নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
বিহ্বল চোখে যেই হয়েছি নির্বাক
ঘুরে গেল আচানক তটিনীর বাঁক
কে যেন ডাকে ওই আয় ফিরে আয়
বলে শুনি বসে আছি তোমার মায়ায়।
চেতনায় ঘোর লাগে চেয়ে থাকি চুপ
কী কারণে এ কপাল হয়েছে বিরূপ?
সারা বেলা ভাবনায় আছে সে অনুপ
মনো-বাতায়নে জাগে প্রেমের স্বরূপ।
সেই থেকে নদী তীর আমার আপন
ছুটে যাই মানি না তো ঝড়ের বারণ
জল পথে কত নায়ে চড়েছি আশায়
পাব তারে সে-ই তীরে কদম ছায়ায়।
একদিন চেয়ে দেখি নিজের ভেতর
আমারই মায়াবনে নয় তো সে পর
বদলে গেছে কেবল মোহিনীর মুখ
সবুজ অপার বনে পেয়ে গেছি সুখ।
১২ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫৮
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ কাজী...
২| ১২ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১৫
জুন বলেছেন: সুপান্থ আপনার কবিতা বরাবরের মতই মন কে ছুয়ে যায় । অনেক ভালোলাগা ।
বদলে গেছে কেবল মোহিনীর মুখ
সবুজ অপার বনে পেয়ে গেছি সুখ।
আশাকরি ভাবী আর বাবুকে নিয়ে ভালো আছেন। বাবুটা নিশ্চয় অনেক বড় হয়ে গেছে ।
+
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৯
সুপান্থ সুরাহী বলেছেন: আপনার মন্তব্য সবসময়ই উৎসাহব্যঞ্জক।
কৃতজ্ঞতা জানবেন।
সবাই ভাল আছে।
বড় বাবু সাররা সাড়ে তিনে, ছোট বাবু সাদীদ একবছরে। দুয়া করবেন ওদের জন্য।
৩| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৫
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১৯
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ হামা!
৪| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৯
দুরন্ত কাজী বলেছেন: প্রেমগভীরের কবিতা। পড়তে ভালো লেগেছে