![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামুয়ালাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র ৫ মিনিটে "মুচমুচে চিকেন পাকোড়া" তৈরির সহজ এবং ঝটপট রেসিপি । এটি খেতে খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত। আমি আশা করি, আপনাদের এই রেসিপিটি অনেক ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণঃ
মেরিনেড করার জন্য-
১। মুরগির মাংস ২৫০ গ্রাম
২। আদা বাটা - ১ টেবিল চামচ
৩। রসুন বাটা - ১ টেবিল চামচ
৪। লবণ - ১ টেবিল চামচ [স্বাদমতো]
৫। শুকনা মরিচের গুঁড়া - ১ টেবিল চামচ
৬। ১ টেবিল চামচ সিরকা বা ভিনেগার
তেলে ভাঁজার পূৰ্বেঃ
১। পাঁচটা কাঁচামরিচ কুচি
২। বেসন এর গুঁড়া - ২ টেবিল চামচ
৩। চালের গুঁড়া - ২ টেবিল চামচ
৪। হলুদের গুঁড়া - ১ টেবিল চামচ
৫। মসলার গুঁড়া - ১ টেবিল চামচ
৬। চাট মসলা - ১ টেবিল চামচ
৭। পেঁয়াজ কুচি - ১ কাপ
৮। ধনেপাতা - ১ কাপ
৯। বেকিং সোডা - ১ টেবিল চামচ
পরিবেশনঃ
আপনারা চাইলে সালাদের সঙ্গে বা টমেটো সসের সঙ্গে এই চিকেন পাকোড়া পরিবেশন করতে পারেন।
ভিডিও লিংকঃ
আমার রেসিপিটি পছন্দ হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপডেট পেতে চাইলে বেল আইকনটি চাপুন।
আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো দেখুনঃ
1. Ramadan Iftar Recipe
2. Snacks
3. Dessert Food
সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে আমার ভিডিও টি দেখার জন্য।
©somewhere in net ltd.