নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নভেলার মাঝি...

সুপান্থ সুরাহী

কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...

সুপান্থ সুরাহী › বিস্তারিত পোস্টঃ

কাইজ্জা-কাইজ্জি

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১২



-এই তুই আমার মেজাজটারে হুদাই খারাপ করিস না
ফাইভে ফরস বিয়ার আগে ক্যাঞ্চি মাইরে মরিস না।

- খাইসে রে ভাই! তুই তো দেহি সিনিয়রের ভাব ধরলি
আমার লগে রাগ দেহাইলি কাজটা কি তুই ঠিক করলি?
এক শ্রেণিতে পড়ছি সবাই একটু আধটু খোঁচামুই
এইডার লাইগ্যা চোখ রাঙায়া মাস্তানি ভাব দেহাস তুই!

- মাস্তানি না সত্যি কইছি আমার খাতায় লেহিস না
টিফিন পটের খাওন-দাওন না জিগায়া দেহিস না।
- দেহুম না নি! খায়াও ফালাম দেহি ফিরাস তুই কীবায়?
কালকে হবে তোর আড়ালে টিফিন খাওয়া আজ বিদায়...

- তাইলে কিন্তু টিফিন পটে লাল মরিচের ঝাল দিমু
- ওরে বাপরে! ঝাল খামু না তর ফাও ধরে মাফ নিমু...
- তুই আসলেই ভম্বল একটা বিৎলামি রাও হুনস না
মিছামিছি রাগ দেহাইলেও কথার কথাও বুঝস না।

- কিল খাবি রে, ভাব নিবি না টিফিন খাওয়া ছাড়মু না
- দেহি কী খাস? কাইল থিকা আর টিফিন বাডি আনমু না...

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ ইন্টারেস্টিং লেখা। অসাধারণ,।

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

গেম চেঞ্জার বলেছেন: একটুখানি রসে ভাললাগা+

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ গেম চেঞ্জার।
শুভকামনা রইল।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

বনমহুয়া বলেছেন: ছুটকালের কবিতা?

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২

সুপান্থ সুরাহী বলেছেন: বড়কালে লেখা ছোটকালের কবিতা।
ছোটদের জন্য।

ধন্যবাদ আপনাকে।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০

মুহাম্মাদ উল্লাহ ফাহমি বলেছেন: আহার হেই প্রাইমারির কতা মনে পইরা গ্যালো

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯

সুপান্থ সুরাহী বলেছেন: আপনেরে দেইখ্যা ভাল লাগল।
ধন্যবাদ। শুভ ব্লগিং...

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ++++++++++++++

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫১

সুপান্থ সুরাহী বলেছেন: শুভেচ্ছা। ভাল থাকবেন।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩২

হাসান মাহবুব বলেছেন: ভাল্লাকচে।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫২

সুপান্থ সুরাহী বলেছেন: ভালোবাসাময় ধন্যবাদ।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৫

নীল বরফ বলেছেন: চমৎকার হয়েছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন নিরন্তর।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

নেক্সাস বলেছেন: হাহাহাহাহাহ.. দারুন লিখলেন

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ প্রিয় নেক্সাস ভাই।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: কাইজ্জা-কাইজ্জি !! ভালই তো কাব্যিক রূপ ।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১১

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন। কথাকথিকেথিকথন প্রিয়বরেষু...

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

সুলতানা রহমান বলেছেন: হিহিহি হিহিহি, ভালই ছন্দে ছন্দে কাইজ্জা কাইজ্জা ……তাইতো, টিফিন বাটি না আনলেই ঝামেলা শেষ।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

সুপান্থ সুরাহী বলেছেন: আসলেই টিফিন বাটি না আনলেই খেল খতম। ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন সবসময়।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০১

সুমন কর বলেছেন: হাহাহা...অন্য রকম। কিন্তু ভালো হয়েছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানবেন। শুভেচ্ছা জানাই আপনাকে।জ

১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

উল্টা দূরবীন বলেছেন: কাইজ্জা কাইজ্জি ভাল্লাগছে।
ধন্যবাদ এবং আমার ব্লগে আমন্ত্রণ।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *হামরা কিন্তু অমপুরিয়া ছওয়াল বাহে,মুই কিন্তুক কিচ্ছুই বুঝং নাই বাহে *

১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

সুপান্থ সুরাহী বলেছেন: :)

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

চন্দ্রপ্রেমিক বলেছেন: বাঁদরাম কাইজ্জা-কাইজ্জি।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

সুপান্থ সুরাহী বলেছেন: হ ভাই! বান্দরর‍্যামি কাইজ্জাই।

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

রুদ্র জাহেদ বলেছেন: মজার কবিতা।ভাল্লাগছে...
+++

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.