![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
তাকে বাঁধা দিইনি কখনো, আগলে ধরে থাকিনি পথ
নিশ্চিত ছিল অবাধ যাতায়াত, আড়ালে লুকোনো চাউনি!
মাঝ রাস্তায় বলিনি হচ্ছেনা, হয়না, হবেনা, ছাড়িনি হাল,
পালের নৌকায় বাতাস পড়ে গেলে, নিজেই টেনেছি গুণ!
ক্লান্ত সুগোল পা দুটো তার, বড্ড দূর্বলে জিরিয়ে নিচ্ছিল,
আমি সত্যি বলছি, আমি বাঁধা দিইনি, ওই উরুর শপথ!
পথরোধ করিনি তাজমহল রোডের রাস্তায়, নিনফাজের সিড়িতে
অবরোধ ডাকায় আমার অক্ষমতা, সে ফ্যাসিস্ট ছিল বৈ কি!
তাকে বাঁধা দিইনি কখনো, তাকিয়ে তাড়িয়ে দেখেছি তার চলে যাওয়া!
এরপর কত হাজারো রূপে ফেরত এসেছে, উষ্ণতার নাইটফল হয়ে
এসছে নাইটমেয়ার হয়েও, তাকে বলিনি ফিরে এসো, আমি এখানে!
তার সদ্য তরুনী ব্লাউজের পুরুষ্টু স্তনের শপথ, পিছু ডাকিনি তাকে!
তার সৌরভ, ঘামের নোনা স্বাদ ফিরে এসেছে নিকোটিনের আদরে,
শ্বাসনালিতে ঢুকে শরীরে মিশে গিয়েছে, যাচ্ছে, যাবে, তার যাওয়া!
শিরাপথে ঢুকে, মুহুর্তে হৃদপিণ্ড ছড়িয়ে দিচ্ছে তাকে আনাচে কানাচে
তবু তাকে ডাকিনি, কে জানে ডাকিনীদের ডাকতে নেই!
পিছু ডাকতে নেই!
নেই!
নেই!!
নেই!!!
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬
সানড্যান্স বলেছেন: বাংলালিংগের বিজ্ঞাপন দেখেন নি? নতুন কিছু কর?
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
আরণ্যক রাখাল বলেছেন: কবিতার চেয়ে পিকটা বেশি ভাল লেগেছে| চরম
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬
সানড্যান্স বলেছেন: জী ভাই, ছবিটা মারাত্তক!
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ব্লগে ঢোকার পরে সবার আগে সানড্যান্স ভাইয়ের প্রোফাইলে ঢুকি নতুন কোন কাব্য আছে কিনা।
বরাবরের মতই অসাধারন!
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭
সানড্যান্স বলেছেন: খুব খুশি হলাম ভাই! আন্তরিক ধন্যবাদ!
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ লাগল।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৮
সানড্যান্স বলেছেন: আপনাদের ভালোলাগাই তো সবচাইতে বড় পাওয়া!
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার হয়েছে।ছবিখানা দেখে অবাকই হইলাম
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই, ছবিটা কোন একটা বই এর ফ্রেমের, কিন্তু কি বই ভুলে গেছি!
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১
কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ লাগল।
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২১
আমি মাধবীলতা বলেছেন: প্রথম প্যারাটা বেশি সুন্দর...না শেষ প্যারাটা...নাহ...সম্পূর্ণটাই ভালো..অন্যরকম...
৯| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবিটা বেশ খারাপ
তবে লেখা মাশাআল্লাহ সুন্দর
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩২
তিমিরবিলাসী বলেছেন: নতুন ধরণের শপথ দেখছি, আগে এরকম শপথ করতে কাউকে দেখিনি।