নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
হাতের নখের নিচে মাটির অস্তিত্ব। পায়ের পাতায়ও মাটির বসবাস। চপ্পল হাতে! পায়ের সংযোগ মাটির বুকে। ভাটিয়ালির সুরে, ভাওয়াইয়ার শব্দে মাটির গন্ধ। সবুজের ছায়ায় ঘুমন্ত মাটি জেগে ওঠে; রক্তের নির্যাস- ঘামের পরশে। দেহ-মন-মাটি প্রেমার্ত সহবাসে গড়ে তোলে একান্ত অনুভব। কোমল সত্তার ভেতর গড়ে ওঠে প্রবল দুঃসাহস।
জীবনের খেয়ালে জীবন আসে। মাঠের মাটিতে জীবনশিল্পির চলে কারুকাজ। নেপথ্যে বেড়ে ওঠে লোভার্ত জিওহ্বার সাধ। মাটির সঙ্গে মুখ, মনের সঙ্গে বুক আর দেহের সঙ্গে অধীনতার খেয়ালে ঘুমন্ত আগুন জাগায় অন্তর্লোকে দৃষ্টিহীন হানাদার।
রক্তের ভেতর জেগে ওঠে বিক্রম। প্রতিরোধ জ্বলে ওঠে নিউরণে। আগুনের ফুলকি নামে চোখের পাতায়। মাটির প্রেমে নেমে আসে সবুজ-সন্ন্যাসির খুন। মানুষের বুকে-নখে-মনে ঠাঁই পাওয়া মাটির ভেতর তীব্র আন্দোলন; শক্তির কোমর ভেঙ্গে দেওয়ার প্রত্যয়ে। কবিয়াল মনের ভেতর আগুনের চিৎকারে জেগে ওঠে ষোলই ডিসেম্বর।
মাটির প্রেমে নেমে আসা রক্তের গতি আচড়ে ফেলে অহংকারের দাপট। অবনত মস্তকের উত্থিত দুইহাত বাড়তে থাকে। বাড়তে থাকে। রক্তের মানচিত্রে অনিবার্য হয়ে ওঠে বাংলাদেশ।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানবেন।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর!!
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
সুপান্থ সুরাহী বলেছেন: সকৃতজ্ঞ ধন্যবাদ।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮
হাসান মাহবুব বলেছেন: খুব খুব সুন্দর!!!
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
সুপান্থ সুরাহী বলেছেন: অন্নেক ধন্যবাদ হামা।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩
জুন বলেছেন: ভালোলাগলো সুপান্থ সুরাহী
+
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর