![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
হয়ত একদিন আমারো বেরুবে, তোমায় নিয়ে লেখা কবিতার বই
ঠোঁটে জ্বলন্ত বেনসন, মুখে একরাশ বিরক্তি নিয়ে, চাপা উল্লাসে!
উত্তেজনা লুকিয়ে, অটোগ্রাফ দিতে স্টলের পাশে দাড়িঁয়ে থাকব,
অবিক্রিত বই গুলো বিক্রয়ের অপেক্ষায় কিংবা তোমার প্রতীক্ষায়!
হয়ত সেদিন কবিতা গুলো পাঠ্য হবে শান্তিনিকেতনে, জাতীয় পাঠ্যক্রমে
নাসার হাবল টেলিস্কোপে নক্ষত্রেরা লুকিয়ে যাবে, দেখা যাবে তোমাকে!
হয়ত সেদিন আদালতের রায় হবে, যাবজ্জীবন কবিতা লেখার দন্ড কিংবা
হাইকোর্টে জামিন নিবে কুখ্যাত সন্ত্রাসী একটি বিশুদ্ধ প্রেমের কবিতা লিখে!
হয়ত সেদিন আসন্ন যুদ্ধের আলোচনায় হাজারো রকম ফুল দিয়ে হবে বৈঠক
আকাশ রাডারে লুকিয়ে থাকা ড্রোন থেকে নিক্ষিপ্ত হবে গুচ্ছ গুচ্ছ গোলাপ পাপঁড়ি!
ঠোঁটে ঠোঁটে চুমু খাবে ইউক্রেনের ইউলেনা তিমাশেঙ্কো আর রাশিয়ার ভ্লাদিমির পুতিন
অফিস ফেরত ক্লান্ত যুবকটি শাড়ীর ক্রমশ মূল্য বৃদ্ধিতে ভাববে, জীবন কেন কঠিন!
হয়ত সেদিন চকোলেট হাতে ইজরাইলী সৈণ্যরা ধরা দেবে প্যালেস্টাইনের শিশুর কাছে
হামাস বুকে টেনে নেবে ইহুদী নারীদের, বৈরুতে এতিম থাকবে না একটি সন্তান!
পেট্রোল বোমার পরিবর্তে ফ্রান্সের পারফিউম ভর্তি বোতল নিক্ষিপ্ত হবে হরতালে!
গাজীপুরের সমরাস্ত্র কারখানা বিনির্মিত হয়ে হবে ভাঙ্গা হৃদয় এর পুনর্বাসন প্রকল্প!
হয়ত সেদিন ভালোবাসার উপর আরোপিত হবে ভ্যাট, আইন করে আদায় হবে প্রবৃদ্ধি ট্যাক্স
সদ্য কৈশোরোত্তীর্ণ প্রেমিক তরুণ স্টার কাবাবে বিলিং এর সময় চুপিসারে বলবে, মামা ছাত্র!
নিত্য নতুন মরণ ভাইরাসে আক্রান্ত আফ্রিকায় ভলান্টিয়ার হয়ে যাবে হাজারো প্রেমিক তরুণ
সাইন্স ফিকশন কিংবা সাই ফাই মুভিতে বিপন্ন নয়, ভেসে আসবে এক নতুন পৃথিবীর স্বপ্ন!
হয়ত একদিন আমারো বেরুবে, তোমায় নিয়ে লেখা কবিতার বই
ঠোঁটে জ্বলন্ত বেনসন, মুখে একরাশ বিরক্তি নিয়ে, চাপা উল্লাসে!
উত্তেজনা লুকিয়ে, অটোগ্রাফ দিতে স্টলের পাশে দাড়িঁয়ে থাকব
অবিক্রিত বই গুলো বিক্রয়ের অপেক্ষায় কিংবা তোমার প্রতীক্ষায়!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭
আবু শাকিল বলেছেন: দারুন লিখেছেন।
+
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪০
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় অন্যরকম ভাললাগা ।++++
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪০
সানড্যান্স বলেছেন: অন্যরকম ভালোলাগা ক্যামন হয়?
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
সুমন কর বলেছেন: চমৎকার বাস্তবপেক্ষাপটকে নিয়ে কবিতা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪১
সানড্যান্স বলেছেন: বাস্তবপেক্ষাপটক!
ভাল তো! ধন্যবাদ!
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
অবনি মণি বলেছেন: হয়তো
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪১
সানড্যান্স বলেছেন: হ্যা, হয়ত!
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৫
চন্দনপাল০২৩ বলেছেন: চমৎকার লাগলো
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪২
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪২
আরণ্যক রাখাল বলেছেন: কবিতায় শহিদ কাদরির তোমাকে অভিবাদন প্রিয়তমার স্বাদ পেলাম| ভাল লাগল
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪২
সানড্যান্স বলেছেন: উনি পাশে বসে ছিলেন লেখার সময়!
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০২
বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার বইটা যদি পারেন কালই বের করে ফেলুন। দেশের এবং বিশ্বের যে অবস্থা, তাতে যত তাড়াতাড়ি পারা যায় আপনার বই বের করা উচিৎ।
মজা ভাবতে পারেন কথাগুলোকে। কিন্তু মজার আড়ালে কষ্টটা দেখতে ভুলবেন না যেন।
কবিতা দারুণ হয়েছে সানড্যান্স। কবিতায় যে স্বপ্ন দেখিয়েছেন, সেগুলোর বাস্তব মুখ দেখার জন্যই সবাই মুখীয়ে আছি। কিন্তু স্বপ্ন যে ধরা দেয় নারে ভাই। আফসোসটা সেখানেই।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩
সানড্যান্স বলেছেন: ইংশাল্লাহ এমন একদিন আসবে!
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: আমরা বই চাই ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪
সানড্যান্স বলেছেন: মিনিমাম দুই লাখ টাকার নীচে আমি কাউকে পান্ডুলিপি দিব না!
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৭
পাজল্ড ডক বলেছেন: কান্না-হাসি................
অসাধারণ হইছে!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮
ঘুমন্ত রাকিব বলেছেন: দারুণ হইছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!
১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯
সানড্যান্স বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২২
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হয়ত সেদিন আদালতের রায় হবে, যাবজ্জীবন কবিতা লেখার দন্ড কিংবা
হাইকোর্টে জামিন নিবে কুখ্যাত সন্ত্রাসী একটি বিশুদ্ধ প্রেমের কবিতা লিখে!
ডাক্তারির পাশাপাশি কবিতায়ও দারুণ হাত পাকাচ্ছেন,
অনেক ভালো লাগলো ভ্রাতা, শুভকামনা নিরন্তর ! ++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪১
সানড্যান্স বলেছেন: সব্যসাচী হতে হবে যে ভাই!!
আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৪
শায়মা বলেছেন: খুব সুন্দর!
০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৮
সানড্যান্স বলেছেন: আন্তরিক ধন্যবাদ!
১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হয়ত একদিন আমারো বেরুবে, তোমায় নিয়ে লেখা কবিতার বই
ঠোঁটে জ্বলন্ত বেনসন, মুখে একরাশ বিরক্তি নিয়ে, চাপা উল্লাসে!
উত্তেজনা লুকিয়ে, অটোগ্রাফ দিতে স্টলের পাশে দাড়িঁয়ে থাকব
অবিক্রিত বই গুলো বিক্রয়ের অপেক্ষায় কিংবা তোমার প্রতীক্ষায়!
=================
অসম্ভব সুন্দর । মন ভাল হয়ে গেলো । শুভেচ্ছা কবি ডাক্তার হুজুর
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: //পেট্রোল বোমার পরিবর্তে ফ্রান্সের পারফিউম ভর্তি বোতল নিক্ষিপ্ত হবে হরতালে!//
এটা কবে হবে?
অসাধারণ লাগল।
+++
পুরোটা জুড়েই ভালো লাগা।