নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নভেলার মাঝি...

সুপান্থ সুরাহী

কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...

সুপান্থ সুরাহী › বিস্তারিত পোস্টঃ

আমার ক্যালিগ্রাফিগুলোর কয়েকটি

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭





মাঝে মাঝে রাত বাড়ে। নির্ঘুম আমার নিঃসঙ্গতাও বাড়ে। মনে হয় আমি নির্ঘুম থাকার জন্যই পৃথিবীতে এসেছি। যখন রাত গভীর হয় তখন আমার বন্ধু হয়ে ওঠে পেন্সিল, রাবার, কাগজ আর কলম। মূর্ত হয় কিছু অক্ষরের অবয়ব। আমার সেইসব নির্ঘুম রাতের খতিয়ান এই কাজগুলো।

আপনাদের ভাল লাগলে নিজের জন্য অনুপ্রেরণা নিতে পারব...



ফাবি আইয়্যি আলা-ই রাব্বিকুমা তুকাযযিবান।

আররাহমা নিররাহীম।


আল্লাহু আকবার।



বিসমিল্লাহির রাহমানির রাহীম। (বাংলা)


বিসমিল্লাহির রাহমানির রাহীম (আরবী)


মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (আরবি বাংলা কম্বিনেশন)



বিসমিল্লাহির রাহমানির রাহীম (আরবী)



রাব্বানা লাকাল হামদ


ফাফিররু ইলাল্লাহ...



লগো ডিজাইন "তাকওয়া




লগো ডিজাইন।



মন্তব্য ৫৯ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

হাবীব কাইউম বলেছেন: চমৎকার। এগিয়ে যান। তবে আরবি তো সবাই বোঝে না। বাংলা ট্রান্সলেশন দিলে ভালো হতো।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

সুপান্থ সুরাহী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু শিল্পটাই এখানে মূখ্য তাই অনুবাদ দিইনি।
ঠিকাছে পরে এডিট করে একসময় দিয়ে দেব।

২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

সুমন কর বলেছেন: আপনার এতো প্রতিভা......

দারুণ কাজ, ভালো লাগা রইলো। প্লাস।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

সুপান্থ সুরাহী বলেছেন: সকৃতজ্ঞ ধন্যবাদ।

শুভকামনা নিরন্তর। দুয়া করবেন।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৫

জিসান সালীম বলেছেন: great creator

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

সুপান্থ সুরাহী বলেছেন: থেঙ্কিউ ভাইয়া। ভাল থাকবেন নিরন্তর।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

সাহান হামিদ বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাইয়া। তবে আমার কাছে সাদা-কালোগুলো বেশি ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে বাংলা ক্যালিগ্রাফিটি। :#)

ভালো লাগা দিলাম

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর।
আপনি ক্যালিগ্রাফী পছন্দ করেন জেনে ভাল লাগল।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

অভ্রনীল হৃদয় বলেছেন: অসাধারণ। খুব ভালো লাগলো।

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

ফুয়াদ আল আবীর বলেছেন: মুহাম্মাদ টা চমৎকার...! আমি ও একটু আঁধটু ক্‌যালিগ্রাফি করি, তবে কম্পিউটারে... আপনার এতোগুলো দেখে বেশ লাগলো...

আপনি রংতুলি আর ক্‌যানভাস নিয়ে বসে যেতে পারেন...! আপনার থেকে জাতি ভালো কিছু উপহার পাবে বলে আমি আশাবাদী...!

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

সুপান্থ সুরাহী বলেছেন: কৃতজ্ঞতা জানবেন। আপনিও ক্যালিগ্রাফী করেন জেনে ভাল লাগল।

হয়তো কখনও রং তুলি নিয়ে বসে যাব।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩

প্রামানিক বলেছেন: অসম্ভব সুন্দর ক্যালিওগ্রফী। আপনি এগিয়ে যান। আপনার মেধা কাজে লাগান। শুভ্চেছা রইল।

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

সুপান্থ সুরাহী বলেছেন: শুভেচ্ছা জানবেন।
নিরন্তর ভাল থাকবেন।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১

জুন বলেছেন: ইসলামিক ক্যলিগ্রাফি মাস্টার্সে আমাদের একটা পেপারই ছিল । অপুর্ব লাগলো সুপান্থ সুরাহী । প্রিয়তে নিয়ে গেলাম ।

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

সুপান্থ সুরাহী বলেছেন: দারুণ ব্যাপার! আপুর কাছে অনেক কিছু জানার আছে।

ধন্যবাদ জানবেন।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

সৈয়দ কামাল হুসাইন বলেছেন: অনন্য সুন্দর

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ কামাল।

১০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে। কিভাবে শিখলেন ক্যালিগ্রাফি?

অনেক ধন্যবাদ আপনাকে।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩২

সুপান্থ সুরাহী বলেছেন: দেখে দেখে এবং চর্চা করে করেই এপর্যন্ত শিখেছি। এখন মনে হচ্ছে একজন উস্তাজ ধরা দরকার।

ধন্যবাদ আপনাকে।

১১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক সুন্দর।

কয়েকটা ছবি আমি দেখতে পাচ্ছিনা।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

সুপান্থ সুরাহী বলেছেন: হয়তো স্লো সেটস্পিডের কারণে দেখছেন না। আছে সবগুলোই।
ধন্যবাদ জানবেন।

১২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫

হেজাজের কাফেলা বলেছেন: মাশা'আল্লা...!!!!

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

সুপান্থ সুরাহী বলেছেন: শুকরিয়া ভাই।
শুভকামনা নিরন্তর।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

ধমনী বলেছেন: দারুণ। চালিয়ে যান।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ ধমনী।
ভাল থাকবেন সময় অসময়।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার হইছে লেখক +++++++্

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভকামনা সবসময়।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৫

মুহাম্মাদ উল্লাহ ফাহমি বলেছেন: অতুলনী,, বস।।।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯

সুপান্থ সুরাহী বলেছেন: থেঙ্কিউ ভাইয়া।
ভাল থাকবেন।

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১

দ্বিতীয় আমি - আমার ভিতরের লুকায়িত মানুষ বলেছেন: অসাধারন। এক কথায়, অসাধারন। চালিয়ে যান ভাই। :)
আল্লাহ্‌ আপনার মঙ্গল করুক।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০২

সুপান্থ সুরাহী বলেছেন: আমীন।
অনেক অনেক ধন্যবাদ ভাই।
শুভকামনা নিরন্তর।

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

হাবিবুর রাহমান বাদল বলেছেন: চমৎকার সুন্দর ক্যালিওগ্রফী। চালিয়ে যান ভাই।
আল্লাহ্‌ আপনার মঙ্গল করুক।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪

সুপান্থ সুরাহী বলেছেন: থেঙ্কিউ ভাই।
আল্লাহ আপনারও মঙ্গল করুন। আমীন।

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসাধারন।শেয়ার দিচ্ছি। তবে আরবিতে এই সুন্দর মাধ্যমটি নিয়ে অনেক কাজ হয়েছে বাংলাতে নীরিক্ষার অনেক অভাব। আপনি বাংলা অক্ষর নিয়ে করলে বেশ ভালো লাগতো। অনেক শুভেচ্ছা রইলো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন। হ্যাঁ বাংলায় কাজ কম হয়েছে। তবে বর্তমানে বাংলায় প্রচুর কাজ হচ্ছে।
আমিও বাংলায় করতে চেষ্টা করি। এখানেও আছে কয়েকটা বাংলা।

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

হাসান মাহবুব বলেছেন: আপনার এই গুণের কথা তো জানতাম না! অসাধারণ! মুগ্ধ হলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫

সুপান্থ সুরাহী বলেছেন:

২০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার ভাই।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ ভাই।
শুভকামনা সবসময়।

২১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

মনিরা সুলতানা বলেছেন: মাশ আল্লাহ অনেক অনেক সুন্দর
ভাল লাগা :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

২২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক সুন্দর.... :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানবেন।
নিরন্তর শুভকামনা।

২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

মিউজিক রাসেল বলেছেন: চরম, অসাধারণ, অস্থির ++++++++++

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

সুপান্থ সুরাহী বলেছেন: শুভেচ্ছা রইল।

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:২১

আবু আবদুর রহমান বলেছেন: আপনাকে প্লাস দিতে লগইন হলাম , বিউটিফুল ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

সুপান্থ সুরাহী বলেছেন: সকৃতজ্ঞ ধন্যবাদ।
ভাল থাকবেন সময় অসময় সবসময়।

২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:




মুগ্ধ +++

আপনার কবিতা, গল্প পড়ে যেমন মুগ্ধতা থাকে, এই ক্যালিগ্রাফি দেখেও মুগ্ধ হোলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

সুপান্থ সুরাহী বলেছেন: এ আমার পরম প্রশান্তি এবং প্রাপ্তি। এসব টুকটাক লেখা এবং কাজে যখন কেউ মুগ্ধ হয় তখন আরও দীর্ঘদিন বাঁচতে মন্চায়।

অনেক অনেক ধন্যবাদ কাণ্ডারি অথর্ব।

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

গেম চেঞ্জার বলেছেন: ক্লাস সিক্স সেভেনে থাকতে মায়ের চোখ ফাঁকি দিয়ে এইগুলো করার একটা প্রচেষ্টা ছিল। একদিন আমাদের গরম স্যার অ্যালজেবরা খাতায় আমার আঁকা একটি প্যাটার্ন দেখে নিলডাউন করেছিলেন।
ফার্স্টবয় হয়ে নিলডাউন থাকাটা কতটা বেইজ্জতি সেটা নিশ্চয়ই জানেন। বাড়িতেও একটা মেয়ে ঐ ঘটনা জানিয়ে দেয়। এরপর বাড়িতেও আরেকবার কানমলা।
অগত্যা ধীরে ধীরে আমার ক্যালিগ্রাফি চর্চার ইতি ঘটতে থাকে। :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫

সুপান্থ সুরাহী বলেছেন: হাহাপগে :)
ক্যালিগ্রাফিটি কীসের ছিল সেইটা তো বললেন না। যাক তবুও মজা পাইছি।

তবে আমার ঘটনা পুরোই উল্টা। খাতায় যখন বাংলার স্যার আমার আঁকিবুকি দেখলেন তখনই কানে ধরে নিয়ে দেয়ালিকার কাজে লাগালেন। :)

২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

গেম চেঞ্জার বলেছেন: ক্যালিগ্রাফিটি ছিল খুব সম্ভবত ইংরেজিতে নিজের নাম লেখা। আর গণিতের স্যার তো, বুঝেনই ঘটনা।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭

সুপান্থ সুরাহী বলেছেন: হুমম!
এখন শুরু করে দিন।

২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

আবু শাকিল বলেছেন: মা শা আল্লাহ ।প্রতিভায় মুগ্ধ হইছি ।
ভাল চর্চা ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানবেন।
খুব খুব ভালো থাকুন সবসময়।

২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

সাগর আর্ট বলেছেন: আমি কেন পারিনা!!!!!!!!!!!!

৩০| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪১

Jokiad বলেছেন: অসাধারন। এক কথায়, অসাধারন। চালিয়ে যান ভাই। :)
আল্লাহ্‌ আপনার মঙ্গল করুক।

৩১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

স্বপ্নচূড়ায় আমি বলেছেন: মুগ্ধ করা প্রতিভা....... অসাধারণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.