![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
আমি মাঝে মাঝে তোমাকে নিয়ে হারিয়ে যাই,
তুমি হারাও কি? অথবা হারিয়েছ?
সিনোরিতা!
আমি চলে যাই সুদূর সেই স্পেনে, যেখানে
ইবিজার সমুদ্র সৈকতে স্নানরত তুমি-আমি
তোমার শরীরের ভাজেঁ ভাজেঁ লুকোচুরি!
উকিঁ দেয় আমার কামনা, তৃপ্তি-অতৃপ্তিরা!
মাদমোয়াজেল!
তোমাকে হারিয়ে ফিরি প্যারিসের বুলেভার্ডে
ল্যুভরে মোনালিসা লজ্জিত হয় তোমার সৌন্দর্যে!
কোন এক শ্যাতোর সামনে গীর্জার পাশের রাস্তায়
আমার বেহালার সুরে উন্মত্ত তুমি নৃত্যে!
সিন-ইয়ান!
হেঁটে হেঁটে চলে যাই, পারি দিই সেই মহাপ্রাচীর
তোমার আগমনে চৈনিক সভ্যতার যেন আয়োজন!
মাও-সে-তুং যেন তোমার অপেক্ষাতেই!
দখল হবে এশিয়া, ভালোবাসা কিংবা যুদ্ধে!
পেরদেরে!
তোমাকে নিয়ে ভেনিসের নৌকার মাঝি হয়ে ভাসি
বন্ধ চোখে ডুবে যাই তোমাতে, নদী, তোমার গভীরতায়!
পালিয়ে চলে যাই সিসিলির গভীরে কোন দ্বীপে, সেখানে
হারাই হাহাকারের ওপেরা কিংবা উন্মত্ত ব্যালেট ছন্দে!
আমি মাঝে মাঝে তোমাকে নিয়ে হারিয়ে যাই,
তুমি হারাও কি? অথবা হারিয়েছ?
কখনো?
একটিবারো?
২| ১২ ই জুন, ২০১৫ সকাল ৮:২২
যোগী বলেছেন:
কয়েকটা টাইপো ছাড়া কবিতায় অসাধারন ভালোলাগা।
বোঝা যায় আপনি বেশ গুনি মানুষ।
৩| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ২:২২
সাদরিল বলেছেন: স্প্যানিশে সিনরিতা, ফরাসিতে মাদমোয়াজাল, আরো একটি কি জানি দিলেন, বাংলায় প্রিয়তমাটাও ঢুকিয়ে দিতেন। তবে মাল্টি লিঙ্গুয়াল ফিউশন ভালো লেগেছে
৪| ২২ শে জুন, ২০১৫ রাত ২:১৩
হুমায়ুন তোরাব বলেছেন: ভাল লেগেচে .
৫| ২৪ শে জুন, ২০১৫ রাত ৮:৪১
শহুরে কাউয়া বলেছেন: দখল করে নেয়ার বড় শখ।
অবশ্য দখল করে নেবার আনন্দই আলাদা। :-)
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৫ সকাল ৮:০৭
আরণ্যক রাখাল বলেছেন: মাশাল্লা আপনে তো পৃথিবীর ম্যালা ভাষা জানেন!