![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
রোজকার মত বেসিনে দাঁড়িয়ে দাড়িগোঁফ কামাচ্ছিলাম
আলটপকা -অনেকগুলো কালোর মাঝে হঠাত দেখি একটি
সাদা রং! মনে পড়ে? এই আমিই তোমাকে শীর্ষেন্দুর উপন্যাসের
নায়কের মত বলেছিলাম -একটা চুল পাকলেই কিন্তু ডিভোর্স!!
বয়স হচ্ছে কুহেলিকা, বয়সেরা বাড়ছে!!!
আনমনে ভাবছিলাম, বয়স তো তোমার ও হল!! গভীর রাতে একাকীত্বের
এ শহরে যখন ফেসবুকে তোমাকে দেখি, বড্ড শিহরিত হই, এই কি সেই?
সেই তুমি - কুহেলিকা?
এই কি সেই তুমি? ভারী শরীর, উদ্ধত তাকিয়ে সিলিকনের বুকেরা!
বলি, তোমার স্বামী কি জানে, ওই সুউচ্চ পাহাড়চূড়োদ্বয়ের মাঝে
আমার উপত্যকা ছিল?
জানো, চশমা নিতেই হল, সন্ধ্যাবেলা দৃষ্টিরা পরাহত হয়, তবে জান কি?
সংসার আর উচ্চাকাঙ্ক্ষা তোমাকে একটু বেশীই ক্ষতি করেছে!!
বলি, তোমার কাচগুলো যে একটু বেশীই মোটা!
চর্বি জমে বেশ মুটিয়েছে তোমার শরীর, আমি সেই তালপাতার সেপাই আছি!! হয়ত এখনো এই তোমাকে বাহুডোরে আটকে নিতে পারব, ওইসব পড়ন্ত বিকেলে মোহাম্মদপুরে স্যারের বাসার ছাদে-সিড়িতে কিংবা চিলেকোঠায়!! যেভাবে ফিযিক্স শেখাতাম আমি-তোমাকে কিংবা তুমি আমাকে!!
যে ছাদ গুলোতে ভরবেগ আবিষ্কার করতাম দুজন-দুজনায়, আর সাপের মত
ফোস ফোস নি:শ্বাস ছেড়ে বিষদাঁত হয়ে তোমার ম্যানিকিউর করা নখগুলো
কামড় বসাত এ শরীরে!!
আসলেই বয়স হচ্ছে কুহেলিকা, তবুও কল্পনাতে তোমার গন্ধে আমার
এখনো উত্তেজনা হয়, অথচ সেই হিংস্র তুমি আজ নির্জীব বড্ড, ক্লীব!!
এখন তাই গভীর রাতে মাতাল আমি অট্টহাসিতে ফেটে পড়ি!
কুহেলিকা - আমি বড্ড বেচে গেছি!!
২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৮
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই
২| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ২:৪৭
তরিকুল ইসলা১২৩ বলেছেন: এই কি সেই তুমি? ভারী শরীর, উদ্ধত তাকিয়ে সিলিকনের বুকেরা!
বলি, তোমার স্বামী কি জানে, ওই সুউচ্চ পাহাড়চূড়োদ্বয়ের মাঝে
আমার উপত্যকা ছিল?
আহ অশ্লীল বাহ অশ্নীল
সব মিলিয়ে অনেক ভালো লাগছে
২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
সানড্যান্স বলেছেন: কবিররা স্লাইট অশ্লীল ভাই :p
৩| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ৮:০০
হাসান মাহবুব বলেছেন: দারুণ।
১১ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৩২
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ বস!! এতদিন খেয়াল করিনি!
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৫
হুমায়ুন তোরাব বলেছেন: আসলেই কি বেঁচে গেছেন ?? দারুন
১১ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৩৯
সানড্যান্স বলেছেন: াহাহহা, হ্যা!
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫
মাছুম আহ্মেদ বলেছেন: RIP কুহেলিকা
১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১
সানড্যান্স বলেছেন:
৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৯
েমা ফয়সাল হাসনাইন বলেছেন: কুহেলিকারা এভাবেই আসে ,এভাবেই চলে যায় স্মৃতি রেখে
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৭
অপূর্ণ রায়হান বলেছেন: +++++
শুভেচ্ছা