নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাওয়া না পাওয়ার মাঝে

শূণ্য_আমি

নিরব চেয়ে থাকা

শূণ্য_আমি › বিস্তারিত পোস্টঃ

মিথ্যা বাদী কে আমি নাকি??!!

২২ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৩

প্রায় অনেক বছর ধরেই ফেয়ার এন্ড লাভলীমাখি।

কই, রুপের তো কোন পরিবর্তন হয়নি !!

প্রায়ই ফ্রুটিকা খাই। অকপটে মিথ্যা বলতে

তো কোন প্রবলেম হয়না !!

টিফিন বিস্কুট খেয়েছি। ব্যাট দিয়ে সিক্স

আসে নি, মুখ দিয়ে বমি এসেছে।

ছোটবেলায় প্রচুর হরলিক্স খেয়েছি। কিন্তু

এখনও লিলিপুটই আছি।

মিঃ নুডুলস তো কালও খেলাম।

মিঃ নুডুলসে আছে কি ??

প্রাণ গূঁড়া মসলা দিয়েই আমাদের

বুয়া রান্না করতেন। তরকারির অসাধারন(!!)

টেস্টের কারনে বুয়া চেন্জ করতে হয়েছে।

দেশ দেশ বলে যেই দুই জোড়া তরুন

তরুনী লাফাতো, তাদের নিজেদের ভাগ্যের

বদল হয়েছে। কিন্তু বাংলালিংক সিম

ব্যাবহারকারীদের -দিন বদল হয়নি।

বেন্টেল ব্যাটারী ব্যাবহার করলে চান্দের

দেশ থেকে ঘুরে আসা যায়।

আমি মোবাইলে বেন্টেল

ব্যাটারী নিয়ে সিলেট টু ঢাকা যেতেই চার্জ

শেষ। চাঁদের দুরত্ব বেশি, নাকি ঢাকার??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.