![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
আমি জানি চলে যাওয়া মানে প্রস্থান নয়, তোমার জানা ছিল না, তাই না?
মহাপ্রস্থানের শোক গুলো বড্ড তামাশা, যেন খানিকটা দায়বদ্ধতার মুক্তি!
ঠেকায় পড়ে, তোমাদের এক মিনিটের নীরবতা যেন হিমশীতল
আইস্ক্রীমের শোক!
অথচ সময়গুলো ছিল কত প্রাণবন্ত, আতশবাজির মত, আমার নিজেকে নিঃশেষে ক্ষয়!
তবু তোমার জন্য জ্বলে গেছি বারবার, আলোকিত করেছি তোমার মনের মেঘলা আকাশ!
শেষমেশ আতশবাজিগুলো ছাই হয়ে জমা পড়েছে এশট্রেতে, নিকোটিন বিষাক্ত ধোয়াতে পুড়ে!
পুরুষ হওয়া বড্ড পাপ, জানো? কাপুরুষতার ভয়ে তারা কাদঁতে শেখে না
বুকে চেপে থাকা পাথর ঠেলে বেরিয়ে আশা অশ্রুকে বলে, ও কিছু না, সর্দি!
শীতের সময় তো! উষ্ণতা ছিনিয়ে নিয়েছিলে তুমি, প্রকাশ্য দিবালোকে, রাজপথে!
তবে জান কি? এই আমি তোমার হাতের রিনিঝিনি নীল কাচেঁর চুড়ি নই আর!
আমি নিজেই এখন চুড়ি ভাংতে শিখে গেছি, তবু আর তোমার জন্য কেনা হয়না!
শক্ত পুরুষালী হাতে, মুঠোভর্তি কাচের চুড়ি ভাংতে ভাংতে সেই তোমাতেই রক্তাক্ত হই!
হায়! সেই তুমিই শিখিয়েছিলে, কিভাবে ভাংতে হয়! কিভাবে রক্তাক্ত করতে হয়!
কিংবা হতেও হয় বৈকি!
১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৬
সানড্যান্স বলেছেন: আমাদের ম্যাংগো পিপুল কবিতা তেমন পড়ে না, শুরুর দু লাইন আর শেষের দু লাইন এজন্য এরকম রাখতে হয়!
২| ১১ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৪
বিদ্রোহী বাঙালি বলেছেন: যার জন্য উপযুক্ত হল, তাকেই যখন পাওয়া হয় না, তখন হৃদয়ে রক্ত ক্ষরণ হয়ে রক্তাক্ত হবে বৈকি। এতো কিছুর পরও হয়তো ভালোবাসাটা থেকেই যায় কিন্তু তখন হয় একপাক্ষিক আর বিরহী যন্ত্রণা কাতর। তখন ভালোবাসার উপলব্ধি আরও দৃঢ় হয়।
কবিতা ভালো লেগেছে সানড্যান্স। নিরন্তর শুভ কামনা রইলো।
১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২২
সানড্যান্স বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই! উপলব্ধি হইতে হইতে ভাই পিএইচডি হয়ে গেল তো!!
৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪
আবু শাকিল বলেছেন: আপনি মস্কারা দিয়ে কঠিন লিখতে পারেন।
লেখা ভাল লাগে।
ধন্যবাদ কবি
১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ হে সহব্লগার!
৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কঠিণ লিখেছেনরে ভাই-------অসাধারণ
১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
সানড্যান্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ! লেখা কিন্তু সহজ ভাষায়!
৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১
তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।
শুভকামনা রইলো।
১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া!
৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬
আমি অথবা অন্য কেউ বলেছেন: মুক্তগদ্য অথবা কবিতায় ভাললাগা
১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া!
৭| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: বাহ । বেশ লিখেছেন ।
১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ বস!
৮| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৪
তুষার কাব্য বলেছেন: দারুন সব কথামালা ।
শেষটা আসলেই অসাধারণ লেগেছে...
১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮
সানড্যান্স বলেছেন: আপনাদের ভালোলাগাই যে আমার স্বার্থকতা!!
৯| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ বস!
১০| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪২
কাবিল বলেছেন: ভালো লাগলো।
ধন্যবাদ
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২১
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!
১১| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩
অপু তানভীর বলেছেন: পুরুষ হওয়া আসলেই পাপ ।
কাঁদতে না পারা টা কত বড় কষ্টের তা কেবল আমরাই জানি !
ভাল লাগলো !!
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ সদ্য প্রেমিক পুরুষ কে!
১২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৮
মাছুম আহ্মেদ বলেছেন: আহা..... আহা.........
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২১
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!
১৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৩১
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার লেখা । অনুভূতির কবিতায় ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৩০
ডি মুন বলেছেন:
প্রথম ভালো লাগা +++
কবিতাটা খুব ভালো লেগেছে।
বিশেষ করে শেষটুকু একদম লা-জবাব।
শুভেচ্ছা কবিকে