নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাওয়া না পাওয়ার মাঝে

শূণ্য_আমি

নিরব চেয়ে থাকা

শূণ্য_আমি › বিস্তারিত পোস্টঃ

ইসলামকে নিষিদ্ধ করা হল আফ্রিকায় ....ধিক্কার জানাই...X( X(

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় ইসলাম ধর্মকে আইন করে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দেশের সবক'টি মসজিদ বন্ধ করারও নির্দেশ দেয়া হয়েছে। অ্যাঙ্গোলা হলো বিশ্বের একমাত্র দেশ যেখানে আইন করে ইসলাম নিষিদ্ধ করা হলো।



দেশটির সংস্কৃতিমন্ত্রী রোসা ক্রুস ই সিলভা এক ঘোষণায় সব মসজিদ বন্ধ করার নির্দেশ দেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানান। তিনি ইসলাম অনুসারীদের একটি ভিন্ন ‘গোত্র’ উল্লেখ করে বলেন, 'অ্যাঙ্গোলার কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ না হওয়ায় ধর্মটিকে নিষিদ্ধ করা হলো।'



যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, ঘোষণার পর আফ্রিকার এই খ্রিস্টান অধ্যুষিত দেশটিজুড়ে মসজিদ ধ্বংস করার কাজ শুরু হয়েছে।



অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট হোসে এদুয়ার্দো দোস সান্তোস এক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে একে ‘ঐতিহাসিক ঘোষণা’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমাদের দেশে এটিই হচ্ছে ইসলামের চূড়ান্ত বিদায়।’



১ কোটি ৯০ লাখ জনসংখ্যার এই দেশটিতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা এক ভাগেরও কম। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশি খ্রিস্টান।



ইসরায়েলের সঙ্গে দেশটির সরকারের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে সেখানে ইসলাম নিষিদ্ধ করা হলো বলে অনেকে ধারণা করছেন।



অতর্কিতে আইন করে ইসলাম নিষিদ্ধ করার পর সেখান সংখ্যালঘু মুসলমানরা পড়েছেন চরম নিরাপত্তাহীনতায়। তাদের সর্বশেষ অবস্থা কী তা এখনো জানা যায়নি।

সূএ:View this link

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৬

শীতের সকাল বলেছেন: Click This Link

২| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭

বেকার সব ০০৭ বলেছেন: ইসলামকে নিষিদ্ধ করার কারনে অ্যাঙ্গোলাকে ধিক্কার জানাই

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭

অভি৯১৭৫ বলেছেন: যত দূর শুনেছি এইটা গুজব। এ রকম সিদ্ধান্ত কোন দেশ নিতে পারে না

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

শূণ্য_আমি বলেছেন: আশা করি যে কোনো দেশ এইরকম সিদ্ধান্ত না নেয় আর গুজব হলে এই গুজব রটনাকারির প্রতি ধিক্কার জানাই

৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭

শীতের সকাল বলেছেন: কৈ পান খবর ?

৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮

শীতের সকাল বলেছেন: ঢাকা: অ্যাঙ্গোলায় ইসলাম ধর্ম নিষিদ্ধ ও মসজিদ বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে ওয়াশিংটনের অ্যাঙ্গোলা দূতাবাস।

নাম প্রকাশ না করার শর্তে দূতাবাসের এক কর্মকর্তা বলেন, তার দেশে ইসলাম নিষিদ্ধ করা হয়নি এবং মসজিদ ভাঙার খবরের কোনো সত্যতা নেই।

কর্মকর্তাটি গতকাল সোমবার বিকেলে টেলিফোনে নিউইয়র্কভিত্তিক ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস(আইবিটি) পত্রিকাকে জানান,‘গণপ্রজাতন্ত্রী অ্যাঙ্গোলা হচ্ছে এমন একটা দেশ যেখানে ধর্মের ওপর হস্তক্ষেপ করা হয় না। আমাদের দেশে অনেক ধর্মাবলম্বী আছে। সব ধর্মের লোকই সমান স্বাধীনতা ভোগ করে থাকে।’

অ্যাঙ্গোলা দূতাবাসের সেকেন্ড অফিসার জানান, সে দেশে ইসলাম নিষিদ্ধ হয়েছে এমন কোনো খবর এখনো তারা পাননি।

নাম প্রকাশনা করার শর্তে ওই কর্মকর্তা টেলিফোনে আইবিটিকে জানান, তারা ইন্টারনেট থেকে খবরটি জেনেছেন এবং এ খবরের সত্যতা সম্পর্কে তাদের সন্দেহ আছে।

তবে অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট হোসে এদুয়ার্দো দোস সান্তোস এ বিষয়ে যে মন্তব্য করেছেন তা আরো বিতর্কের জন্ম দিয়েছে। রোববার নাইজেরিয়ার ওসুন ডিফেন্ডার পত্রিকাকে তিনি বলেন,‘ ইসলাম নিষিদ্ধ করা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত এবং এটি আমাদের দেশে ইসলামের চির সমাপ্তি।’

এ সম্পর্কে দূতাবাস জানায়, প্রেসিডেন্ট গত এক সপ্তাহ ধরে বিদেশ সফরে রয়েছে এবং তিনি এ ধরনের মন্তব্য করেছেন কি না তার কোনো নিশ্চয়তা নেই।

এর আগে গত শুক্রবার মরক্কোর ফরাসি পত্রিকা লা নভেল ত্রিবিউনে অ্যাঙ্গোলার সংস্কৃতিমন্ত্রীসহ কয়েক জন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ইসলাম নিষিদ্ধ করার খবর প্রকাশিত হয়।

বাংলামেইল২৪ডটকম/ মাআ

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

শূণ্য_আমি বলেছেন: ধন্যবাদ তথ্যর জন্য তবে এটা আমরা ভালো করেই জানি যে ইসলামের শত্রুরা নিজেদের স্বার্থে সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বানাতে পারদর্শী তাই সত্য তো সব আল্লাহ জানেন শুধু একজন মুসলমান হিসেবে এইটুকু বলবো যে ইসলামের শত্রুদের ধ্বংস নিশ্চিত....

৬| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১১

মাছুম পলাশ বলেছেন: সূত্রের লিঙ্ক ফালতু সাইটের থেকে নেওয়া

৭| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
সম্পুর্ন ভুয়া খবর!
সূত্রের লিঙ্কও ফালতু সাইটের থেকে নেওয়া ..

ইসলামের অধপতনের জন্য দায়ী মৌলবাদি ইসলামি চরমপন্থি দলগুলোর আফ্রীকা জুড়ে তান্ডোব।
Click This Link

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

শূণ্য_আমি বলেছেন: মৌলবাদি ইসলামি চরমপন্থি দল বলতে কি বোঝানো হয় তা জানি না তবে এতটুকু জানি যে এরা ইসলামের শত্রু...তবে এদের সাথে কখনোও ইসলাম শব্দটি সংযুক্ত থাকতে পারে না...

৮| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩১

মো কবির বলেছেন:
কোন কিছু না জেনে কিংবা কোন ফালতু লিংক থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই না করে কোন কিছু শেয়ার না করাটাই ভাল।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩১

শূণ্য_আমি বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ.... তবে তথ্য সত্য কি মিথ্যা তা জানি না তবে একজন মুসলমান হিসেবে ধিক্কার জানালাম আর যদি তথ্যটি মিথ্যা হয়ে থাকে তবে ধিক্কার জানাই ওই সব লোকদের যারা এইসব তথ্য কোনো মাধ্যমে প্রকাশ করে মানুষকে বিভ্রান্তে ফেলে....

৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১২

হেডস্যার বলেছেন:
আপনে ঘরে বইসা বইসা কারটা ছিড়েন? তরবারী হাতে এখনই এঙ্গোলার পথে রওনা হন না ক্যান? X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.