![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
আমি কোথায় জন্মেছিলাম জানো? কিভাবে আমি এলাম?
আমি তীব্র জলপ্রপাত হয়ে ঈশ্বরের পাহাড় থেকে আছড়ে পড়েছিলাম...
তোমাকে ভাসিয়ে, ভিজিয়ে, তোমার দখল নিয়েছিলাম!
উত্তাল হাওয়াতে তোমার উড়ন্ত চুল ঘোষণা করেছিল আমার নিশাণ !
আমি-তোমার সার্বভৌমত্ব! পরাধীন ভালোবাসার গণতান্ত্রিক প্রধাণ !!
আমার বেড়ে ওঠার গল্প লেখা তোমার শরীর, শিল্প প্রমাণিত, শাণিত!
আমার ধারালো পাথরকুচি আর উষ্ণ জলের আবগাহণে তোমার মুক্তি!
ঘোষণা দিইনি বলে অভিমাণী হয়েছিলে, আমি যে হিংস্র, বড্ড বেপরোয়া
আগ্রাসী ভাবে গিলে ফেলতে চাইতাম, আমি যেন তখন সূর্য, দেব প্রভু!
আমি যে কুছ পরোয়া' কে পরোয়া করতে শিখিনি! ঈশ্বরের দেয়া সাঁয়!
আমাকে ছুড়ে ফেলার সাহস কোন বুকে ধর যেখানে উদযাপন কর সুখ!
শোক আমার শক্তি হয়না, কাপুরুষ নই প্রমাণে ব্যতিব্যস্ত সশব্দে তুমি!
প্রতি আঘাতে আঘাতে মৃত্তিকা হয়ে তুমি জানিয়েছ ধরে রাখার সহ্যশক্তি!
আমি এসেছি প্রমিথিউস হয়ে, তোমার পৃথিবীর শাসণ ক্ষমতা নিয়ে!
আমি জন্মেছিলাম প্রতি জন্মান্তরে তোমাকে দখলের প্রতিনিয়ত ইচ্ছায়!
ফেব্রুয়ারী পাচঁ
ভোর চারটে এক
কল্যানপুর, ঢাকা
©somewhere in net ltd.