নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নভেলার মাঝি...

সুপান্থ সুরাহী

কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...

সুপান্থ সুরাহী › বিস্তারিত পোস্টঃ

বইমেলায় আসছে আমার প্রথম কবিতাগ্রন্থ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩


বিজ্ঞাপনটি বানিয়েছে কবি ওয়ালিউল ইসলাম।

আমার প্রথম কবিতা গ্রন্থ 'এবং দ্বিতীয় অক্ষমতা' একুশে বইমেলা ২০১৬ আসছে।
প্রকাশ করেছে জল।
পাওয়া যাবে 'প্রতিভা প্রকাশনে'।
স্টল নম্বর ৪৭১ ও ৪৭২।

লিটলম্যাগ চত্বরে 'মারমেইডে'।
স্টল নম্বর ৬।

প্রচ্ছদ করেছেন কাজী যুবাইর মাহমুদ।

বইটির প্রথম ফ্ল্যাপে কবি হাসসান আতিক লিখেন-

"কবিতা─ এই বর্ণবন্ধের ঘোরে গহীন হয়ে আছেন একজন প্রকৃত মানুষ; কবি সাইফ সিরাজ। নামের মতোই সমুজ্জ্বল তিনি। কবিতার আকাশে পঙক্তির আলোছায়া নিয়ে যার অবিরাম খেলা।
সাইফ পড়তে পড়তে আবিষ্কৃত হয় আকাশের বাইরে অন্য আকাশ─ ‘ফানুসকালের মুগ্ধতা শেষে আবারও অপেক্ষারা/সজীব-সচল, জীবনের বাঁক-অনুবাঁকে।/দৃষ্টি মেলে অতীত ভুলে সমাপ্তির মায়াবী অন্ধকারে!’। ওই মায়াআলো মায়াঅন্ধকার থেকে কবি যখন মর্তলোকে, তখন ক্ষমতামোহী দেশ কালের গায়ে লিখে দিচ্ছেন ─ ‘ক্ষমতাই ধর্ম, ব্রুশিয়ার বদলে ধর্মগ্রন্থে’। এরপর রাষ্ট্র থেকে সাইফের অনুভব যখন ব্যক্তি হৃদয়ে নেমে আসে, তার আকুলিবিকুলি মননের অতলান্ত ছুঁয়ে দেয়─ ‘বিমুখ স্বজন এসে করুণার প্রার্থনায় বসে/মুছে দেয় স্মৃতি হতে প্রথম অক্ষমতার গান!’। কিংবা─ ‘বিরহে কাতর পাখি ফিরে আসি বিষণ্ন বিকেলে/নীড়ে নয় সেই চোখ; নেমে যায় পথের পাথারে’। এরপর মনোভূমি ছুঁয়ে কবি উড়ে যান ফুল ভ্রমরা হয়ে─ নিষ্ঠুর সত্য জেনো; হয় না মনের এডিটিং!/একজন আলোকচিত্রী চাই, যে জানে ফুলের গন্ধ-ছবির কৌশল। এভাবেই পাঠককে ঊর্ধাকাশ থেকে নিম্নতল ঘুরিয়ে আনেন সাইফ। তার কবিতাগ্রন্থ ‘এবং দ্বিতীয় অক্ষমতা’ হয়ে ওঠে এক সক্ষমতারও গল্প।"


মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল আপনার এবং আপনার বইটির জন্য।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনিও ভাল থাকুন।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

বাকপ্রবাস বলেছেন: শুভেচ্ছা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ।
শুভকামনা।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন লেখক, কবি ব্লগার ভাইকে।

লেখক নাম হিসাবে সুপান্থ সুরাহিটাইতো বেশি নান্দনিক লাগছে ;) আমার কাছে। :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ ভাই। সুপান্থ সুরাহী নামে শুধু ব্লগেই আছি। এছাড়া বাবার দেওয়া নামটা বদলানো উচিতও না। অপর দিকে কিশোর কালের লেখালেখির সুবাদে সাইফ সিরাজ নামটাই বেশি পরিচিত।

মতামত এবং অনুভূতি জানানোর জন্য সশ্রদ্ধ ধন্যবাদ।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬

সুপান্থ সুরাহী বলেছেন: সকৃতজ্ঞ ধন্যবাদ।
ভাল থাকুন সবসময়...

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

রুদ্র জাহেদ বলেছেন: অভিনন্দন প্রিয় লেখক-কবি ব্লগার

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভকামনা নিরন্তর...

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয় গল্পকার...

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

আরজু পনি বলেছেন: অভিনন্দন রইল ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ আপু...
ভাল থাইকেন...

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

আমিনুর রহমান বলেছেন:


লিষ্টে আরো একটা বই বাড়লো :)

অভিনন্দন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভকামনা নিরন্তর...
ভাল থাকুন প্রিয় ব্লগার।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

অপর্ণা মম্ময় বলেছেন: শুভেচ্ছা রইলো

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর...

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

সায়েল বলেছেন: আন্তরিক অভিনন্দন!!

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬

বিজন রয় বলেছেন: অভিনন্দন।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

ভ্রমরের ডানা বলেছেন: আপনার এই পথ বেয়ে হেটে চলুক আরো কিছু কবিতাপ্রেমী পদাতিক।

শাশ্বত শুভকামনা।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

সায়েম মুন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। সফল হোক কবি ও বই।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অভিনন্দন এবং শুভকামনা....

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

প্রোফেসর শঙ্কু বলেছেন: অভিনন্দন।

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

নাজমুস সাকিব রহমান বলেছেন: প্রচ্ছদটা চমৎকার হয়েছে। শুভকামনা রইল।

১৭| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫০

বিজন রয় বলেছেন: অভিনন্দন জানিয়েছিলাম।
কেমন সাড়া পেলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.