![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
কত সহস্রবার তোমার জন্য নিহত হলাম, অথচ কত নির্বিকারে তুমি
খবরের পাতায় অপরিচিত অজ্ঞাত পরিচয়ে নিহত যুবক কে এড়িয়ে গেলে!
একটিবার এলে না, মর্গে পরে থাকা অজ্ঞাত পরিচয় যুবক সনাক্তকরণে!
যুবকের পকেটে পাওয়া কাঁঠালচাঁপা ফুলগুলো তোমার গন্ধ বয়ে নিয়ে চলল ডাস্টবিনে!
মুঠোফোন ছিল রেকর্ড বিহীন, হয়ত সে শুধুই প্রেমময় গানেই স্মৃতিচারণ করত তোমার!
পুরো নতুন দুটো দশটাকার নোটসহ মানিব্যাগে ছিল পাসপোর্ট সাইজে তুমি, হাসিমুখে!
মৃত্যুশীতল ওই হাত মুখ ফুটে বলতে পারল না, হয়ত পারলে সে চিৎকার করে বলত
কত শত কবিতা সে লিখেছে তোমাকে নিয়ে, স্বাক্ষী পুরনো সেই ওয়েস্টপেপার বাস্কেট!
বন্ধ হয়ে যাওয়া চোখ গুলো জানালো না, কত স্বপ্নের বুনন ছিল সেখানে, তোমাকে ঘিরে!
একটানা ফ্ল্যাট হয়ে যাওয়া ইসিজি রিপোর্ট সাক্ষ্য দিচ্ছিল, পোষ্টমর্টেম এর আগেই, অজ্ঞাত যুবকের,
বুকের বামপাশে হৃদযন্ত্রের চালিকা শক্তি ছিলে তুমি, অথচ বরফের মত জমাট, নির্বাক, নির্লিপ্ত!
কিন্তু অজ্ঞাত পরিচয়ে নিহত যুবকের বেচেঁ থাকার প্রয়োজনীয় উষ্ণতা, আর্দ্রতা, ধমনীপ্রবাহ!
বেওয়ারিশ দাফনের আগে ভবিষ্যতে সনাক্তকরণের প্রয়োজনে তোলা শেষ ছবির পাশেই
স্থান নিল তোমার পাসপোর্ট সাইজের হাসিমুখ, একসাথে, পাশাপাশি, মৃত এবং জীবিত!
অবশেষে তারা পাশাপাশি হল, বহুদিনের জন্য, ধূলো পড়ে যাওয়া ফেলে রাখা ফাইলে!
তুমি জানলে না, মেমসাহেব!
অজ্ঞাত পরিচয়ে নিহত যুবক, সনাক্তকরণে তোমাকেই চেয়েছিল!
মেমসাহেব, তুমি খুনী!
চেয়ে দেখ, অজ্ঞাতের রক্তে ভরে গেছে তোমার কোমল দুটো হাত!
০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৫২
সানড্যান্স বলেছেন: ওকে বস, ধন্যবাদ ছাড়া আর কিছু বললাম না!
২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৯
অঘটনঘটনপটীয়সী বলেছেন: কে যেন বলেছিল, সানড্যান্স নাকি আর কবিতা লিখবে না।
০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৫
সানড্যান্স বলেছেন: অস্ত্র জমা দিয়েছি, ট্রেইনিং নয়!
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৯
যোগী বলেছেন:
মেমসাহেব, তুমি খুনী!
চেয়ে দেখ, অজ্ঞাতের রক্তে ভরে গেছে তোমার কোমল দুটো হাত!
Tai ki?
০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৩
সানড্যান্স বলেছেন: হু, একদম!!
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২০
বিদ্রোহী বাঙালি বলেছেন: "বেওয়ারিশ দাফনের আগে ভবিষ্যতে সনাক্তকরণের প্রয়োজনে তোলা শেষ ছবির পাশেই
স্থান নিল তোমার পাসপোর্ট সাইজের হাসিমুখ, একসাথে, পাশাপাশি, মৃত এবং জীবিত! "
বিধাতা যাদের মিলিয়ে দেয়, সাধ্য কার সেটা রুখে। এই অপার্থিব মিলন সেটারই সাক্ষী হয়ে রইলো, যদিও যুবক এখানে মৃত কিন্তু যুবতী এখনো অক্ষত।
"অজ্ঞাত পরিচয়ে নিহত যুবক, সনাক্তকরণে তোমাকেই চেয়েছিল!"
ভালোবাসার গভীরতাটা এখানে সহজেই উপলব্ধি করা যায়।
তারপরও কিন্তু আমার মতো পাঠকের মনে কিছুটা খচখচানি থেকে যায়, যার উত্তর হয়তো আপনি দিতে পারবেন। ব্যর্থ প্রেমের কারণে মৃত্যু কি কখনো বীরত্বের প্রমাণ দেয়? নাকি এটাও এক ধরণের কাপুরুষতা?
আপনি হয়তো এখানে অজ্ঞাত যুবকের মৃত্যুকে গভীর ভালোবাসার রূপক হিসাবে ব্যবহার করেছেন। আপনাকে কিছুটা সহজ করে দেয়ার চেষ্টা করলাম। কারণ রূপক গভীর ভালোবাসার রূপক হিসাবেই আমি কেবল যুবকের মৃত্যুটাকে মেনে নিতে পারি। ব্যর্থ প্রেমের কারণে আত্মহত্যাকে নয়। ধন্যবাদ সানড্যান্স।
আপনার কিন্তু আরব্য রজনীর পর্ব নিয়ে আসার কথা ছিল।
০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৫
সানড্যান্স বলেছেন: বহুদিন পর আজ হঠাত কবিতা লিখে ফেলায় দিয়ে দিলাম। আরব্য রজনী ট্রাই করব আজ রাতে দিতে।
আসলে কবিতা আমি অনেক আগে থেকেই লিখতাম, মাঝে হঠাত বন্ধ হয়ে গেল, পরে গতকাল খুব কষ্টে লিখতে পারলাম।
আত্মহত্যার কথা আমি কিন্তু উল্লেখ করিনি কোথাও। সে প্রেমে ব্যর্থ হয়ে সুইসাইড করেনি, বাট সে আমৃত্যু এবং তার পরেও তার পাশেই থাকতে চেয়েছে।
অনেক ধন্যবাদ ভাই!
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: উপরে আমি কিছু পঙক্তি কোট করেছি। এগুলো পড়লে যে কেউ কিন্তু ভাবতে পারে যুবক মারা গিয়েছে। যদিও এখানে কীভাবে মারা গিয়েছে (যদি তাই হয়) উল্লেখ নাই, কিন্তু কবিতায় ভাবের বিন্যাসের কারণে এটাকে সুইসাইড ভাবলে পাঠককে দোষ দিতে পারবেন বলে মনে হয় না। যাহোক, পাঠক হিসাবে আমি আমার স্বাধীনতাটুকু উপভোগ করেছি কেবল। কবিতাটির জনক আপনি। আপনিই এর আসল মর্মার্থটা সবচেয়ে ভালো বুঝবেন এটা আমিও স্বীকার করি। ধন্যবাস সানড্যান্স।
০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪১
সানড্যান্স বলেছেন: অবশ্যই ভাই আপনাদের ভাবনা আমার কাছে গুরুত্বপূর্ণ!!
আপনি মনোযোগ দিয়ে পরে, বুঝতে চেয়েছেন, পেরেছেন এটাই তো আমার অনেক বড় পাওয়া!
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা।
০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!!
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫
ইমিনা বলেছেন: মেমসাহেব কে দেখতে ইচ্ছা হয়
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৮
সানড্যান্স বলেছেন: আমিও দেখিনি কখনো, খুজতেসি। পাইলে অবশ্যই দেখাব!
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬
ইখতামিন বলেছেন:
অনেক সুন্দর লাগলো..
মেমসাহেব
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৫
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া!
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬
কাবিল বলেছেন: ভাল লাগল + + +
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৬
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।
মেম সাহেব রুপক না আসলেও কবিতা শক্তিশালীই ছিলো।
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৭
সানড্যান্স বলেছেন: ব্বাহ! কবিদের প্রশংসা ভালবাসার ছায়া!
ধন্যবাদ ভাই!
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৪
আফ্রি আয়েশা বলেছেন: অসাধারণ লেগেছে । আপনাকে সবসময় কবিতায় চাই
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৮
সানড্যান্স বলেছেন: আমি অসাধারন ই লিখি যে!! অনেক ধন্যবাদ!
১২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
হুমায়ুন তোরাব বলেছেন: ডাক্তার সাব আবার কবিতা লিখা আরম্ভ করেছে দেখে ভাল লাগলো
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৯
সানড্যান্স বলেছেন: নাহ, হঠাত লিখে ফেলসি বহুদিন পর!!
ধন্যবাদ!
১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৪
কলমের কালি শেষ বলেছেন: এইডা কি লিখলেন !! অসাধারণ !++++++
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৪
সানড্যান্স বলেছেন: এইটা কবিতা ভাই!! অনেক ধন্যবাদ!
১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩২
আবু শাকিল বলেছেন: মেম সাহেবের খোঁজ পেলে আমাকে জানাবেন প্লিজ
কবিতা ভাল লেগেছে ।
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫৭
সানড্যান্স বলেছেন: আপনাদের ভালোবাসায় লিখি ভাই। অবশ্যই জানাব।
ধন্যবাদ!
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৯
অন্ধবিন্দু বলেছেন:
মেমসাহেব কবিতা দিয়া কিতা করবো ! গাড়ি-বাড়ির আরও উত্তম ব্যবস্থা করা হউক। তবে কবিতার সরল আবেগখানা বেশ !
শুভ কামনা, সানড্যান্স।
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫৮
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!! আপনাকেও শুভ কামনা!
১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৮
যবড়জং বলেছেন: আমার মনে হয় ইসিজি রিপোটা আত্মহত্যা নামক বিষয়ের নয় ৷ এটি একটি প্রেমিকের মিত্যু ৷ প্রথমে অনেকটা আত্মহত্যার মত মনে হলেও এখানে এসে পরিস্কার হয়েছে, অন্তত আমার কাছে ৷ খুব ভালো লাগলো ৷মনটা কেমন খচখচ করছে
তুমি জানলে না, মেমসাহেব!
অজ্ঞাত পরিচয়ে নিহত যুবক, সনাক্তকরণে তোমাকেই চেয়েছিল!
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪
সানড্যান্স বলেছেন: যাক ব্যাপারটা কেউ ধরতে পারল!!
অনেক অনেক ধন্যবাদ!!
১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫২
ডি মুন বলেছেন: তুমি জানলে না, মেমসাহেব!
অজ্ঞাত পরিচয়ে নিহত যুবক, সনাক্তকরণে তোমাকেই চেয়েছিল!
দারুণ।
কবিতাটা আমার ভীষণ ভালো লেগেছে।
+++++
০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬
সানড্যান্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!
১৮| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
আকিব আরিয়ান বলেছেন: ভালো লাগা রইলো
১৯| ১৯ শে জুন, ২০১৫ রাত ৯:১৮
লিমন আজাদ বলেছেন: +++
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: কোন কথা হবে না ।
অনেক ভালো লিখছেন ।
চমৎকার