নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
০১.
কেবলই আমি
আকাশ উবু হয়ে
আমাকে দেখার কসরতে
দিগন্ত হয়ে গেছে।
হ্যাঁ, সত্যি বলছি!
আমাকে দেখা ছাড়া
পৃথিবীর বিছানায়
কী এমন আছে আকর্ষক?
আমিই আকাশের প্রেম
আমিই পৃথিবী
আমিই পৃথিবীর সব
আমার অস্তিত্বই পৃথিবীর অস্তিত্ব!
ওই আলেয়ানীলে
জেগে থাকা নক্ষত্রদল আর
দৃষ্টি-চিত্তসুখের চাঁদের চোখ
অনন্ত নিবন্ধিত অবনত কেন?
বিস্মিত সেইসব গগণবাসী
আমাকে দেখে- অবাক চোখের পড়েনা পলক...
এই বাতাসের হু হু বয়ে চলা
সময়ে উদ্ধত আদিখ্যেতা
পাখিরদের শূন্য পরিভ্রমণ
শুধু আমার জন্যে, আমার প্রেমে!
আমি নেই
আমিত্ব নেই
সংঘাত নেই, সংগ্রাম নেই
সংসার নেই, নক্ষত্র নেই
আকাশ নেই, পৃথিবী নেই...
আমার জন্য সাম্রাজ্যবাদ
আমার জন্যই সাম্রাজ্য বাদ
আমার জন্য রাত্রিদিন
আমার প্রেমেই রোদের দীর্ঘ সফর...
পৃথিবীর প্রশ্নে- উত্তর একটাই
আমি! আমি!! কেবলই আমি...
০২.
গন্ধমঙ্গল
পোয়াতি ধান ক্ষেতের আলে
কালোজিরা ধানের কাঁচা গন্ধ ওড়ে
আমি থমকে দাঁড়াই অচিন আনন্দে
পৃথিবীর সব সুগন্ধি বণিক শোনো,
একবার এসে দ্যাখো কি অপার মৌতাত...
আমার পথেরা কোথায়?
আমি কোন পথে যাবো?
আমি কি ফিরবো না ঘরে?
মুগ্ধ নাচনে সত্তার কোষে কোষে
কালোজিরা ধানের কাঁচা মৌতাত
দীর্ঘ জীবনের প্রত্যশা বাড়ায় আমার।
আহা! মুগ্ধসুবাস। আহা! আতপের গন্ধগান...
তোর অনুরাগে পথ হারালাম! কে বলে আমার বাড়ির পথ?
ওরে পুবাল রাখাল! বলে দাও কোন পথে ফিরি নবীনগরে?
"আহা! কত বছর ধরে পথ হারাতে হারাতে আমি
চিনিগুড়া আর কালোজিরা ধানের গন্ধে মাতাল হলাম
উজানের গাও ছেড়ে দৌড়াতে দৌড়াতে পেলাম সেই
মন আকুল করা কাঁচা আতপের ইন্দ্রিয়সুখ- মৌতাত...
আমি পথ হারানোর লোভে পূর্বে এসেছি
আর তুমি পথের জন্য হয়েছো আকুল?
কাঁচা ধানের ক্ষেতের আলেয়ায় পথ হারিয়েছো!
পেয়ে যাবে নিশ্চিত নয়া জীবনের সুবাসিত আলিঙ্গন..."
১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
রোকন রাইয়ান বলেছেন: অনেক দিন পর
১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
সুপান্থ সুরাহী বলেছেন: হুমম। আপনিও মনে হয় অনেক দিন পর?
৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৬
ভ্রমরের ডানা বলেছেন: awesome poetry! Both of the two was really contradictory and deep meanings!
Thanks for sharing, we want more from you,
salute to you poet!
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
সুপান্থ সুরাহী বলেছেন: Thank you for u'r nice comment...
৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১২
হাসান মাহবুব বলেছেন: আমিত্বতে বিলীন হয়ে গিয়ে মহাবিশ্বকে নিজের অধীনস্ত করে নেয়ার মধ্যে যে অপার্থিব সুখ, সেই অনুভূতি সবাই অনুভব করতে পারে না। গভীর চিন্তার ফসল প্রথম কবিতাটি। দ্বিতীয়টিও অতি চমৎকার। শুভেচ্ছা রইলো।
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৫
সুপান্থ সুরাহী বলেছেন: এই মন্তব্যটি আমাকে তীব্রভাবে অনুপ্রাণিত করল। থেঙ্কু হামা।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪
শতদ্রু একটি নদী... বলেছেন: দুটাই বেশ ভালো লাগলো। শুভ কামনা রইলো।
১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা।
৬| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একের ভিতর দুই , চমৎকার কাব্য যুগল !
১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২
শিশির আহমেদ শিশির বলেছেন: দুটোই বেশ ভালো লেগেছে । শুভ কামনা রইলো
১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
সুপান্থ সুরাহী বলেছেন: শুভকামনা আপনাকেও।
৮| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: আমি পথ হারানোর লোভে পূর্বে এসেছি
আর তুমি পথের জন্য হয়েছো আকুল?
কাঁচা ধানের ক্ষেতের আলেয়ায় পথ হারিয়েছো!
পেয়ে যাবে নিশ্চিত নয়া জীবনের সুবাসিত আলিঙ্গন..."
সুন্দর ।
১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ কবি।
আপনার বইয়ের জন্য অপেক্ষা করছি।
৯| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: বেশ সুন্দর কবিতাদ্বয় । খুব ভাল লেগেছে ।
১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়।
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
ফেলুদার তোপসে বলেছেন: আমি পথ হারানোর লোভে পূর্বে এসেছি
আর তুমি পথের জন্য হয়েছো আকুল?
কাঁচা ধানের ক্ষেতের আলেয়ায় পথ হারিয়েছো!
পথ হারাতে মন চায় ভাইয়া.....
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
দুটো কবিতাই নান্দনি। ++++++++
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
মাহবুবুল আজাদ বলেছেন: যথারীতি অসাধারণ