নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নভেলার মাঝি...

সুপান্থ সুরাহী

কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...

সুপান্থ সুরাহী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ

১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৪

হিজল ও ছাতিমের গন্ধমাখা মাটির আশ্রয়ে
দীর্ঘ সফরের পরে স্বনামে হয়েছি বাংলাদেশ
সময়ের পথে পথে সাহসের বীর-গাঁথা লেখে
এই মাটি মানুষেরা বিজয় করেছে সংবিধান।

জল-স্রোত সমারোহে ধনুর কবলে একা পথে
মাঝি সুখি হবে বলে ধরে দেয় পুরোটা যৌবন
সে পথেই ফিরে পাই নতুন সুখের যতো ভোর
অতীতের স্মৃতি হয় বিলের অবাধ্য ঢেউগুলো।

বাংলাদেশ পৃথিবীর পথে নয়া কবিতার ভাঁজে
উপমার চেয়ে বেশি রেখে দেয় জাদু বাস্তবতা
মানুষেরা পাতাদের ইতিহাস থেকে শিখে যায়
ঝরাপাতা ফিরবে না পেছনের বোঁটাঘরে ফের।

কবি লিখে প্রতিদিন পেছনে ফেরার নেই পথ
পরম্পরা লড়াইয়ের; মাটি তাই জন্ম দেয় বীর
কোমলতা নদীময় মিশে রয় জলজ আবেগে
ঘোর অনুভবে যাই পিশাচ খেদানো মজমাতে।

পাথরেও কোমলতা এই দেশ জানে অনুরাগে
মাটি-মানুষেরা জাগে হৃদয়ের কাছে প্রেমময়।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৬

এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর হয়েছে ।

১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৪

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর হয়েছে ।

১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৪

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানবেন।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:২১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগল আপনাকে দেখে।

ভালো লাগল কবিতা।

১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৫

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ হামা।

আমি তো মাঝেমধ্যেই আসি।

৪| ১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৫

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.