![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
অনেকদিন সিনেমার পোষ্ট দিই না। আজ দিচ্ছি সব একসাথে। আগের কথাই রইল, ভাল লাগলে ভাল, না লাগলে আরো ভাল!
১। যারা ছোট ছোট গল্পের দৃশ্য একিসাথে একটা মুভিতে দেখতে চান তাদের জন্য এই মুহুর্তে হট আইটেম হল Wild Tales (2014) (Spain), মুভিটা বেশ চমৎকার, ভাল লেগেসে আমার, আর একটা গল্পে আমাদের স্প্যানিশ ক্যাপ্রিও রিকার্ডো দারিন রয়েছেন। নামানোর সময় খেয়াল রাখবেন সাথে সাব আছে কিনা, কোন সাব সাইটে এখনো এভেইলেবল নয় এর ইংলিশ সাব! কিক এসে পাবেন। ৭/১০
২।এই সিনেমায় কোন ইরোটিক দৃশ্য নাই, বাট ক্যামেরা ম্যান একটা মাষ্টার পীস, ভদ্রলোক পিওর লুচু! আর নায়িকা (Belen Rueda) কে দেখে একটু পর পর ঢোক গিলেছি, মহিলা এত সুন্দরী, এত সুন্দরী! সিনেমাটা অসাধারন, অন্ধ যমজ বোনের একবোন হত্যা হয়, আরেক বোন রহস্য উদঘাটনে। ড্রামা-মিস্ট্রি-থ্রিলার-এর অসাধারণ সমন্বয়। আরেক স্পেনিয়ার্ড মাস্টারপীস। Julia's Eye (2010) (Spain) ৮/১০
৩। Trash, মাইন্ড ব্লোয়িং মুভি। তিন বালকের এডভেঞ্চার, ক্রাইম, থ্রিল অসাধারণ ম্যান! অসাধারণ! পলিটিকাল দূর্ণীতি, পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সরব এক সিনেমা। বোনাস হিসেবে পাচ্ছেন, গার্ল উইদ দ্যা ড্রাগন ট্যাটুর রুণি মারা কে। ফ্যামিলি নিয়ে এই সিনেমা দেখতে পারবেন। কোন কাটপিস নাই! অসাধারন! Trash (2014) (Brazil)
৪। হিন্দি সিনেমার অক্ষয় কুমারের ভক্তরা দেখতে পারেন The Big Lebowski (1998) (USA). স্লো কমেডি হিসাবে চমতকার। সিনেমার নায়কের অভিনয়ের সাথে অক্ষয়ের হামেশা মিল পাবেন। বাট আমার ভাল লেগেছে ওয়াল্টারের অভিনয়। ৬/১০
৫। সত্য ঘটনার উপর নির্মিত এই মুভিটি আপনাকে অনাবিল আনন্দ দিবে। সাথে কষ্ট ও। রিহ্যাবিলিটেশন স্কুলের গল্প, গল্প বিদ্রোহের! King of Devil's Island (2010) (Norway) চমৎকার অভিনয়ে সত্যকে অনেক সুন্দর করে তোলার জন্য এই মুভিটি না দেখলেই নয়। বিশেষ করে এই ডায়ালগটা দাগ কেটে রইবে বহুদিন মনে, King of Bastoy here! ৮/১০
৬। ভাবীর সাথে পরকীয়ায় জড়িয়ে পরার গল্প। মেয়ের জন্য বেচে থাকা পেশাদার এক খুনীর গল্প। ট্রেনিং দেয়া হিংস্র কুকুরের লড়াই এর গল্প। মাফিয়া চক্রে যোগ দেয়া বউ পেটানো এক গ্যাঙ্গস্টারের গল্প-Amores Perros (2000) (Mexico) ভাল লাগার কথা। ৭/১০
টরেন্ট লিঙ্ক
লিঙ্ক কপি করে এড্রেস বারে এন্টার দিলেই চলে আসবে
১। Click This Link
২। Click This Link
৩। Click This Link
৪। Click This Link
৫। Click This Link
৬। Click This Link
যেকোন দুইটি মুভি নামালে নামাবেন ২, ৩, একটি নামালে ৩ আর তিনটি নামালে ৩,৪,৫। বিফলে মূল্য ফেরত। ভাল লাগলে ভাল, না লাগলে আরো ভাল। হাস্তা লা ভিস্তা!
০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৮
সানড্যান্স বলেছেন: মাস্ট সী!!
২| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪৯
আহসানের ব্লগ বলেছেন: ওকে দেখতাসি +
০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৯
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:১৭
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৯
সানড্যান্স বলেছেন: স্বাগতম!
৪| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩৫
আমি তুমি আমরা বলেছেন: ফেসবুকেই পোস্টটা দেখেছিলাম। দুই নম্বরটা দেখার ইচ্ছা আছে।
০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৬
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ!
৫| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার শেয়ার।++++
ধন্যবাদ।
০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৭
সানড্যান্স বলেছেন: স্বাগতম ভাই!
৬| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১১
কলমের কালি শেষ বলেছেন: দেখতে হবে ।
০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৬
সানড্যান্স বলেছেন: অবশ্যই!
৭| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৮
মাশুক আরেফিন প্রাঞ্জল বলেছেন: ssc এর পরে তোমার সাথে দেখা করমু মুভি নিতে, মুভি গুলা কি আছেই না ডিলিট মারছো?
০৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৭
সানড্যান্স বলেছেন: কিছু তো অবশ্যই থাকে
৮| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:২১
আহসানের ব্লগ বলেছেন:
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৪
সানড্যান্স বলেছেন:
৯| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫১
সোহানী বলেছেন: কি সব মারামারি কাটাকাটির ছবি দেখেন........ তারপর ও ++++++++ দিলাম কাম কাইজ না থাকলে দেখুম রক্তারক্তি.......
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৩
সানড্যান্স বলেছেন: উহু, প্রতিটি মুভিই সুন্দর!
১০| ০৯ ই মার্চ, ২০১৫ ভোর ৪:০৫
নীল বরফ বলেছেন: গুড চয়েস!
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৫
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪৬
মানস চোখ বলেছেন: এগুলোর মধ্যে "Amores Perros" টা দেখেছি!!!! ভালো লেগেছে!!!!
বাকি গুলো দেখতে হবে!!!
সুন্দর পোস্ট!!!!!!!