নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
সকাল হলে নিত্য শুনি বাজনা চমৎকার
রান্না ঘরে থালা বাটির রিদম ঝনৎকার!
বলছে বুয়া নিজের কথা মুখর সবার ঘর
আপু বলে লেডি গগা সবাই কোরাস ধর
নয়টা বাজে আব্বু রাগে, নাস্তা আমার কই
বুয়ার তখন উল্টো ঝাঁড়ি ‘রোবট আমি নই’
আম্মু আসে রিমোট হাতে পিত্তি জ্বলে যায়
বন্ধুরা সব টিফিন হলে বাড়ির খাবার খায়...
আব্বু-আমি ভোরের স্কুলে নাস্তা টিফিন নাই
আম্মু বসে রিমোট টিপে বুয়াও তাকায় তাই
রাতের খাবার ঝালে বেশি আর লবণে কম
আম্মু বুয়ার সিরিয়ালেই ধুকছে আমার দম।
লবণ কেন কম হয়েছে? বললে পরের দিন
তরকারিতে সাদা লবণ ঢালবে দু’চার টিন
তবুও আমার আম্মু উদাস আব্বু যেন কাঠ
ভেতর ঘরে শান্তি উজাড় বাইরে আছে ঠাট।
আমার যদিও সবই আছে নাই আদরের ঘর
ইচ্ছে মতই চলছি স্বাধীন নাই জীবনের ডর।
২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০০
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ...
২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪০
আরণ্যক রাখাল বলেছেন: ভাল হয়েছে
২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০০
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানবেন।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৩
রবিন মিলফোর্ড বলেছেন: অনেক দিন পর পড়লাম আপনার কবিতা । ভাল লাগল ।
ভাল আছেন তো ?
২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৩
সুপান্থ সুরাহী বলেছেন: হ্যাঁ, অনেক দিন পরেই আসলাম। আপনাকে দেখে ভাল লাগছে।
ধন্যবাদ। ভাল থাকবেন...
৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৭
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় ছন্দমিল ভাল লেগেছে ।
৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫
মাহবুবুল আজাদ বলেছেন: আহারে ছোট বেলা মনে করিয়ে দিলেন। বেশ ভাল লাগল। তারপর কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে?
৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
বাংলার ফেসবুক বলেছেন: সকাল হলে নিত্য শুনি বাজনা চমৎকার
রান্না ঘরে থালা বাটির রিদম ঝনৎকার!@ সুন্দর সনেট কবিতার মতো। ভাললাগা রেখে গেলাম।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৬
উদাস কিশোর বলেছেন: বাহ বাহ। বেশ