নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

৬টি ভিন্ন স্বাদের ভিন্ন (অপরিচিত) ভাষার মুভি, ডাউনলোড লিঙ্ক সহ

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৭

৬টি ভিন্ন স্বাদের ভিন্ন (অপরিচিত) ভাষার মুভি, প্রি-অফিস ছোট্ট করে রিভিউ আর সাথে ডাউনলোড লিঙ্ক। সব গুলো মুভিই আলাদা আলাদা জেনারের। হোপ সো, সব গুলো দেখেই কম বেশী ভাল লাগবে সবার! একদম শেষে সব গুলো মুভির টরেন্ট ডাউনলোড লিঙ্ক দেয়া আছে।



প্রথম মুভিঃ



The Constant Gardener (2005, USA)



Drama -Mystery - Romance



আরব দেশে থাকার সময় এই জিনিস টা আমাকে গভীর ভাবে ভাবাত, সেখানে আমরা ইচ্ছেমত মেডিসিন প্রেস্ক্রাইব করতে পারতাম না। সেখানে ঔষুধের একটা লিস্ট দেয়া থাকত। আমরা ছোট বেলায় যে লাল রঙের ক্যাপসুল বা ফাইমক্সিল বা এমোক্সিসিলিন খেতাম, সেটা ছিল সেখানকার মেইন এন্টিবায়োটিক। বড় বড় দেশ গুলো অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড এর কান্ট্রি গুলোর নতুন তৈরি মেডিসিনের গিনিপিগ হলাম আমরা যারা থার্ড ওয়ার্ড এর অধিবাসী, যেমন বাংলা দেশ আর আফ্রিকান কান্ট্রি গুলো! সিনেমার নায়ক জড়িয়ে পড়েন এক সাংবাদিকের প্রেমে, সত্যান্বেষী নায়িকা ডিপ্লোম্যাট নায়কের সাথে আফ্রিকাতে গিয়ে আবিষ্কার করেন, সেখানে একটি নতুন মেডিসিন কোম্পানী তাদের তৈরি মেডিসিন এর গিনিপিগ বানাচ্ছে আফ্রিকান পুওর এবং অসহায় মানুষ গুলোকে। এক পর্যায়ে নায়িকা মার্ডার্ড হলে, নায়ক নেমে পড়েন সত্য উদঘাটনে। বেরিয়ে আসে ভয়াবহ সত্য! মুভিটি না দেখলে মিস করবেন। নায়িকা হিসেবে র‍্যাচেল ভাইতস, বর্তমান জেমস বন্ড ড্যানিয়েল ক্রেগ এর বউ, সিনেমার নায়ক র‍্যালফ ফিনেস এর সাথে হাল্কা ইরোটিক কিছু দৃশ্য দেখিয়েছেন, তাতে ৪৫ বছরের র‍্যাচেলের জন্য আমার জান কুরবান হয়ে গেসে! এর আগে এরকম হাল্কা ইরোটিক কিছু দৃশ্য দেখিয়েছিলেন এনিমি এট দ্য গেটস মুভিতে, সে দৃশ্য ভোলার নয়! জান আমার পারেও!



IMDb rating: 7.5

mine: 08





দ্বিতীয় মুভিঃ



The Proposition (2005, Australia)



Crime -Drama - Western



অস্ট্রেলিয়ান ওয়েস্টার্ণ মুভি, একশন কম, কিন্তু কাহিনীর সাবলীলতা, সিনেমার ড্রামা, আর অপূর্ব চিত্রায়ন একে পরিপূর্নতা দিয়েছে! তিন ভাইয়ের ত্রাসের রাজত্ব দূর করতে এক ল ম্যানের আদর্শ আর সাংঘর্ষিকতার লড়াই। তিন আউট 'ল এর এক ভাই রেপ এবং মার্ডার করে এক ফ্যামিলিকে, যেখানে এক প্রেগন্যান্ট মহিলা কে সে রেপ করে হত্যা করে। মহিলা আবার ল' ম্যানের ওয়াইফের বান্ধবী। প্রতিশোধ নিতে বদ্ধ পরিকর ল' ম্যান অভিযান চালিয়ে আটক করে বাকি দুই ভাই কে। ছোট ভাইকে আটকে রেখে ক্রিসমাসের আগে নয়দিন সময় দেয় সেই রেপিস্ট আরেক ভাইকে ধরে আনার জন্য মেঝো আউট ল ভাই কে। এদিকে শহরবাসী উউত্তেজিত হয়ে পড়ে ছোট ভাইকে শাস্তি দিতে, অন্যদিকে ল' ম্যান কথা দিয়েছিল ছেড়ে দেয়া আউট ল কে, রেপিস্ট আর কিলার কে ধরে আনলে মুক্তি মিলবে ছোট ভাইয়ের, এগিয়ে যেতে থাকে কাহিনী!

একটি চমৎকার মুভি, উপভোগ্য, ফ্যামইলি সহ!



IMDb rating: 7.5



mine: 07







তৃতীয় মুভি :



Shi gan ( 2006-South Korea)



Drama -Mystery-Romance





সিনেমার পরিচালকের নাম কিম কি দ্যুক! আর রিভিউ দেয়ার প্রয়োজনীয়তা কি আছে? বাহুল্যতা হয়ে যায় না? দুজন মানুষের প্রেমের গল্প। অতিরিক্ত সন্দেহ প্রবন নায়িকার অত্যাচারে, জেরায় নায়ক বিপর্যস্ত! তবু নায়ক ভালোবাসে নায়িকা কে, নায়িকা সব কিছু উজাড় করে দেয়া ভালোবাসায় আবদ্ধ করতে চায় নায়ক কে। দু বছরের রিলেশনশীপ টিকিয়ে রাখতে নায়িকা হুট করে একদিন উধাও হয়ে যায়, করে এক্সটেন্সিভ প্লাস্টিক সার্জারী! পাচ মাস পর, পরিপূর্ন সুস্থতায় এসে নায়ক কে প্ররোচিত করে নতুন করে! নায়ক হঠাত একসময় ব্যাপারটা বুঝতে পারে, সেও চলে যায় প্লাষ্টিক সার্জারি করাতে, তৈরি হয় রহস্য! বদলে যাওয়া চেহারায় দুজন কি দুজন কে আবিষ্কার করতে পারে? আমার কাছে দুজন পরিচালকের সিনেমার মূল্য অপরিসীম, একজন হল এন্টনি ফুকুয়া, আরেকজন কিম কি দ্যুক! তারা যা বানায়, আমার তাই ভাল লাগে। আর আমি এম্নিতেই কোরিয়ান সিনেমার হার্ডকোর ফ্যান! আশাকরি দেখবেন, লস নাই!



IMDB rating: 7.3



mine: 08







চতূর্থ মুভিঃ



Der Untergang (2004, Germany)



Biography - Drama - History



দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক কিংবা খলনায়ক এডলফ হিটলারের জীবনের শেষ দিন গুলোর উপর নির্মিত সত্য ঘটনা অবলম্বনে এক মাষ্টারপীস! এবং এই কাহিনীর বর্ণনা নেয়া হয়েছে হিটলারের লাস্ট সেক্রেটারী ট্রউডাল জান এর নিজস্ব বর্ণনাতে। ইভা ব্রাউন, হিটলার, গোয়েবলস, হিমলার, কাল্টজ ইত্যাদি সবার শেষ পরিনতিসহ সিনেমাতে তুলে ধরা হয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মুভির অন্ধভক্ত আমি, আর এই মুভিটিকে আমি দশে বিশ দিতে চেয়েছিলাম। অসাধারণ স্ক্রীন প্লে! সিনেমা শেষে সবার পরিন্তি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যারা আমার মত ওয়ার মুভির ভক্ত, তারা এই সিনেমা না দেখলে বিশাল মিস! সিনেমাটি অশকারের জন্য নমিনেটেড হয়েছিল।



IMDb rating: 8.3



mine: 9 (দশ দিলে অনেকে ক্ষেপে যায় :v)





পঞ্চম মুভিঃ



La cage dorée (France, 2006)



Comedy





মারিয়া আর হসে কে সবাই ভালোবাসে, জন্ম সূত্রে তারা পর্তুগীজ, বর্তমানে বাস করেন ফ্রান্সে। মারিয়া হাউজ কিপিং করেন, আর হোসে কাজ করেন কন্সট্রাস্কশন কোম্পানীতে। যথেষ্ট সুনামের সাথে তারা সবার কাছে পরিচিত, নিজস্ব কাজে মনোযোগী হওয়ায় মেলে বাড়তি ভালোবাসা। হঠাত করে ভুলে যাওয়া বিস্মৃত হওয়া ভাইয়ের মৃত্যুতে অগাধ সম্পদের মালিক হয়ে যায় তারা, ফিরে যেতে চায় নিজ ভূমি পর্তুগাল! এদিকে তাদের বড় কন্যা এঙ্গেজড হোসের মালিকের ছেলের সাথে! এবং প্রেগন্যান্ট! ছেলে নিজের বাবা কে চিত্রশিল্পী আর মাকে ডোর কিপার বানিয়ে এঙ্গেজড হয় ফ্রেঞ্চ মেয়ের সাথে। সব ই ঠিক ছিল, কিন্তু আচমকা সবাই তাদের পর্তুগালে ফিরে যেতে অস্বীকৃতি জানায়। আমি ঠিক গুছিয়ে লিখতে পারলাম না, বাট একতি চমৎকার ফ্যামিলিসহ উপভোগ্য কমেডি সিনেমা এটি। ইচ্ছে করলে দেখে নেবেন, তাইম লস হবে না, কথা দিচ্ছি!



IMDb rating: 7.4



mine:07







ষষ্ঠ মুভিঃ



Taped ( 2012, Netherlands)



Thriller



সিনেমাটা খুজে পাই আরেকটি মুভি ডেলাইট এর রেটিং করার সময়। দারুণ একটি থ্রিলিং মুভি।

প্রতারিত স্বামীকে ক্ষমা করে দিয়ে একজোড়া ডাচ কাপল বেড়াতে যায় আর্জেন্টিনা। নেদারল্যান্ডস এ ফেলে আসা মেয়ে রোজের জন্য সারাক্ষন ভিডিও করতে থাকেন একে অপরকে, তাদের বেড়ানোর মূল উদ্দেশ্য ছিল সুর কেটে যাওয়া সম্পর্কটাকে স্বাভাবিক করা। ভিডিও করার এক পর্যায়ে তার অনিচ্ছাকৃত ভাবে পুলিশের একটি ইচ্ছাকৃত হত্যা ক্যাপচার করে ফেলেন। পুলিশ তাদের ধাওয়া করে তাদের পাসপোর্ট, প্লেনের টিকিট কেড়ে নেয়, পুলিশের গুলিতে আহত হয় স্বামী, স্ত্রির উপর চালানো হয় নির্যাতন, কন্টিনিওয়াস একশন, আর পুলিশি হয়রানি আর ধাওয়া মুভিটাকে থ্রিলার হিসেবে জমজমাট করেছে! শেষ পর্যন্ত কি হয় তা জানতে আপনাকে মুভিটির শেষ পর্যন্ত দেখতে হবে!



IMDb rating: 6.3



mine: 07



লিনক দেয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ , বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, মাথায় আঘাত পেলে আমাদের কিছু করার থাকে না তেমন, তাই এক্সিডেন্ট হলে ছুটে গিয়ে আপনার মাথা রোড ডিভাইডারে আঘাত পেলে, আমরা আপনার ডেথ সার্টিফিকেট লিখে দিই, আমাদের অভ্যেস হয়ে গেসে লিখতে লিখতে, আপনাদের পরিবারের কিন্তু ডেথ সার্টিফিকেট পড়ার অভ্যাস হয় নি! ওহ, কেউ যদি পারেন, আমাকে কোরিয়ান সিনেমা দ্য টার্গেট (Click This Link) এর সাবটাইটেল ব্লু রে রিপ কমেন্টে দিলে খুশি হব!



Torrent Download Link :





1.The Constant Gardener



Click This Link



2.The Proposition



Click This Link



3.Shi gan



Click This Link



4.Der Untergang



Click This Link



5.La cage dorée



Click This Link





6.Taped



Click This Link





(লিঙ্ক গুলো কে এড্রেস বারে কপি করে পেষ্ট করলেই পেজ চলে আসবে)



ধন্যবাদ সবাইকে, শুভকামনা।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার আয়োজনে ভাল লাগা ।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৭

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ বস। মালয়েশিয়া ক্যামন লাগসে?

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

আফ্রি আয়েশা বলেছেন: মুভি গুলি দেখতাম চাই । আপনার মুভি রিভিউ ভালো হয়, দেখার আগ্রহ তৈরী হয় ।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৮

সানড্যান্স বলেছেন: খুশি হলাম, মডু বোধয় পর্ন ছাড়া আর কিছুর রিভিউ চায় না, তাই এসব পোষ্ট নির্বাচিত হয় না!

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪০

কলমের কালি শেষ বলেছেন: ভিন্ন স্বাদের মুভি । দেখা যাক । শেয়ারের জন্য ধন্যবাদ ।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

সানড্যান্স বলেছেন: আপনাকে স্বাগতম।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

হাসান মাহবুব বলেছেন: কনস্ট্যান্ট গার্ডেনার আর ডাউনফল দেখসি। প্রথমটা একটু ভেঙে ভেঙে দেখার ফলে অনেককিছুই অস্পষ্ট থেকে গেছে। ডাউনফল অসাধারণ লেগেছে।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

সানড্যান্স বলেছেন: ডাউনফল কে আমি দশে বিশ দিতে চাইসিলাম! কন্সট্যাআন্ট গার্ডেনার আবার দেখেন, আপনার ভাল লাগতে বাধ্য!

অনেক ধন্যবাদ বস!

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০১

নীল বরফ বলেছেন: ভাই, খুব সুন্দর এবং ভালো মুভিগুলো দেখতে বলেছেন। আমি The Constant Gardener, .The Proposition , Der Untergang ,Shi gan দেখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.