নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কামরুন নাহার সানজিদা

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অন্তহীন ছুটে চলা

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অন্তহীন ছুটে চলা › বিস্তারিত পোস্টঃ

‘কেমন করিয়া অতিথিকে নাস্তানাবুদ এবং বিজ্ঞাপন প্রচার করা যায়’

১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৭

আমাদের দেশে টিভি টকশো গুলো যেনো আমন্ত্রিত অতিথিকে অপমান করার জন্যই আয়োজিত হয়। মিডিয়াগুলোর প্রধান উদ্দেশ্যই থাকে বিজ্ঞাপন প্রচার করা। তাদের ৪০ মিনিটের একটি অনুষ্ঠানে বিজ্ঞাপন থাকে ২০মিনিটের।
অনুষ্ঠান শুরু করে অতিথিদের পরিচয় করিয়ে দিয়ে টকশো র বিষয় উল্লেখ করে বলা হয় এখন . . . . . . বিরতি নেয়া হচ্ছে। ঠিক ৪মিনিট পর ফিরে আসছি আমরা। এভাবে চলতে থাকে অনুষ্ঠান।
অতিথি যখনই কোনো গুরুত্বপূর্ণ তথ্যের অবতারণা করেন, তখনই আসে . . . . . বিরতি।
অতিথিকে তার বক্তব্য শেষ করতে না দিয়ে উপস্থাপক তার নিজের মতামত তুলে ধরতে থাকেন। একজন তার কথা শেষ করতে না করতে বলা হয়, এখন আমরা জনাব . . . . এর কথা শুনবো। এ বিষয়ে আপনার মতামত কি ? এবার তাকেও তার কথা সম্পূর্ণ শেষ করতে দেয়া হয় না। তার আগেই আসে ছোট্টো একটা বিরতি।
এসব টিভি টকশো তে যাদের আমন্ত্রণ করে আনা হয় তারা হন অনেক উচ্চপদস্থ কেউ। কেউ সাবেক রাষ্ট্রদূত, কেউ ব্যারিষ্টার, কেউ সমাজসেবক, কেউ খেলোয়ার ও এমন আরো অনেকে।
এইসব নামি দামী এবং সম্মানী ব্যাক্তিকে উপলক্ষ করে যে টকশো আয়োজন করা হয়, সেখানে তাদেরকেই অপমান করা হয় তাদের গুরুত্ব না দিয়ে।
সেদিন দেখলাম, দেশের একটি শীর্ষস্থানীয় টেলিফোন কোম্পানীর সৌজন্যে যুদ্ধপরাধী নিয়ে একটি টকশো র আয়োজন করা হয়েছে। সেখানে অনুষ্ঠানের শেষপ্রান্তে একজন সাবেক রাষ্ট্রদূত বললেন, আমি এক লাইনে একটা শেষ কথা বলতে চাই। তিনি কথা বলতে বলতে উপস্থাপক বললেন, এক লাইন হয়ে গেছে। এরপর ওনাকে অগ্রাহ্য করে উপস্থাপক তার মনমতো উপসংহার টেনে শেষ করে দিলেন।
বিজ্ঞাপন দেয়ার সময় অনুষ্ঠানের অফুরন্ত সময় ছিলো। কিন্তু অতিথির বক্তব্য উপস্থাপনে যথেষ্ট সময় একেবারেই ছিলো না।
এই টকশো গুলো দেখে মনে হয় টকশো র বিষয়: ‘কেমন করিয়া অতিথিকে নাস্তানাবুদ এবং বিজ্ঞাপন প্রচার করা যায়’

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। ভালো বলেছেন!!

১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৭

অন্তহীন ছুটে চলা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২| ১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১২

আমি ব্লগার হইছি! বলেছেন: Eisob program dekhina eijonne

১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৪

অন্তহীন ছুটে চলা বলেছেন: আমি ঐ অনুষ্ঠানে তুরিন আফরোজকে দেখে আগ্রহ করে দেখতে বসছিলাম। আমার আক্কেল হইসে দেখতে গিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.