![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আলসেমির কারণে আমরা ব্যায়ামও করতে চাই না। কিন্ত সকালের সামান্য ব্যায়ামেই কাজ সারা যায়।
মাত্র ৪ মিনিটের ছোট্ট ব্যায়ামে দিনে প্রায় ৬০০ ক্ষয় করে নিতে পারেন আপনি।
১) জাম্পিং জ্যাকস
হাত ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ান। এরপর লাফ দিন এবং একই সাথে হাত দুটোকে মাথার উপরে নিয়ে তালি দিন। লাফ শেষে মাটিতে পা ছড়িয়ে দাঁড়ান। এরপর আবার লাফ দিয়ে আগের পজিশনে অর্থাৎ হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ান। এভাবে ১০ বার করুন।
২) স্কোয়াটস
পা দুটো একটি ফাঁক করে হাত সামনের দিকে ছড়িয়ে দাঁড়ান। এবার এই পজিশনে থাকেই বসার চেষ্টা করুন এবং সম্পূর্ণ হাঁটুর উপরে ভর দিয়ে বসুন। আবার উঠুন একইভাবে শুধুমাত্র পায়ের উপরে ভর দিয়ে। এভাবে করুন ১০ বার।
৩) পুশআপস
এরপর করুন পুশআপস। সাধারণত মেঝেতে দুহাত এবং পায়ের পাতার সামনের অংশে ভোর দিয়েই পুশআপস করার কথা জানেন সকলেই। কিন্তু মেঝেতে ভোর দিয়ে সঠিকভাবে করতে না পারলে এক কাজ করুন। দেয়াল থেকে খানিকটা দূরে দাড়িয়ে দেয়ালের উপর দুহাতের ভর দিয়ে পুশআপের মতো করে নিন। এটিও ১০ বার করবেন।
৪) লাংগস
প্রথমে সোজা হয়ে দাঁড়ান। এরপর এক পা সামনে নিয়ে এসে হাঁটু ভেঙে নিন এবং অন্য হাঁটু মেঝেতে লাগিয়ে হাঁটুর নিচের অংশ মেঝেতে রাখুন। এরপর এই পজিশন থেকে আগের পজিশনে ফিরে আসুন শুধু দুই পায়ের উপর ভর দিয়ে। অন্য পায়ের জন্য একইভাবে বসে পড়ুন। এই ব্যায়ামটি প্রতি পায়ের জন্য ১০ বার করে করতে হবে।
এই ব্যায়ামটি দিনে যতবার ইচ্ছে করতে পারেন। কিছুক্ষণ পরপর করতে পারেন অথবা একবারে ৩-৪ সেট করতে পারেন মাঝে ১ মিনিটের বিরতি নিয়ে। ভালো ফলাফল পাবেন।
সূত্রঃ হেলথ ডাইজেস্ট
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৭
এহসান সাবির বলেছেন: ভালো পোস্ট।
৭৭ বার পড়বার পরও কেউ মন্তব্য করেনি