নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
রঙ তারপিনে মিশলেই লোপ হয় যে ঘনত্বের
সেই গুণ হারালেই রঙ পায় ঘর চমকের কাজ
অশ্রুর পতনের পর – কষ্টের অবিরাম হাত
নিশ্চুপ করে প্রস্থান, বুক ভার নেমে উদ্ভাস
পর্যাপ্ত সুখের ক্ষণ...
বন্যার্ত জমিনের উর্বর যেই মৃত্তিকা দলদল-
কর্দম হয়ে হাসফাঁস খুব করছিল শুষ্কের
দর্শন পেতে বারবার। রোদ মিশ্রণে কর্দম
সুখ হয় কৃষকের যেই, হুটহাট পৃথিবীর বুক
স্বস্তির ফেলে নিঃশ্বাস।
দিন রাত হলে করবেই উৎসব জোনাকির দল
আলপথ আলোময় আহ্! রাত্রির চোখে আফতাব
নক্ষত্র অবুঝ হয় – যেই, ফুল ফোটে রাত্রির
রাত নামলে মিনার হয় দর্শক নিশাচর চুপ
ঘুমহীন সাধকের চোখ বন্ধন খুলে ইশকের
সাক্ষাত খুঁজে নিশ্চল ধুকপুক করে অন্তর
মৌ-ময় পৃথিবীর সব।
বীজ মিশলে মাটির হয় সৃষ্টির নেশা সম্ভব
জন্মের ক্ষুধা পায় ক্ষেত মুক্তির আশা খাদ্যের
প্রেমহীন কোন সৃষ্টির প্রাণ নেই বলে প্রেম হয়-
তাই সব প্রেমিকের ঘর – বৃক্ষের কিবা চিত্তের
সত্তার মিলনেই হয় – সৃষ্টির যত উল্লাস
আত্মার বিলিনেই সব ইশকের মায়া সংসার
আর নয় কিছু চিন্তার...
২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
সুপান্থ সুরাহী বলেছেন: সকৃতজ্ঞ ধন্যবাদ।
ভাল থাকবেন নিরন্তর।
২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২১
জামিনদার বলেছেন: হায়~ যদি কবিতা বুঝবার ক্ষমতা থাকতো?
২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫
সুপান্থ সুরাহী বলেছেন: এই যদি হয় জামিনদারের মন্তব্য; তাইলে আমি শিউর কেয়ামত সন্নিকঠে!
৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩
রক্তিম দিগন্ত বলেছেন: ভালই ছিল বেশ।
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৫
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানবেন।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
নীল ক্যাকটাস বলেছেন: বেশ ভাল
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৬
সুপান্থ সুরাহী বলেছেন: শুকরিয়...
৫| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯
হাসান মাহবুব বলেছেন: দারুণ!
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৮
সুপান্থ সুরাহী বলেছেন: প্রীত হলাম।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
সায়েম মুন বলেছেন: কঠিন গুঢ় তত্ত্বময় কবিতা। বেশ লাগলো। ভাল থাকবেন কবি।
২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৪
সুপান্থ সুরাহী বলেছেন: অনেকদিন পর সামুতে এসে আপনাদের পাওয়া সত্যিই আনন্দের। ধন্যবাদ।
৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮
বাংলার ফেসবুক বলেছেন: ঠিপিটাপ
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!
প্রেমহীন কোন সৃষ্টির প্রাণ নেই বলে প্রেম হয়-
তাই সব প্রেমিকের ঘর –
বৃক্ষের কিবা চিত্তের
সত্তার মিলনেই হয় – সৃষ্টির যত উল্লাস
আত্মার বিলিনেই সব ইশকের মায়া সংসার ..++++++++++++++++++++