নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নভেলার মাঝি...

সুপান্থ সুরাহী

কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...

সুপান্থ সুরাহী › বিস্তারিত পোস্টঃ

ডিসেম্বরের ষোল তারিখ ওঠল স্বাধীন সূর্য [ডিসেম্বর সিরিজ - ০২]

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৬


এই সমতল গভীর অতল মনের ভেতর নিত্য
এর মানুষে আবেগ জোশে ঠেকায় বুলেট বৃত্ত।
পাক হানাদার দিচ্ছিল মার অত্যাচারের জন্য
সহজ সরল চাষকারী দল ভাবছিল সব বন্য।

রাত গভীরে মার্চ পঁচিশে দানব নামায় সৈন্য
বিশ্ব বিবেক দেখল অবাক পাকিস্তানের দৈন্য
আম জনতাও হয় অযথা বুলেট আঘাত বিদ্ধ
সেই আঘাতেই ক্রমান্বয়ে হয় প্রতিরোধ ঋদ্ধ।

নয়টি মাসে বাংলাদেশে- বানায় খুনের নদী
লাশ গলে হোক বধ্যভূমি চায় হানাদার গদি
ঠিক জনগণ ওঠলো ফুঁসে যুদ্ধে এসেই যোদ্ধা
গুণল প্রমাদ সাহস দেখে পাকি সমর বোদ্ধা।

মা দিয়েছে ছেলের ছুটি বোন দিয়েছে ভ্রাতা
নতুন বধুও বরকে বলে হও না দেশের ত্রাতা!
রক্ত দিলো জোয়ান বুড়ো মুক্ত দেশের জন্য
মায়ের ভীষণ আত্মত্যাগে স্বাধীনতাই ধন্য।

ডিসেম্বরের ষোল তারিখ ওঠলো স্বাধীন সূর্য
রক্তে ভেজা তার গা থেকেই নামছে এসে রুদ্র।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: মা দিয়েছে ছেলের ছুটি বোন দিয়েছে ভ্রাতা
নতুন বধুও বরকে বলে হও না দেশের ত্রাতা!
রক্ত দিলো জোয়ান বুড়ো মুক্ত দেশের জন্য
মায়ের ভীষণ আত্মত্যাগে স্বাধীনতাই ধন্য।


অসাধারণ ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকবেন নিরন্তর।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন:
ডিসেম্বরের ষোল তারিখ ওঠলো স্বাধীন সূর্য
রক্তে ভেজা তার গা থেকেই নামছে এসে রুদ্র

ভালো লাগলো ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভকামনা রইল।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ কবিতা ।

বিজয়ের শুভেচ্ছা ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
সুখে থাকুন সবসময়।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: মা দিয়েছে ছেলের ছুটি বোন দিয়েছে ভ্রাতা
নতুন বধুও বরকে বলে হও না দেশের ত্রাতা!
রক্ত দিলো জোয়ান বুড়ো মুক্ত দেশের জন্য
মায়ের ভীষণ আত্মত্যাগে স্বাধীনতাই ধন্য।

দারুন ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ কবি।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২০

অগ্নি সারথি বলেছেন: ডিসেম্বরের ষোল তারিখ ওঠলো স্বাধীন সূর্য
রক্তে ভেজা তার গা থেকেই নামছে এসে রুদ্র।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১

ইষ্টিকুটুম বলেছেন: অসাধারণ লিখেছেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৪

হাসান মাহবুব বলেছেন: চমৎকার! বিজয়ের শুভেচ্ছা রইলো।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

সুপান্থ সুরাহী বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩১

হাসান মাহবুব বলেছেন: শিরোনামে ওঠলো-উঠলো হবে।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ হামা। সমাপিকা-অসমাপিকা নিয়ে এখনও পেজগি লাগে। ঠিক করে দেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.