![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
ময়না –তদন্ত শেষে ওরা আবিষ্কার করে
আমার হৃদপিন্ড বরাবর ঢুকে বেরিয়ে গিয়েছে বুলেট!
ঠিক যেখানে আমি তোমাকে লুকিয়ে রেখেছিলাম!
ওরা কেউ কেউ দাবী করে আমি তাদের!!
অন্যরা সংবাদ সম্মেলনে, আমার সাদাকালোর পোস্টার নিয়ে
স্বগর্বে মিছে চিৎকার করে, আমি অন্যদের ই ছিলাম!
অথচ, কেউ জানলই না, আমি শুধু তোমার ছিলাম!
শুধু তোমার সম্মতির অপেক্ষায় ছিলাম, কথা দিয়েছিলে
হৃদ মাঝে ঐ কাপুরুষদের বুলেট নয়, তুমি থাকবে!
আমি বুঝিনি, ওরা এত হিংস্র, লোভী কিংবা অপ্রেমিক!
সে ছিল শাহবাগে, একজন সদ্য ব্যপ্টিস্ট কবি হয়ে, ফুলের অপেক্ষায়
সে বরণ করতে চেয়েছিল তোমার সম্মতি, টকটকে গোলাপ দিয়ে!
অতঃপর, সদ্য ব্যপ্টিস্ট কবি গোলাপ হাতে বুকে বুলেট নিয়ে
রাজপথে তোমাকে শেষ মুহুর্তে কল্পনায়, টকটকে লাল ভেজা গোলাপে
রাজনৈতিক লাশ হয়ে রইল...
অথচ, তার তোমার হওয়ার কথা ছিল!
তার গোলাপ গুলো বুলেট রক্তে রাঙ্গিয়ে দিয়েছিল...
সে ছিল তোমার স্বৈরাচারী প্রেমিক অথচ!
এখন সে শুধুই মৃতদেহ, একটি রাজনীতিক লাশ!
উতসর্গ-কবি শোয়েব মাহমুদ
২| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
৩| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৮
আবদুল্লা আল ফয়সাল বলেছেন: অথচ, কেউ জানলই না, আমি শুধু তোমার ছিলাম!
#বাহ! অসাধারণ লেখা।
৪| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৬
আবু শাকিল বলেছেন: অনেক আগেই জানি! আপ্নি ভাল কবিতা লিখেন।
৫| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪১
শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন কবিতা। ভালোলাগা রইলো।
৬| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৯
আলোরিকা বলেছেন: অনেক দিন পর মুগ্ধ হয়ে কোন কবিতা পড়লাম ! শুভ কামনা ।
স্বগর্বে < সগর্বে
৭| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০১
নেক্সাস বলেছেন: সুন্দর কবিতা
৮| ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
বেচারা বলেছেন: প্রথম আপনার লেখা পড়লাম। ভাল লাগল। লিখে যান। ভালো হোক বা মন্দ।
৯| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৬
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
১০| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৫
নান্দনিক নন্দিনী বলেছেন: খুব ভাল হয়েছে , আগামীর জন্য শুভকামনা রইল
১১| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা বেশ ভাল লেগেছে ।
১২| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৪
মানুষ বলেছেন: পছন্দ হয়েছে
১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২২
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: এই কবিতাটা সব সময় ভালো লাগে
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯
শামছুল ইসলাম বলেছেন: ভাল লাগা কবিতার প্রতি ছত্রে।
বিশেষ ভাল লাগাঃ
//ময়না –তদন্ত শেষে ওরা আবিষ্কার করে
আমার হৃদপিন্ড বরাবর ঢুকে বেরিয়ে গিয়েছে বুলেট!
ঠিক যেখানে আমি তোমাকে লুকিয়ে রেখেছিলাম!//
ভাল থাকুন।সবসময়।