নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাওয়া না পাওয়ার মাঝে

শূণ্য_আমি

নিরব চেয়ে থাকা

শূণ্য_আমি › বিস্তারিত পোস্টঃ

দুই নেত্রীকে জানাই আমার সালাম প্লিজ দয়া করে একটি বার বলুন (এই হিংসার রাজনীতি থেকে দেশের জনগণকে মুক্তি দিলাম)

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৯

অনেকতো হলো রাজনীতি রাজনীতি খেলা……গনতন্ত্রের নামে দেশের মানুষকে নিয়ে হলো অনেক হেলা-ফেলা…সংবিধানের দোহাই দিয়ে অনেকতো হলো সংবিধান লংঙ্ঘন……আর কত প্রাণ গেলে হবে এই সংবিধান সংশোধন…এত উন্নয়নের জোয়ারতো মানুষের সহ্যর সীমা ছাড়িয়ে তাইতো আজ দেশের মানুষ অসহায়ের মত কর্মক্ষেত্র হারিয়ে পথে শূণ্য হাতে দাঁড়িয়ে…দেশের জনগণের দোহাই দিয়ে ওই অসহায় জনগনকে অর্থের লোভ দিয়ে তাদেরই মত পরিবারের সন্তানকে আগুনে জ্বালিয়ে জনগণের স্বার্থের কথা বলে নিজের স্বার্থ উদ্ধার আর কত…এই নির্বাচন প্লার্টফর্মে এসে আজ মানুষ আবার নিজের বাক্য-বচনের ভাষা হারিয়ে ফেলছে…অন্যর সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে নিজের সন্তানকে আরাম-আয়েশের চাদরে ঢেকে দিচ্ছেন…মনে রাখবেন যাদের সন্তানকে আজ কেরে নিচ্ছেন তাদের সামনে আপনাকে একদিন উপস্থিত হতে হবে...ওই সন্তানদের কে যেখানে আপনারা পাঠাচ্ছেন সেখানেও আপনাদের যেতে হবে…তাদের প্রতিটি রক্তের ফোটার জবাব আপনাদেরই দিতে হবে…নিশ্চই আল্লাহ ন্যায় বিচারক…আর কত ক্ষমতার লোভ…তাই ভেবে দেখুন আর একটিবার অন্তরকে পরিস্কার করে বলুন যে হে বাংলার জাতি আজ থেকে সকল হিংসার রাজনীতি শেষ…এই দেশ আমার এই দেশের মানুষ আমার…দেশকে ভালোবাসবো দেশের মানুষকে ভালোবাসবো…

দুই নেত্রীকে আমার ও এই দেশের জনগণের পক্ষ থেকে ছোট একটি আহ্ববান…

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:২২

ঢাকাবাসী বলেছেন: ক্ষমতা মানেই অর্থ আর সেটার লোভ সামলানো সহজ নয়! দুনিয়াতে সবচাইতে ধনী প্র.ম. এদেশের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.