![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
জানিনা ক্যামন লাগসে আপনাদের! আপনাদের সাথে শেয়ারিং আর ব্লগে জমা রাখাই এই লেখা গুলোর মূল উদ্দেশ্য! আজ এই আট নাম্বার কিস্তিতে আপনাকে স্বাগতম!
৩রা সেপ্টেম্বর ২০১৪ ইং
পোশাকের সৌন্দর্য কিংবা স্মার্টনেস নিয়ে আমরা খুব মাথা ঘামাই, কিন্তু এখানে কারু মাথায় কিসু নাই, তাই কেউ ঘামায় না! অবশ্য এখানে ঘাম খুব রেয়ার, প্রকাশিত হওয়ার আগেই শরীর থেকে ঘাম ভ্যাপার বা বাষ্প হয়ে যায়।
সৌদি বাচ্চারা প্যান্ট, টি শার্ট পড়লেও, বয়স বাড়ার সাথে সাথে ট্রাডিশনাল আরব ড্রেস (আমার ছবি দ্রস্টব্য)
পড়ে থাকে। এবং তারা গর্বিত ও বটে। আমি প্যান্ট শার্ট পড়েই ঘুরি। হাসপাতাল এ শুধু এপ্রন ঠিক থাকলেই হয়। আপনি স্যান্ডেল পড়ে ঘুরে বেড়ালেও কিছু হবে না।
অনেকেই বলে সৌদি মহিলারা বোরকার নিচে কিছু পড়ে না। আমার গবেষণা বলে অনেক কিছু পড়ে। আমি যে কজনের বোরকা উতার দিয়েছি, এরকম কিছু দেখিনি!!
জাতি যারপরনাই হতাশ!
হে দুস্টু প্রজন্ম,
আমার চরিত্র আগের মতই ফুলেল এবং পবিত্র আছে। চিকিৎসা স্বার্থে বোরকা উতার দিতে হইসে!
আমি হাসপাতালে বয়সে সবার ছোট, দেখতে চ্যাংড়া চ্যাংড়া, রোগীরা তেমন গুরুত্ব দেয়না! তাই ভাবলাম মোচ রাখি। বাকিস্তানী সেলুনে গেলাম, পাঞ্জাব আনকেলজী আমার চুল পুরো ঢাকার বিহারী ক্যাম্পের টিনেজ পুলাপানের মত কাটলেন
, মুখে শেভ করানোর বদলে মাক্কিনা (মেশিন) মেরে দিলেন, মুচুয়া ভি ছিল, একটু হলেও নিজেকে বদলানো গেল।
এই ভেবেই দিন যাচ্ছিল। আমার ধারণা ছিল আমার গায়ের রং শ্যামলা টাইপ, এর সাথে মানিয়ে গেসে।
ঝামেলা হল উচ্চতা নিয়ে। আমি তালগাছের মত লম্বা, যে কেউ দেখলে জিগেস করে, আন্তা বাকিস্তানী? আন্তা হিন্দী? আন্তা শ্রীলনকান?
আমি খুব লজ্জা পেতাম, কেউ বাংগালী বলে না ক্যান?
আরবে বাংলার ডাক্তার খুব কম, তবু যখন কোন সৌদি জানত আমি বাংলার ডাক্তার, খুব অবাক হত, কারন অন্যান্য পেশার লোক থাকলেও ডাক্তার খুব রেয়ার।
ঘটনা আরো সামান্য আছে। গায়ের রং নিয়েই। হৃদয়বিদারক ঘটনা, প্রথমটা দেশের ই। সাবেক প্রেমিকা কে খুব আহলাদ করে জিগেস করছিলাম
-আচ্ছা আমি কি কালো?
-কে বলসে আপনি কাল?
- তাহলে আমি শ্যামলা, তাই না?
-নাহ, আপনি শ্যামলা নন, কাল নন, আপনি কাইলা!
সে যাইহোক, এই ঘটনার পুণরাবৃত্তি আরব দেশে ঘটবে ভাবি নাই! সুদান উত্তর আফ্রিকার একটা দেশ। এই দেশে সবাই হাসান মাসুদের পিতা।
সাইজ হয় দৈত্যের মত, আর অন্ধকারে আপনি এদের কাউকে খুঁজে পাবেন না। বাট এদের মন খুব ই ভাল, খুব ভালমানুষ এরা।
দ্বিতীয় দিন অফিসে গেসি, তখন আমাকে এক ফিলিপিনো সিস্টার বলতেসে
-হাই দাকতুর!
-হ্যালো সিস্টার!
-সো, ইউ আর দ্য নিউ দাকতুর?
-ইয়েস, সিস্টার, হোয়ার আর ইউ ফ্রম?
-পিলিপিন, লেত মি গেস, ইউ আর ফ্রম সুদান, এম আই রাইট? (খুব আত্মবিশ্বাস নিয়ে)
-হোয়াট মেড ইউ থিনক, আনা সুদানি?
-ইয়োর স্কিন কালার এন্ড হাইট ডাকতুর!
(অনুমান সঠিক হয়েছে, তাই বিজয়ের হাসি মুখে)
মাঝে মাঝে জীবন খুব দুর্বিষহ লাগে আমার!
আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! সপ্তম পর্ব!!
আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো!! ষষ্ঠ পর্ব!!
আমার লেখা আরব্য রজনীর গল্পগুলো, পঞ্চম পর্ব!
আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো চতুর্থ পর্ব!
আমার লেখা আরব্যরজনীর গল্পগুলো, তৃতীয় পর্ব
আমার লেখা আরব্য রজনীর গল্পগুলো!! দ্বিতীয় পর্ব!!
আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো!! প্রথম পর্ব!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৬
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:২১
বিদ্রোহী বাঙালি বলেছেন: বোরকা উতারেও কিছু পাইলেন না, অথচ আপনার গায়ের রঙ দেখে ফিলিপিনো সিস্টার ঠিকই বুঝে নিয়েছেন আপনি সুদানি।
কালার করতে কত লাগছিল সানড্যান্স?
মজা পেলাম পড়ে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৯
সানড্যান্স বলেছেন: হাহাহাহাহ। ভাই আপনি এত দ্রুত পোষ্টের খবর পান কি করে?
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৫
ইমরান আশফাক বলেছেন: আপনার তো হালকা মোচ আর কিন্চিত দাড়ি আছে দেখছি। রং ও তো মাশাল্লাহ আমার চেয়ে ভালো দেখছি। সুদানীদের চুল কোকড়া হয় জানি, আপনার টা তো তা মনে হচ্ছে না।
কিন্তু হ্যা, সুদানীদের মন খুবই ভালো হয় এবং সেটা যে আপনার আছে তা এই পোস্টগুলি পড়লেই বুঝা যায়।
আর হ্যা, আমি কিন্তু পাকি বা ইন্ডিয়ানদের সাথে উর্দূ বা হিন্দিতে (দু'টোই তো এক) কথা বলতাম নবা। বাংলা, ইংরেজী ও আরবীতে মিকচার করে যা বলতাম ওরা কোনক্রমে তা বুঝে নিতো। :>
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৬
সানড্যান্স বলেছেন: ভাই আমি ফুল বদু এরিয়াতে ছিলাম। ওখানে শিক্ষিত মানুষ পাচ জন ও ছিল না। আর হিন্দী কিংবা উর্দু বলতে পারাটা দোষের কিছু নয়। দোষ তখন ই হবে যখন আমি আমার ভাষাকে সম্মান করব না। আর সত্যি কথা বলতে আমি এই মুহুর্তে পাচটা ভাষায় কথা বলতে পারি, বুঝতে পারি, ভাষা শেখাটা আমার এক ধরনের শখ!
ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য!
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম ---পড়লাম, দারুন মজা পেয়েছি--- যার মন জনগনের সেবায় নিবেদিত সেইতো সুন্দর-- অবশ্যই সুন্দর --------
সাবলীলতা ভাল লেগেছে
শুভকামনা রেখে গেলাম
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৭
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ আপা!
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪
মাছুম আহ্মেদ বলেছেন: হাই দাকতুর! পর্বগুলাতো ভালোই জমতাছে, গোগ্রাস গিলতেছি আর পড়া শেষ হইলে পরেরটার অপেক্ষা......
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৩
সানড্যান্স বলেছেন: ইংশাল্লাহ, সামনে আসবে!
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২
সোহানী বলেছেন: আরে ছোটবেলার সেই আরব্য রজনীর গল্প ভেবে খুব অধীর আগ্রহে ঢুকলাম... ওমা এতো দেখি আধুনিক আরব্য রজনী.....
অসাধারন লিখায় আগে ++++ দিলাম... আর বাকীগুলান পড়ে আসতাছি........
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৬
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ!
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৮
হাসান মাহবুব বলেছেন:
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৭
সানড্যান্স বলেছেন: ভাই পপিন্সের ছোট টা কে কি নামে ডাকছেন?
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭
এম মিজান রহমান বলেছেন: ভালো লাগলো ।।মার্জিত লেখার পরশ পেলাম ।
শুভেচ্ছা নিন ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৮
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া!
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮
কলমের কালি শেষ বলেছেন:
)চলুক । বেশ মজাদার সিরিজ ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:০২
সানড্যান্স বলেছেন: চলছে ভাই!!!
১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪২
তার ছেড়া বলেছেন: আগেই পড়েছি । তবুও আবার পড়লাম । আবার পেলে আবার পড়ব । আপনার লেখায় যে মধু
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:০৫
সানড্যান্স বলেছেন: আন্তরিক ধন্যবাদ ছোটভাই!
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৮
ময়ূখ কিরীটি বলেছেন: বরাবরের মতোই দারুণ লেগেছে রজনীর সিরিজ পর্বটা.....তবে চুল ছাটার মতো করে খুব ছোট করে ফেললেন কোন এক সময় ওদের উসব নিয়ে লিখবেন কিন্তু ।
আপনার মতো আমারও ভাষা শেখার শখ আছে.....হিন্দী তো আমি পড়তে-লিখতেও পাড়ি পরের টার্গেট তামিল ভাষা.....
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:০৭
সানড্যান্স বলেছেন: আরবী শিখুন, মিডল ইস্টে ইঙ্গলিশের কোন চল ই নাই বলতে গেলে!
১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫১
লাশকাটা ডোম বলেছেন: আনা পম গানা দাকতুর?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:১৫
সানড্যান্স বলেছেন: বাংলাদেশ!
১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৪
হুমায়ুন তোরাব বলেছেন: আগে পড়ে মন্তব্য করেছি ফেসবুকে ।
১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৬
নাহিদ রুদ্রনীল বলেছেন: দাকতুর সাব ভালো লিখছেন। পড়ে মজা পেলাম
১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০০
রাজিয়েল বলেছেন: গার্লফ্রেন্ড আপনারে "আপনি" কইরা বুলাইতেন
আদরের "আপনি"?
১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০
অশুভ বলেছেন: চরম লিখেন আপনি।
১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:২৬
হাসান মাহবুব বলেছেন: টিনটিন/রুহিন
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৬
সানড্যান্স বলেছেন: আপনি কি জানেন, আমার মেয়ের নাম ও আমি পপিন্স রাখব?
রুহিন ডাকেন। টিন টিন ডাকলে পরে ক্লাসমেট রা ওকে খেপাবে১
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৭
আরণ্যক রাখাল বলেছেন: মজা পেলাম আপনার লেখা পড়ে| বেশ জমিয়ে লিখতে পারেন| বাকি পর্ব গুলোও পড়ে নেব