নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Kisu Katha

Ai Ami

প্রিয় অপ্রিয়

I am a Believer.....

প্রিয় অপ্রিয় › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞান যেখানে ঈশ্বরের ধারণা অবমুক্ত করে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৪

কোনরকম গুরুগম্ভীর কিবা জটিলতা না রেখে আমি যতটুকু বুঝি ততটুকুই ব্যাখ্যা করি। কাউকে বুঝতে হবে এমন কোনো ব্যাপার নেই। বিশ্বাস এবং অবিশ্বাসের দায় কেবলই আপনার।
আমরা কম-বেশি বিগ ব্যাং তত্ত্বের সাথে পরিচিত। বিখ্যাত বিজ্ঞানী স্টেফেন হকিংসের বিখ্যাত ধারণা। আমি আজকে একটা পর্যবেক্ষণের কথা বলব । আমরা জানি মহাবিশ্ব ক্রমবর্ধমান (1960 সালের দিকে এটা প্রথম পর্যবেক্ষিত হয়, তারা গুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে)। এখান থেকে আমরা একটা ধারণা করতে পারি গতকালের মহাবিশ্ব আজকের মহাবিশ্ব থেকে ছোট । অর্থাৎ আমরা এভাবে ক্রমশ অতীতে যেতে থাকি তাহলে মহাবিশ্বের আকার ও ক্রমশ কমতে থাকবে।কমতে কমতে একটা বিন্দুর আকারে এসে পৌঁছবে। বিজ্ঞানীদের ধারণা মতে , এ অবস্থায় সময়ের শুরু। এখন আমরা আরো পিছনের দিকে যেতে চাই তাহলে কি ঘটবে? বিন্দু শূন্যে মিলিয়ে যাবে। বিজ্ঞান এটা কখনও বিশ্বাস করে না শূন্য থেকে কোন কিছু সৃষ্টি হতে পারে। তাই তারা শুরুর ধাপটা বিন্দুতে রেখে খুশি। ঠিক এখানেই বিজ্ঞানের ধারণা লুপ্ত হয়ে যায় এবং ঈশ্বরের ধারণা প্রকট হতে থাকে।
আর মজার ব্যাপার হল, ঈশ্বর দাবি করেন তিনি শূণ্য থেকে সৃষ্টি করেন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

নয়ন বিন বাহার বলেছেন: দারুন যুক্তি দেখালেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.