![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
একটা রাত ভিক্ষে চাই, ভালবাসব, আদর করব
চা খাব,উষ্ণ যোগাযোগ স্থাপন করব
ছড়িয়ে দেব শরীর থেকে শরীরে!
ভালোবাসা ছড়িয়ে দেব, গ্রহ থেকে গ্রহান্তরে!
বিনে স্যাটেলাইটে শিশ্নের ড্রোন হামলা চালাবে
চেনা, কর্দমাক্ত উরুসন্ধির দরোজায়,
কিলিমাঞ্জারো আর মাউন্ট ফুজিতে প্রতিধ্বনি হবে
-খোলো, দ্বার খোলো! আমি এসেছি!
প্রভাতফেরীতে উন্মুক্ত ভালোবাসার উত্তাপে
প্রস্ফূটিত হবে গোলাপ কুড়ি
সে গোলাপের কাটা হয়ে খামচে-আকড়েঁ ধরবে
তোমার ম্যানিকিউরড নখ!
আমি নিঃশেষ হব, শরীরান্ত্রিত হব, ঘর্মাক্ত হব
উষ্ণ শিহরতা উগড়ে দেব, এক পৃথিবী সুখে
শীহরিত তুমি আদ্র বুলিতে, কেপেঁ কেপেঁ নিস্তেজ হবে
যেমন করে টর্নেডো থেমে গেলে আচমকা
নিঃস্তব্ধ শহর, কিন্তু সন্ত্রস্থ!
২| ০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৫৮
কানিজ রিনা বলেছেন: আবেগী ভালবাসা,
৩| ০৬ ই মে, ২০১৬ রাত ৯:১৭
পাজল্ড ডক বলেছেন: একটা লম্বা ঘুম দেন,মাথা ঠান্ডা হইব
৪| ০৭ ই মে, ২০১৬ রাত ৮:১৬
চিত্রনাট্য বলেছেন: এত্ত ভালো আমি আমার জীবনেও পড়ি নাই।
৫| ১৫ ই মে, ২০১৬ সকাল ১১:১৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, ব্যাপক শিল্প! তয় ভিক্ষা চাইতে হইব কেন? আপনেরে এমনেই দি্ব...
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৩৪
রোদ বৃষ্টি কাব্য বলেছেন: শিল্প।