| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সানড্যান্স
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
ভোরের স্নিগ্ধতায় হিম হিম শীতের আমেজ,
জানো? আমি শীত কিভাবে টের পাই?
শীতে সুরভীত ইউক্যালিপটাসের ফুল ফোটে...
বিষাক্ত ইউক্যালিপ্টাস...ঠিক যেন তুমি!
আমার শীত আসে নিকোটিনে কালো হয়ে যাওয়া
ঠোটের চামড়া উঠে, খুব কামড়ে নিতে তুমি,
তোমার নাকি অনেক পছন্দ ছিল! তাই কি?
আমার যে আর কামড়ে নেয়ার কেউ নেই এখন!
আজ এগারো বছর হয়ে গেল, কত্ত নিয়ম বদলে গেল!
প্রতি শীতে একটি করে চ্যাপস্টিক দিতে তুমি, অথচ
দেখ, এখন নিজের ঠোট নিজে কামড়ে কামড়ে খাই
চ্যাপস্টিকের আহবান উপেক্ষা করতে শিখে গেছি বেশ!
আজ, এগারো বছর পরে, স্নিগ্ধ শীতের সকালে,
কথা ছিল ভোরে কফি বানিয়ে বারান্দায় দাঁড়াবে
আমি উষ্ণ আলিঙ্গনে পেছন থেকে জড়িয়ে ধরব,
অন্তর্বাস গায়ে তুমি উষ্ণতা খুজবে এ বুকে!
আমি নিজেই কফি বানাই এখন...তুমি ভাল থেক
বালিকা/পারমিতা/মৌরি গমেজ কিংবা উইনি আইরিনেরা! 
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২২
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!
২|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৫
নাবিক সিনবাদ বলেছেন: তুমি ভাল থেক
বালিকা/পারমিতা/মৌরি গমেজ কিংবা উইনি আইরিনেরা!
আপনারে তো বেশি সুবিধার লোক বলে মনে হচ্ছে না... ![]()
৩|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৬
নাবিক সিনবাদ বলেছেন: কবিতা সুবিধার হইসে
![]()
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৩
সানড্যান্স বলেছেন: হাহাহাহাহা, ধন্যবাদ ভাই!
৪|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৮
হামিদ আহসান বলেছেন: সুন্দর .....
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৩
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ!
৫|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৪
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ, বস কি এখনো মাল এশিয়াতে না দেশে?
৬|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২১
আহমেদ জী এস বলেছেন: সানড্যান্স ,
শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে –
বলিলাম ; “ একদিন এমন সময়
আবার আসিও তুমি, আসিবার ইচ্ছা যদি হয় !-
এগারো (পচিঁশ )বছর পরে ।”
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৪
সানড্যান্স বলেছেন: আর আইছে ভাই, মামা হয়া গেছি!
৭|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৮
শাহরীয়ার সুজন বলেছেন: ভালো লাগলো
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৫
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!
৮|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪০
নেক্সাস বলেছেন: কবিতার শিরোনাম...
কবিতার শুরুটা অসাধারণ আবেগ ও উপমা খচিত।
চ্যাপিষ্টিক আর কফির প্যারায় একি রকম মুগ্ধতা। বাক্য বিন্যাস ..অনুভুতির গভীরতা বেশ ভাল লেগেছে।
আমার শীত আসে নিকোটিনে কালো হয়ে যাওয়া
ঠোটের চামড়া উঠে, খুব কামড়ে নিতে তুমি,
তোমার নাকি অনেক পছন্দ ছিল! তাই কি?
আমার যে আর কামড়ে নেয়ার কেউ নেই এখন!
আখানে আমার শব্দটা না হলে চলে।
আর শেষের পরিণতি টা একটু ছন্দ ছুটে গেছে।
ভাল থাকবেন।
এখানে
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৭
সানড্যান্স বলেছেন: সুন্দর সমালোচনার জন্য ধন্যবাদ বড় ভাই। জীবনে কতকিছুর ছন্দ হারালাম, এখন কোন কিছুই কিছু লাগে না, আর আমি কি ভাই সত্যেন দত্তেন, ছন্দে না মিল দিলে আরো কিছু পারতেন? ধন্যবাদ, আবারো!
৯|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৮
ফ্লাইং সসার বলেছেন: আপনি সবই ভালো লিখেন; কবিতা ,রম্য। বেশি বেশি লেইখেন।
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৮
সানড্যান্স বলেছেন: লিখলে মনে আনন্দ হয়, রিলিফ লাগে জীবন যুদ্ধে! আন্তরিক ধন্যবাদ ভাই!
১০|
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৮
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!
১১|
২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৪
শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন একটা কবিতা। আফসোসের ব্যাপারটা স্পস্ট। ভাল্লাগছে। +
১২|
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২২
এম রাজু আহমেদ বলেছেন: অসাধারণ লিখেছেন কবি।
খুব ভাল লাগলো পড়ে।
আমার পাতায় আমন্ত্রন রইলো।
১৩|
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর কবিতা...
১৪|
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা।
অনেক দিন পর ব্লগে আসলেন।
১৫|
২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৫
শামছুল ইসলাম বলেছেন: আবেগী কবিতা, উপস্থাপনটা ভাল লেগেছে।
ভাল থাকুন। সবসময়।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৪
তারেক সালমান জাবেদ বলেছেন: ভালো লাগলো