নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
রুবাইয়্যাত
চুপরজনীর গান
০১.
কথার ভেতর কথা জোগায় প্রেমালাপের কালে
চোখের জলও নদী বানায় গহীন রাতের জালে
একলা সুখের গোপন খবর নিশাচরেই জানে
বুকের জমিন আলোয় সরব প্রেমের সুধা ঢালে...
০২.
ভর নদীতে মীন শিকারে সবাই সজাগ থাকে
জাত শিকারি ধ্যানের সাঁরস খবর নদী রাখে
কালো চাদর রাত্রি হলেও ভয় তাড়ানো গানে
রাত শিকারি চোখের জলে মনের ছবি আঁকে।
০৩.
ঘোর লাগানো রাতের ধ্বনি চুপ আঁধারের কানে
এক অজানা সুর শিহরণ অলোক ছোঁয়ায় আনে
তখন আমার মন জানালায় মুখ মাশুকের ভাসে
রাত অভিসার অপার মোহন প্রেমিকারাই জানে।
০৪.
কেউ জানেনা রাতের কাহন কার সাথে কই আমি
সংসারে নাই আমার মায়া কার কাছে হই দামি!
আমার মাশুক ডাকলে আমায় উজার করে মায়া
ভয়াল রাতেও একলা হলেও অসংকোচেই নামি।
০৫.
অলোক নিরব আঁধার যখন তেপান্তরেও একা
শান্ত সানাই সুরের প্রেমে পায় গহীনের দেখা
ভোর না চেয়ে মগ্ন ধ্যানে রাত সাধনার কবি
ভাবছে শুধু কী আছে হায়! তার কপালে লেখা...
৩০ অক্টোবর ২০১৫
সিঞ্জিতে বইসা বইসা
১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১
আরাফাত আল মাসুদ বলেছেন: বেশ ভাল লাগল কবিতাটি। ধন্যবাদ, সুপান্থ সুরাহী।
১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও।
শুভকামনা নিরন্তর।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪
আজাদ মোল্লা বলেছেন: বাহ অনেক সুন্দর করে লিখেছেন তো ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়।
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চমৎকার! অনেক দিন পর রূবাইয়াত পড়লাম।
১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানবেন।
শুভকামনা নিরন্তর।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫০
আরণ্যক রাখাল বলেছেন: চার পাঁচ ভাল লেগেছে| নজরুলকৃত খৈয়ামের রুবাই ছাড়া আর কারো রুবাইয়াত পড়িনি| পড়ার মত আছে কিনা তাও জানি না| তাই আরবি ফার্সি শব্দের মিশ্রণ ছাড়া রুবাই পড়তে ভাল লাগে না| অথচ আধুনিক বাংলায় আরবিফার্সি আনার কোন প্রয়োজন নেই!
চমৎকার প্রয়াস
১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭
সুপান্থ সুরাহী বলেছেন: হ্যাঁ, আরবি ফার্সির মিশ্রণ হলে একটা ঘোর ঘোর ফ্লেভার অনুভূত হয়।
আমি চেষ্টা করছি নিরেট বাংলায় রুবাইয়্যাত লিখতে এবং রুবাইয়্যাতেন ফুল ফিলিং আনতে।
ভাল থাকবেন সবসময়।
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৪
জুন বলেছেন: ৫টি রুবাই ই অদাধরন লাগলো সুপান্থ। আশাকরি এরপর থেকে নিয়মিত পাবো কবিতা।
ভোর না চেয়ে মগ্ন ধ্যানে রাত সাধনার কবি
ভাবছে শুধু কী আছে হায়! তার কপালে লেখা...
+
১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার প্রত্যাশা পূর্ণ হোক।
নিরন্তর শুভকামনা।
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭
আহমেদ জী এস বলেছেন: সুপান্থ সুরাহী ,
সিঞ্জিতে বইসা বইসা রুবাইয়্যাত লেখেন কবি
ল্যাপটপের দরজা খুলে দেখে গেলাম সবি,
রাত সাধনার কবি যখন প্রেমের সুধা ঢালে
ভবনদীর মীনেরা সব জড়িয়ে পড়ে জালে...
১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯
সুপান্থ সুরাহী বলেছেন: অসাম! বস অসাম।
ধন্যবাদ। ভাল থাকবেন সময় অসময়।
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮
অলওয়েজ ড্রিম বলেছেন: ভাল।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। আচ্ছা আমাকে বলেন তো অনুকাব্য আর রুবাইয়াৎ এর মধ্যে পার্থক্যটা কিরূপ?
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
সুপান্থ সুরাহী বলেছেন: কঠিন প্রশ্ন! পাশ নম্বর পাওয়ার মত বলছি
অনুকাব্যটা আমাদের নিজস্ব টার্ম। সাধারণত স্যাটায়ারধর্মী। কখনও কখনও গভীর কোন বিষয়ে হয়। লাইন সংখ্যা ফিক্সড নয়।
রুবাইয়্যাত হলো আরবি রাবে' মানে চার থেকে আগত। রুবাই এক বচন। রুবাইয়্যাত বহুবচন। এর লাইন চারটি হবে। বাংলা রুবাইয়ের অন্ত্যমিল হলো ক ক গ ক। রুবাইয়ের প্রবণতা হলো সূফীবাদ, ভাববাদ ও মরমীবাদের কথাগুলো তাতে মূর্ত হবে। রাসূল ও খোদার প্রেমের গভীর আলাপ জমে রুবাইয়াতের বুননে।
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।
১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাধ জানবেন।
১১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯
কল্লোল পথিক বলেছেন: বাহ!বেশ চমৎকার কবিতা।
ধন্যবাদ কবি।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
সুখে থাকুন আগামীর প্রতিদিন।
১২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯
বনমহুয়া বলেছেন: ০৫.
অলোক নিরব আঁধার যখন তেপান্তরেও একা
শান্ত সানাই সুরের প্রেমে পায় গহীনের দেখা
ভোর না চেয়ে মগ্ন ধ্যানে রাত সাধনার কবি
ভাবছে শুধু কী আছে হায়! তার কপালে লেখা...
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
অবিরাম শুভকামনা।
১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯
নাজমুস সাকিব রহমান বলেছেন: .. কেউ জানেনা রাতের কাহন কার সাথে কই আমি -- আহা!
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ।
নিরন্তর কল্যাণকামনা করছি আপনার।
১৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
গেম চেঞ্জার বলেছেন: সবগুলোই অসাধারণ তবে ৫ নম্বরটিতে সর্বাধিক অনুরণিত হলাম। ++++++
২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকুন নিরন্তর।
১৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫
অগ্নি সারথি বলেছেন: সুন্দর।
২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১০
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকুন নিরন্তর।
১৬| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫
রেজওয়ান তানিম বলেছেন: আপনার কাছে প্রত্যাশা আরও বেশি
২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১২
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ। প্রত্যাশা হয়তো কোনদিন পুরণ হবে।
১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩
বৃতি বলেছেন: রুবাইয়্যাত ভালো লাগলো - ভিন্নধর্মী কবিতার প্রচেষ্টা অব্যাহত থাকুক অনেক শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮
বিষের বাঁশী বলেছেন: সুন্দর কবিতা!