![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলে পৃথিবী এক অদ্ভুত জায়গা আর এইখানে প্রতিটা মুহূর্ত এক অজানা ঘটনা লুকিয়ে থাকে মানুষের জন্য…মানুষ নিজেও জানেনা কখন কি ঘটতে যাচ্ছে তার সাথে…এই যে আমি আমাকে দিয়েই দেখাই এই আমি এক সময় কত চঞ্চল আর খোলা মনের মানুষ ছিলাম…জীবনের সকল ব্যস্ততার মাঝে এই আনন্দটাকে ধরে রাখব…কিন্তু আমি তো সেই আমি আছি তারা কোথায় যাদের নিয়ে এত গর্ব ছিলো…??সময় আর নিজ স্বার্থের প্রয়োজনে যে যার কাজে ব্যস্ত…আর আমি !! নিজেই নিজের কাছে বন্ধী…এই যে লেখা লেখির বিষয় আমি সবচেয়ে বেশি বিরোধী ছিলাম…ভাবতাম কি ঘরে বসে লিখা লিখি করে…ঘরে এত থেকে কি লাভ…চারপাশে এত মানুষ বন্ধু-বান্ধব তাদের সময় দিয়েই সময় পাই না ঘরে থাকার আবার লেখালেখি…আর আজ সেই আমি ঘরকেই সবচেয়ে বেশি পছন্দ করি…সময়ের সাথে এক এক করে সব হারিয়ে আজ আমি শূণ্য…
শূণ্যতার মাঝেই জ়ীবন চলছে খারাপ না বেশ ভালোই চলছে…তবে শুধু সেই কথা আর সময় গুলোর মনে মনে হিসেব মেলাতে চেস্টা করি…কোথায় ভুল ছিলো আমার…যাই হোক চেস্টা করবো নিজের জীবনের সুখ দুঃখ গুলো এখন সবার সাথে শেয়ার করে নিজেকে মুক্ত করতে……জীবনের অভিজ্ঞতা থেকে অন্যকে সৎ উপদেশ দিতে…… শুভ রাত্রি…
©somewhere in net ltd.