![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৮ সালে "Cogito Ergo Sum" শিরোনামে দৃক গ্যালারিতে আয়জিত আমার এক প্রদর্শনীতে প্রদর্শিত আমার আকা একটি ছবি
আমি প্রস্তুত
স্নান সেরে হালকা ভেজা শরীরে বসেছি আয়নার সামনে,
এবার আমি সুগন্ধি মাখবো, কাজল নেব, কপালে টিপ দেব
ও হে, খোপায় বেলী ফুলও দেব, আরো কত কি আয়োজন।
কিন্তু এত আয়োজনের মাঝেও নিজের সাথে নিজে কখনই চোখ মেলাতে পারবো না।
পারিনি সেদিন থেকে যেদিন থেকে শুরু হয়েছে আমার এ নতুন জীবন।
পারিনা কারণ, খুবই জঘন্য অপরাধী বলে মনে হয় নিজেকে।
কখনো কখনো নিজের উপর খুব রাগ হয়, কি দরকার ছিল?
বাবার অত্যাচারে অতিষ্ট হয়ে আত্মহত্যা করায় মা'কে যেমন হারিয়েছিলাম,
তেমনই অসুস্থ মদখোর বাবাও মরেই যেত, এ আর বেশি কি?
যে অসুস্থ বাবার চিকিত্সার খরচ যোগাতে এসেছিলাম এ নষ্ট জীবনে,
সেই কিনা সমাজের লোকেদের সামনে আত্মসম্মানের খাতিরে বলল
- যা, বেরিয়ে যা ঘর থেকে, নষ্ট মেয়েছেলে কোথাকার।
ভালো মানুষী মুখোশের পেছনে লিকিয়ে থাকা,
মদখোর বাবার কথা শুনে খুব হাসি পেয়েছিল সেদিন|
মদ খেয়ে নিজেকে মরণের দিকে ঠেলে দেয়ায় কোন নষ্টামি নেই,
অনিচ্ছায় নিজেকে বিক্রি করে বাবাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনাতে যত নষ্টামি!!
আজব জীবন আমার, আপনেরা করেছে পর, আর পরেরা করে আমায় আপন।
প্রত্যেক রজনীতে নতুন সব অচেনা অজানারা কত তৃপ্তির সাথে আমায় আপন করে নেয়।
এত আপন করার মাঝেও নয়ন থেকে কেন জানি অশ্রু ঝরে আমার।
তারা নষ্ট করে যায় আমার সাজসজ্জা, নষ্ট করে আমায়,
সুগন্ধি মাখা শরীরে দুর্গন্ধ মেখে দিয়ে যায়।
যাওয়ার আগে, দাম দিয়ে যায় আমাকে নষ্ট করে অর্জিত সেই তৃপ্তির।
আমিও নির্লজ্জের মত, হাসি মুখে তা গ্রহণ করি।
এ পাড়ায় আমাকে কেউ আমার নাম জিজ্ঞাস করে না,
জিজ্ঞাস করেনা তোমার ধর্ম কি, তোমার জাত কি?
এ পাড়ার মত অসাম্প্রদায়ীক পাড়া আর হয় না,
হিন্দু, মুসলিম, খৃস্টান, বৌদ্ধ, নাস্তিক যেই হোকনা কেন?
সবার কাছে আমার একটাই পরিচয়, আমি তাদের বিছানার ক্ষনিকের বধূ!!
এখন আমি আবারও প্রস্তুত অচেনা কারো ক্ষনিকের বধূ রুপে,
দরজায় আমার কড়া নাড়ার শ্বব্দ!
আমারই কোন এক অচেনা ক্ষনিকের স্বামী এসেছে,
অপেক্ষা করছে আমায় আপন করার অতৃপ্ততায়, আমাকে নষ্ট করবার আশায়।
নির্লজ্জ আমি খুবই আন্তরিক ভাবে ভেতর থেকে আওয়াজ দিলাম
- আমি প্রস্তুত, চলে এসো ভেতরে।
©somewhere in net ltd.