![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
আজ চতূর্থ কিস্তি! ওখানে থাকতে বিনোদনের কোন ব্যবস্থা ছিল না, শুধু ছিল ৫২ মেগাবাইট পার সেকেন্ড স্পীডের নেট। সেখানেও জ্বালা আছে, মন খারাপ, একটু ভাল মন্দ দেখতে যাবেন? নগদ কট! প্রক্সি ছাড়া কোন দুষ্ট মিস্ট সাইটে ঢুকতে পারবেন না!
সিনেমা নামাবেন টরেন্ট থেকে? তাও ব্লক করা! ম্যাক্সিমাম টরেন্ট সাইট ব্লক করা! আর আসে হল টীভি, যার একমাত্র বিনোদন হচ্ছে মিশরীয় মুজরা!
তো শুরু হয়ে যাক!
আগের তিন পর্বের লিঙ্ক শেষে!
২০শে অগাষ্ট ২০১৪ ইং
ঢাকা থেকে চিটাগং এর দূরত্ব কত? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের গল্পের বিষয় সিয়ারা। মাফি মালুম সিয়ারা? কার কিংবা গাড়ি। প্রথমে একটা তথ্য দিই, যেহেতু আমার কাছে তথ্য আছে!
আরব দেশের ময়লা ফালানোর লরি সব গুলাই মার্সিডিজ কোম্পানীর লরি, নাম এক্ট্রস লরি, মোটামুটি ৮/১০/১২/১৬ আর ২৪ চাকার গাড়ী।
গাড়ী মোটামুটি এখানকার মানুষের মৌলিক চাহিদার একটি, গাড়ি ছাড়া এক পা নড়তে পারবেন না। একেকজনের তিনটে করে মিনিমাম গাড়ি আছে। একটা পিক আপ, একটা ব্যবহার, একটা শো অফ! এখানে বাচতে হলে গাড়ি চালাতে জানতেহয়। আরব বাচ্চারা ব্যাসিকালী মায়ের পেট থেকে চালানো শিখে আসে!
আরব দের জন্য আইন হল, আরব পুলাপানের স্টিয়ারিং ধরতে জানলেই তার বয়স হইসে। এরা গাড়ি চালাতে চালাতে সব কাজ করে অভ্যস্ত। শতকরা নব্বই ভাগ আরব গাড়ি চালানোর সময় ফোনে কথা বলে! ছাগলের ম্যা ম্যা টাইপ এক গান আছে সেটা শোনে, গাড়ি চালানোর সময় হাল্কা ঝিমায় (আমরা যেটাকে ন্যাপ বলি!), অনেক আরব গাড়ি চালায় শুধু হাটু দিয়ে, হাত ব্যস্ত থাকে ফোনে! স্টিয়ারিং হোল্ড করে রাখে হাঁটু দিয়ে!
যত সমস্যা আমরা যারা আজনবী, আমাদের গাড়ীর কাচ ভাঙ্গা হলে কেস!
এখানে মেয়েদের গাড়ি চালানো নিষেধ, মেয়েরা ড্রাইভ করতে পারবেনা, ওয়াল্লা!! হারাম!! তো ঘরের পুরুষরা সারাদিন ব্যস্ত থাকলে উপায়? উপায় আছে গোলাম হোসেন! যেহেতু বড় হয়ে যাওয়া সন্তানেরা ব্যস্ত, মা সবচাইতে ছোট টারে নিয়া বের হয়, এরা ৪.৫/৫ বছরের, এর চে ছোট টা স্টিয়ারিং নাগাল পায়না, তাই এই ই সই! বিশ্বাস করেন আর নাই করেন এরা, এই পাচ বছর বয়সী পুলাপানের শহরের ভেতরে স্পীড কম বেশী ১৩০ কিমিএইচ, মরুভূমিতে গাড়ির যত ওঠে!! যেহেতু আমার কাছে তথ্য আছে, আরেকটা তথ্য দিই, আমার নিজের চোখে দেখা, সন্তান স্টিয়ারিং ধরলে এক্সিলাটরে পা যায় না দেখে মায়ের কোলে বসছে, মা ব্রেক এক্সিলারেটর, ছেলে স্টিয়ারিং!! কি আছে জীবনে!
এরা লিফট দেয়, পয়সা ছাড়াই। এই জায়গায় আপনি নিরাশ হবেন না। রাস্তায় দাড়িয়ে হাত উচু করলে কেউ না কেউ আপনাকে নিবেই!
আমাকে ডেইলী একশ বিশ কিমি যেয়ে অফিস করতে হয়। আবার অফিস ছুটি হলে ১২০ কিমি পাড়ি দিয়ে বাসায় আসি। এর মাঝে মিনিমাম ৮/১০ বার গাড়ি বদলাই, মোটামুটি যত ধরনের গাড়িতে ওঠার শখ থাকে মানুষের, আমার মিটে গেসে! এবং আমার সময় লাগে সর্বোচ্চ চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা।
এক্সিডেন্ট এ মৃত্যু সবচাইতে কমন এখানে। আমি মাঝে মাঝে একা পুরো হাসপাতাল সামাল দিই, এক্সিডেন্ট এর কেস আসলে পুরো প্যানিক লাগে, একেকজনের চেহারার দিকে তাকানো যায় না। ইমার্জেন্সী রেসিডেন্ট হিসেবে কাজ করলেও এ জিনিসে আমি অভ্যস্ত হতে পারিনি। অনেক আজনবীর লাশ দেশে নেয়ার টাকা থাকেনা অধিকাংশ লোকের পরিবারের, এক্সট্রা টিকেট, কফিন ইত্যাদির টাকা দেয়ার সামর্থ থাকেনা এদের। তাদের স্বান্তনা দিই (আমি জানিনা কাজ হয় কিনা), যাক নবী(সাঃ)'র দেশে কবর হইসে!
২২শে অগাষ্ট ২০১৪ ইং
জাতি হিসেবে সারা দুনিয়াতে বাংগালীরা ব্যতিক্রমী!! ক্যামন ব্যতিক্রম শুনুন!
এক ইন্ডিয়ান আলাপচারীতার সময় আমাকে বলে
"তোমাদের বাংগালীরা সব জুয়া খেলে!"
আজ্ঞে, হ্যা, এখানে ব্যাপক জুয়া খেলা হয়, এবং এর আসর এ সব ই বলতে গেলে বাংগালীরা! ধন্য জাতি আমাদের!
দেশে অনেকেই লুংগি পড়ে বাসা থেকে বের হন, কিন্তু বিদেশে এই লুংগির উজ্জ্বল দৃষ্টান্ত বাংগালীরা রেখেছেন। তারা বিনা দ্বিধায় এখানে লুংগি পড়ে আড্ডা মারতে বেরিয়ে যান রাস্তায়। একবার স্থানীয় সরকার বললেনন,
এটা কি তোমাদের জাতীয় পোশাক?
বুদ্ধিমান বাংগালীরা বলে,
নাহ, আমরা সবাই প্যান্টশার্ট পড়ি, ওইটাই জাতীয় পোশাক!
তো সরকার নিষেধ করলেন, দেখো, যেহেতু জাতীয় পোশাক নয়, তোমরা আর এটা পড়ে বের হয়ো না! কে শোনে কার কথা!! বাংগালীরা তো বটেই, কেরালার ইন্ডিয়ান আর সালোয়ার কামিজ পেহেন কা আদত ওয়ালা পাকিরাও এখন বাংগালীর দেখা দেখি লুংগি পড়ে বের হয়।
তো মেনে এক পাকি কো পুছা,
"" ইয়ার তু লুংগি কিউ পেহনা?""
উসনে দাত বাহার কার জবাব দিয়া
"""ইয়ে আচ্ছি হ্যায় ইয়ার, হাওয়া লাগতা হ্যায় অন্দর মে!""
অত্র এলাকায় আমি, বাবা আর সিরাজ ভাই এই তিনজন এখনো লুংগি পড়ে হাওয়া লাগানেকে লিয়ে বাহার হোনেকা সাহস ভি নেহি কিয়া।
এরা, মানে আমাদের বাংগালীরা ব্যাপক পান খায়। সারাক্ষন দেখবেন জাবর কাটছে! একটা রেডী পানের দাম এক রিয়াল। আর সেই পানের পিক আর চুনের সাক্ষী এই শহর জুড়ে দাড়িয়ে থাকা সব বৈদ্যুতিক খুটি-খাম্বা!
প্রায়শ শুনবেন, অমুক বাংগালীরে ধরে নিয়ে গেছে পুলিশ, কেন? ওই বাংগালী মোকাম্মেল(কন্ট্রাক্টর) সৌদির কাছ থেকে এডভান্স টাকা নিয়ে কাজ না করে ভাগছে! খোজ নিলে জানবেন, তাসের আসরে সব টাকা হেরেছে!
সব দেশের লোক কে জিজ্ঞাসা করুন,
""কেফাল হাল, সাদিক?"
উত্তর আসবে
""আলহামদুলিল্লাহ ""
বাংগালীরে জিগেস করুন
""কেফাল হাল, সাদিক?
"
মুখ চুন করে উত্তর দিবে
""এইতো বাই(!), বালই(!!!)
আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! তৃতীয় পর্ব!
আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! দ্বিতীয় পর্ব!
আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! প্রথম পর্ব!
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২৩
সানড্যান্স বলেছেন: ইংশাল্লাহ যাবেন!
২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১০
ইমরান আশফাক বলেছেন: আপনার লিখার স্টাইলটা তো বেশ।
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২৪
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১১
আবু শাকিল বলেছেন: এরাবিক হালুয়া
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২৪
সানড্যান্স বলেছেন: হাহাহ, ধন্যবাদ!
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৮
আরমিন বলেছেন: মজার!
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২৪
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ!
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৮
আফ্রি আয়েশা বলেছেন: আপনার কাছে একটাই চাওয়া - কোন দিন লেখালেখি ছাড়বেন না ।
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২৬
সানড্যান্স বলেছেন: আর কিছু নাহোক, প্রেস্ক্রিপশন তো মরণের আগ পর্যন্ত লিখে যেতে হবে!
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: ইন্টারনেট থাকা আর না থাকা দেখছি একই হয়ে গেছে। এতো রেস্ট্রিকশন থাকলে ক্যামনে কী? ব্যাংকক, সিঙ্গাপুরে গিয়ে ওরা রেস্ট্রিকশন মানে কেন জিগাইয়েনতো।
বিয়ে করার সময় তিনটা চারটা মেয়ে বিয়ে করতে পারে, আর গাড়ি চালালে যত দোষ। আবার শুনেছি পর্দার নিচে নাকি সবই ফকফকা। আজব কাহিনীর দেশ দেখা যায়।
বাঙালীদের হীনমন্যতা দেখে দুঃখ পেলাম। নিজের দেশের জাতীয় পোশাকের কথা স্বীকার করতে তাদের যদি এতো বাঁধা, তবে আর বাঙালী বলে পরিচয় দেয় কেন?
পান চুনের ব্যাপারটা একদম হাছা কতা। দেশেও কোন খাম্বা বাদ থাকে না। খাম্বার বয়স যত বাড়ে চুনের কারণে সেগুলো আরও বেশী সাদা হয়। বিদেশ গিয়েও অভ্যাসটা ধরে রেখেছে যত্ন সহকারে দেখা যায়।
দারুণ উপভোগ করলাম আপনার এই পর্বও। ধন্যবাদ সানড্যান্স।
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২৫
সানড্যান্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই! ভাল থাকবেন!
৭| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০০
অপ্রতীয়মান বলেছেন: মজা পাইছি বরাবরের মতই
যেই দেশের যেই ভাউ, গাড়ি তা যেই কাজেরই হোক ব্রান্ডের হইতে হইবো। কি আসে যায়, পকেটে তেল বেচা টেকা-টুকা তো ঠিকই আছে।
লুঙ্গীর অংশটাও মজা পাইছি
পরবর্তী পর্বে কি আসে জানার অপেক্ষায় রইলাম।
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২৭
সানড্যান্স বলেছেন: মাম পনের টাকা বোতলের এক বোতল পানির দাম ১ এস আর, আর সোয়া দুই লিটার পেট্রল এক এস আর! যে দেশে পানির চাইতে বাস্তবিক ভাবেই তেল সস্তা সে দেশে এরকম ই তো হবে রে ভাই!
ধন্যবাদ মন্তব্যের জন্য!
৮| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৬
মাছুম আহ্মেদ বলেছেন: আপনে ভাই পারনে ও..... ভলো কথা পানের বাজার মোটামুটি ভালোই আছে ১ রিয়াল/পিছ (সম্ভাবনাময় খাত)।
১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৮
সানড্যান্স বলেছেন: কিনতু যায় তো ভাই সব পাকিস্তানী পান! আমাদের সব বাজার ধংস করে দিচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তান!
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: বিনুদন বেশ জমজমাট সানড্যান্স
১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪০
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ বস!!!
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
হাসান মাহবুব বলেছেন: সরস বর্ণনায় লেখাটা বেশ উপভোগ্য হয়েছে।
১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪১
সানড্যান্স বলেছেন: কিছুটা পাঠকের মনযোগ ধরে রাখা, কিছুটা একাকীত্ব দূর করতে এই চেষ্টা বস! টিনটিন ক্যামন আছে ভাই?
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২০
সকাল রয় বলেছেন:
ভালোই
১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২০
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ বস
১২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন জমিয়েছেন --- ভাললাগা রেখে গেলাম
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২১
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ আপা!
১৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৯
কলমের কালি শেষ বলেছেন:
চমৎকার সিরিজ । চলুক...
১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯
সোহানী বলেছেন: ওর আমার গাড়ি রে.... তবে মেয়েদের চালানোর স্টাইলটা দারুন পছন্দ হইছে...
ভাইরে ওই দেশে যায়তো সব কামলারা .. ওদের কাছে আদব লেহাজ কেমনে আশা করেন..... একবারই এমিরাটস্ উঠছিলাম..প্লেনে দেশি ভাইগো চিল্লাপাল্লা দেইখা লজ্জা পাইছি...........
দারুন লিখায় ++++++
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮
হুমায়ুন তোরাব বলেছেন: হা হা হা .......
আই ও যাইতে চাই ।।