![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
কি বললে তুমি? কবিতা লিখতে হবে? তোমায় নিয়ে?
সে আমি লিখবখ'ন, এখানে তোমার অভিধানে যে অনেক শব্দ!
এখানে কথা বলে নি:শব্দেরা, আবেগের প্রশ্রয় হয় মৈথুন,
অথচ তোমার কি সামান্য চাওয়া! একটি তুমিময় কবিতা!
লিখলাম ই নাহয় কবিতা, কুয়াশাচ্ছন্ন কাঁচে কিংবা মাইক্রোসফট ওয়ার্ডে!
কিন্তু দেখ, তুমি চাইছ শুধুই তোমায় নিয়ে কবিতা, কি স্বার্থপর আমিহীন, নিরন্তর...
কি বললে তুমি? কবিতা লিখতেই হবে? তোমায় নিয়ে?
সে কবিতা আমি কি করে লিখি, যেখানে আমরা নেই!!
চল! আমরা একটা কবিতা লিখি-আমাদের নিয়ে,
যে কবিতা আমাদের, যেখানে পঙতির মালিকানা দু'জনার!
কবিতা তবে হোক, আমাদের নিয়ে, ভালোবাসা নিয়ে,
যে মেঘাচ্ছন্ন আকাশে তুমি লেখ, সে কবিতা সূর্য আলোকিত করুক!
সান ড্যান্স
04.12.15
উতসর্গ: Afri Aysha
মেডিনোভা, ঢাকা
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০০
শামছুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে।
ভাল থাকুন। সবসময়।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
নীলসাধু বলেছেন: হুম। বেশ!
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০২
সুদীপ্তা মাহজাবীন বলেছেন: অনেক ভাল লেগেছে । শুভ কামনা
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: হুজুরের লেখা ভাল লাগবেই ।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০
মাহবুবুল আজাদ বলেছেন: কবিতা তবে হোক, আমাদের নিয়ে, ভালোবাসা নিয়ে,
যে মেঘাচ্ছন্ন আকাশে তুমি লেখ, সে কবিতা সূর্য আলোকিত করুক!
মুগ্ধতা ছুঁয়ে গেল।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪
রুদ্র জাহেদ বলেছেন: খুব ভালো লাগলো...
৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব ভাল লাগা রইল । ভাল থাকুন
ভালবাসাময় হোক জীবন
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: বাহ,,,,ভালই ত লিখেন