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫১

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.