![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
আমি শিখে গেছি কি করে বাধতে হয় টাই এর নট
ওপাশে আমার বারান্দায় এখনো ফোটে ফরগেট মি নট!
আমি শিখে গেছি বাইরে থেকে এসে হ্যাঙ্গারে ঝুলবে শার্ট
আমাকে জানিয়ে গেছ তুমি ভালোবাসা মিছে শিল্প-আর্ট!
আমি শিখে গেছি ব্রাশ করার আগে চুমু খেতে নেই
উত্তপ্ত সময়ে হারিয়ে ফেলতে নেই আবেগের খেই!
আমি শিখে গেছি চশমাটা খুলে ঠিক করে রাখতে
এখানে পরতে পরতে ধুলো জমছে মলিন স্মৃতিতে!
আমি শিখে গেছি জুতোটা বাইরে রেখে আসতে হয়
অগোছালো এলোমেলো বিছানা কিভাবে গুছোতে হয়!
আমি জেনে গেছি কিম্ভূত মশারিটা কিভাবে টানাব
আমি বড্ড ভাল আছি, কিভাবে তোমাকে জানাব?
আমি শিখে গেছি বাদলার দিনে ছাতা ফেরত আনা
কতটা অসুখে ভুগে নিজেকে সুখী ভাবা যায় জানা!
আমি জেনে গেছি এখন বেডরুমে ধূমপান নিষেধ
এখানে ক্যালেন্ডারে দিন নেই কোন বিশেষ!
আমি শিখে গেছি কিভাবে ভাল থাকতে হয়
আমি জেনে গেছি কিভাবে ভুলে যেতে হয়!
১৭ ই মার্চ, ২০১৫ রাত ১:২২
সানড্যান্স বলেছেন: তাই নয় কি!
২| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি শিখে গেছি বাদলার দিনে ছাতা ফেরত আনা*
আমি শিখি নি।
ভুলে যাওয়া আর নতুন শেখার কবিতায় ভালো লাগা।
১৭ ই মার্চ, ২০১৫ রাত ১:২৩
সানড্যান্স বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই!
৩| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৩
লিমন আজাদ বলেছেন: আমি জেনে গেছি কিম্ভূত মশারিটা কিভাবে টানাব
আমি বড্ড ভাল আছি, কিভাবে তোমাকে জানাব?
ভাল লাগা জানিয়ে গেলাম।
১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৪
সানড্যান্স বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই
৪| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ কবিতা।
১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৪
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই
৫| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২২
আকিব আরিয়ান বলেছেন: ফেবুতেই পড়েছিলাম, ভাল লেগেছে খুব নটিফির ভয়ে কমেন্ট করি নাই
১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৩
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!!!
৬| ১৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১১
সেলিম আনোয়ার বলেছেন: আমি শিখে গেছি কিভাবে ভাল থাকতে হয়
আমি জেনে গেছি কিভাবে ভুলে যেতে হয়!
মর্মস্পর্শি ।
৭| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৫
হুমায়ুন তোরাব বলেছেন: কিছুই বলার নাই ।। আপনি বস ।। আপনি অয়াসাম ।।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৪
মাছুম আহ্মেদ বলেছেন: ভালোবাসা, মিছে শিল্প-আর্ট!