নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নভেলার মাঝি...

সুপান্থ সুরাহী

কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...

সুপান্থ সুরাহী › বিস্তারিত পোস্টঃ

আচানক জ্বলে ওঠে দ্রোহের দাবানল [ডিসেম্বর সিরিজ- ০১]

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৬



একটা ঐতিহাসিক ভুলের মাঠে
আকাশ আর পাতালের বন্ধুত্ব হতেই
চারপাশে জেগে ওঠে কিছু মোহগ্রস্ত
আগাছার লোভার্ত অগ্নি-জিহ্বা।

আকাশপুরের বন্ধুরা আভিজাত্যের
অসার চিকনাই ধরে রাখে চেহারায়
দু'চোখ তাদের নামে না পাতালপুরে
বেখাপ্পা ঠেকে শত মাইলের ব্যবধান
প্রগলভ অহংকারে স্থুল মাথায় নামে
ধাতব নির্ভরতায়; প্রভুত্বের অভিলাষ!

সহজ জীবনের সরল অভিযাত্রিকেরা
অধিকারের আশায় চেয়ে থাকে দূরে
দূরগম্য মহা-মতিরা কূটচালে নামে
হঠাৎ আমাদের বঞ্চিত পাতালপুরে
নাতিশীতোষ্ণ মার্চের আরাম-লোভে।

মাথাহীন সেই সব ইতিহাস-মূর্খরা
জানে না এ পাতালের মাটি মহাদূর্গম
পদানত জীবনের কোন আলেখ্য নেই
হাজার বছরের সমৃদ্ধ ইতিহাসে তার।

জলপাই রঙে পাপিষ্ঠ রোবটেরা আসে
ধাতব আগুনের ভরসায় উল্লাসে মাতে
বারুদের নিক্ষেপ-নাদে কাঁপে কবিয়াল
শত শত চোখে নামে ভয়ার্ত অন্ধকার
সহজ ধ্বংসের লোলুপ জিহ্বা ও চোখে
হানাদারেরা দেখে আমাদের পরাজয়।

অতঃপর ভয়েরাও জেগে ওঠে বিক্রমে
নেতার কণ্ঠেও প্রদীপ্ত বুলেট-চিৎকারে
আচানক জ্বলে ওঠে দ্রোহের দাবানল
চাষার কাস্তে হয়ে যায় তীক্ষ্ণ বেয়োনেট
প্রিয়ার আঁচলে ঠাঁই নিল আস্ত গ্রেনেড
শান্তির সুশান্ত পায়রাগুলো নেমে এলো
হল, বোর্ডিং আর মায়ের আঁচল ফেলে
কবির কোমল হাতে গর্জে মেশিনগান
আজন্ম বাউলের গানে সুতীব্র চিৎকার
মাঝির ভাটিয়ালি-ভাওয়াইয়ার সুরে
জেগে ওঠে যুদ্ধ-মুক্তির অদম্য উল্লাস।

জীবনবাজীর দৃপ্ত শপথে মুষ্ঠিবদ্ধ হয়
রগের মানচিত্র ওঠা বৃদ্ধদের সব হাত
মাটির ধুলো, নদীর জল, আর দেশের
ফলজ বৃক্ষের প্রতি শাখায় জ্বলে ওঠে
অত্যাচারের বিরুদ্ধ বিদ্রোহের আগুন
ধাতব আগুনের ওপরে প্রেমিক জনতা
ঢেলে দেয় তপ্ত-তরল জলজ প্রতিরোধ।

মায়ের আর বোনের কান্নায় রেগে ওঠে
জীবন, ক্ষমতা আর আরশের মালিক
সরল শান্ত, সহজ মানুষের প্রতিরোধে
ভাঙ্গে গরল শাসকের বুলেট অহংকার।

অতঃপর একদিন মানবিক অহংকারে
পদানত হয় ঠিক দানবের উদ্ধত শীর।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৭

সাবলীল মনির বলেছেন: সুন্দর কবিতা ।

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

সুপান্থ সুরাহী বলেছেন: বিজয়ের শুভেচ্ছা।
ভাল থাকুন দিনপ্রতিদিন।

২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩০

আবু শাকিল বলেছেন: দারুন লিখেছেন ।ভাল লাগল ।
বিজয় মাসের শুভেচ্ছা জানবেন।
ধন্যবাদ ।

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

সুপান্থ সুরাহী বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।
ভাল থাকেন নিরন্তর।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

বিজয় মাসের শুভেচ্ছা জানবেন।

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

সুপান্থ সুরাহী বলেছেন: আপনিও শুভেচ্ছা জানবেন।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। বিজয়ের শুভেচ্ছা রইলো।

০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

সুপান্থ সুরাহী বলেছেন: বিজয়ের শুভেচ্ছা হামাকেও।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯

আরজু পনি বলেছেন:

বিজয়ের আমেজ মাথা কবিতায় ভালো লাগা রইল ।

০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু...

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩১

নিরীহ জন বলেছেন: চমৎকার কবিতা।

০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানবেন।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর ! সুন্দর !! খুব সুন্দর !!! =p~

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লিটন ভাই।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

দেবজ্যোতিকাজল বলেছেন: : ভালোলাগলো:D:D:D

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন সবসময়।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত শব্দের খেলায় মুগ্ধ হলাম ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.