নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নভেলার মাঝি...

সুপান্থ সুরাহী

কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...

সুপান্থ সুরাহী › বিস্তারিত পোস্টঃ

অবচেতনের ছন্দানন্দ

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১১


- এই তোরা সব চললি কোথায়
- জোস্না মাতাল হিজল তলায়
- এইটা আবার কোন এলাকায়?
- পূর্ব জাওয়ার পথের ধারে
হিজলদানি বিলের পারে...

- সন্ধ্যা বেলায় কোন কারণে
চললি সবাই হিজলদানি?
- বুঝবি গেলেই! চাঁদের সাথে
হয় আমাদের কানাকানি

- হিজলদানির হিজল তলায়
‘শেষ পহরে’ রাত্রি গড়ায়
আড্ডা পাগল বন্ধুরা যাই
আমরা যেমন; জোস্নারা তাই...
হিজল তলায় কাব্য নামে
মাতাল সুবাস চাঁদের ঘামে!

- এ্যাই শুনেছিস কারো কাছে?
হিজল নামের কবিও আছে।
- এই কবি কি সন্ধ্যা বেলায়
ঝিম-গোধুলির কাব্য খেলায়
হিজল গাছের আউলা শাখে
জোস্না দিয়ে কাব্য আঁকে?

- এত খবর কেমন করে
আনব আমি তোদের তরে
এই কবিকে কাব্যে চিনি
ভাবের দেশে অন্য তিনি...

- হিজলদানির চাঁদাড্ডাতে
পারলে কোন ‘পূন্নি’রাতে
হিজল কবি আসুক চলে
আড্ডা মারি সদলবলে...

- দারুণ একখান আইডিয়ারে
আইন্যা ছাড়ুম এই কবিরে!

কবি হিজল জোবায়েরকে...

টিকা:
হিজলদানি> কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের একটা বিল।
পূন্নি> পূর্ণিমার আঞ্চলিক।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৫

তাল পাখা বলেছেন: সুন্দর হিজলফুলের গন্ধমাখা কবিতা।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ছন্দের বিন্যাস চমৎকার। +++

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১২

সুপান্থ সুরাহী বলেছেন: থেঙ্কিউ বস...

৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

সুমন কর বলেছেন: চমৎকার।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩

সুপান্থ সুরাহী বলেছেন: ধইন্যা :)

৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

আরজু পনি বলেছেন:

দারুণ ছন্দময় !
পড়ে বেশ আনন্দ হচ্ছিল ।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫

সুপান্থ সুরাহী বলেছেন: খুব ভাল লাগল আপু!
ধইন্যাপাতা। :)

৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা দারুণ । ভাল লেগেছে ।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২১

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর ছন্দময় ছড়া, সুপান্থ

১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা...

৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

হাসান মাহবুব বলেছেন: ইদানিং আপনার লেখাগুলা বেশি ভালো হৈতাছে। বৈচিত্রও লক্ষ্যনীয়।

১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

সুপান্থ সুরাহী বলেছেন: শুভেচ্ছা হামা। সমালোচনা কাম্য।
মন্তব্য পুলক জাগানিয়া।

৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

সায়েম মুন বলেছেন: দারুণ ছন্দময়। পড়তে অনেক ভাল লেগেছে।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩

সুপান্থ সুরাহী বলেছেন: কেমন আছেন? মেলাদিন পর মন্তব্যের জবাব দিচ্ছি।
আসলে ভুলে গেসলাম।

ধন্যবাদ জানবেন।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

গেম চেঞ্জার বলেছেন: ছন্দে ছন্দে ভাললাগা। +

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকুন ওলওয়েজ।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০০

ফেলুদার তোপসে বলেছেন: হিজলতলা যেতে মন চায়।।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

সুপান্থ সুরাহী বলেছেন: চলে আসুন একদিন।
নিয়ে যাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.