![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
দেহের কিছু অংশে বার বার ঘর্ষণের ফলে দাগ হয়ে যায়।যেহেতু এসব অঙ্গের যত্ন নিয়ে কেউ পার্লারে যেতে চান না এবং এখানে সব ধরণের পণ্য ব্যবহার করা যায় না, তাই জেনে নিন ৫টি দারুণ ঘরোয়া উপায়। অল্প সময়েই চলে যাবে স্পর্শকাতর অঙ্গের কালো দাগ!
শসার রস:
শসার রস যে কোন স্পর্শকাতর অঙ্গের দাগ দূর করার জন্য দারুণ উপকারী। এতে ত্বকের ক্ষতির কোন সম্ভাবনাই থাকে না। শসার রস লাগিয়ে রাখুন ২০/২৫ মিনিট। তারপর ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারেই উপকার পাবেন।
পিছিয়ে থাকবে না আলুও:
আলু রস লাগানো একটু ঝামেলার হলেই এটি উপকারী শসার রসের চাইতেও বেশী। আক্রান্ত স্থানে আলুর রস লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটাও ত্বকের কোন ক্ষতি করে না।
লেবুর রস:
লেবুর রস হচ্ছে প্রাকৃতিক ব্লিচ। কিন্তু এটি সরাসরি স্পর্শকাতর অঙ্গে ব্যবহার না করাই উচিত, ত্বকে হতে পারে জ্বলুনি ও র্যাশ। লেবুর রসের সাথে শসার রস ও এক চিমটি হলুদ মিশিয়ে নিন। তারপর একে লাগান আক্রান্ত স্থানে। লেবুর ও হলুদ দাগছোপ দূর করবে আর শসা রক্ষা করবে ত্বককে। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ধোয়ার সময় সাবান দেবেন না।
দুধ ও মুলতানি মাটি:
কাঁচা দুধের সাথে মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে পেস্ট করে নিন। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই প্যাক মুখেও ব্যবহার করতে পারেন।
দই ও হলুদ:
দইয়ের সাথে এক চিমটি হলুদ, সামান্য লেবুর রস ও চিনি মিশিয়ে নিন। এই মিশ্রণটি স্ক্রাবের মত ঘষে ঘষে লাগান, তবে খুব হালকা হাতে। তারপর রেখে দিন ২০ মিনিট। ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে।
টিপস
-যে কোন প্যাক লাগাবার পরই স্পর্শকাতর অঙ্গে ব্যবহার করবেন খুব ভালো কোন ময়েশ্চারাইজার।
-এসব অঙ্গে নানান রকম রঙ ফর্সা করার ক্রিম মাখতে যাবেন না কখনোই।
-খুব মাইলড পণ্য ব্যবহার করুন এসব অঙ্গে। বডি স্পত্রে বা ডিওডোরেন্ট কখনোই সরাসরি স্প্রে করবেন না।
-নিয়মিত গোসল করুন এবং সেই সময়ে পরিষ্কার করুন।
-এবং ভালো ময়েশ্চারাইজার লাগান প্রতিদিন।
সূত্র
13 Proven Remedies for Whitening Sensitive Area of Your Body
rapidhomeremedies.com
২| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০২
অন্তহীন ছুটে চলা বলেছেন: ইয়েস ব্রো! ওরা যে তথ্যসূত্র ব্যবহার করেছে। আমিও সেটাই দিলাম।
৩| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৩
সানাউল্লা হাসান বলেছেন: সানজিদা, আপনি নিয়মিত ব্লগ করেন। ভাল তো । আপনাকে এই প্রথম ব্লগে দেখলাম। ভাল। কেরি অন।
৪| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৬
ঢাকাবাসী বলেছেন: ভাল তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।
৫| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৭
মাথা ঠান্ডা বলেছেন: ধন্যবাদ।
৬| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪০
শতদ্রু একটি নদী... বলেছেন:
ভাই, প্লাস্টিক সার্জারী করন যায়না? মইকেল জকসন??
৭| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫০
আলী আকবার লিটন বলেছেন: দাগ থেকেই যদি ভাল কিছু হয় তাইলে দাগই ভাল
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩০
জেরী বলেছেন:
প্রিয়.কমের কথা মনে পড়লো