![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ বাচার নাকি মারার কারীগর হচ্ছি জানি না। কিন্তু হচ্ছি ডাক্তার নামক একটা জিনিষ।
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকীতে আমার ক্ষুদ্র প্রয়াশ। আমি আমার এই ব্লগে রবি ঠাকুরের জীবনের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাবলী ফুটিয়ে তোলার চেষ্টা করব। সফল কতটুকু হব সেটা আপনারাই বলবেন। আপনাদের কাজে লাগলে আমার এই ক্ষুদ্র প্রয়াশ সফল হবে।
আমার এই ব্লগে ব্যবহৃত সব তথ্য নিয়েছি বিভিন্ন বই থেকে। তার মধ্যে "অনন্য রবীন্দ্রনাথ- ড: নিতাই বসু", উইকিপিডিয়া উল্লেখযোগ্য।
আজ দেখি, রবীন্দ্রনাথ-এর পিতা-মাতা এবং ভাই-বোন সম্পর্কে......
রবীন্দ্রনাথের দাদা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। উনি ছিলেন রামমণি এবং মেনকা দেবীর ছোট ছেলে। কিন্তু, পাঁচ বছর বয়সে উনার জ্যেঠামশাই রামলোচন তাকা দত্তক নেন এবং তেরো বছর বয়সে উনার সব সম্পত্তি এই দত্তক সন্তানকে দান করেন। বলাবাহুল্য, রামলোচনের কোন ছেলে-মেয়ে ছিল না।
পরবর্তীকালে, ঠাকুর বাড়ি বাংলার শিল্প-সংস্কৃতিতে যে এত ভূমিকা রাখে তার মুলে ছিলেন এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি ব্রাহ্মধর্মের প্রতিষ্ঠা, হিন্দুধর্মের সংস্কার ও সতীদাহ নিবারণের সাথে জড়িত ছিলেন।
দ্বারকানাথ ঠাকুরের বিয়ে হয় দিগম্বরী দেবীর সাথে। তিনি ছিলেন যশোরের রানতনু রায়চৌধুরীর মেয়ে। দ্বারকানাথ ঠাকুর- দিগম্বরী দেবীর বড় ছেলে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।
দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবিগুরুর পিতা। সতেরো বছর বয়সে তার বিবাহ হয় যশোরের রামায়ন চৌধুরীর মেয়ে সারদাসুন্দরীর সাথে। তখন সারদাসুন্দরী দেবীর বয়স মাত্র আট।
দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদাসুন্দরীর ছিল নয় ছেলে ও ছয় মেয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সর্বকণিষ্টের পূর্বজন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫ ভাই-বোনের মধ্যে প্রথম বোন অল্প বয়সেই মারা যায় তার নাম জানা যায় নি।
তারপর, জন্মগ্রহন করেন দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদাসুন্দরীর বড়ো ছেলে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।
তাদের দ্বিতীয় পুত্র ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর।
তারপরের পুত্রের নাম হেমেন্দ্রনাথ ঠাকুর।
তারপর, বীরেন্দ্রনাথ ঠাকুর।
তারপর, সৌদামিনী দেবীর জন্ম।
তারপর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের জন্ম। তার বিবাহ হয় কাদম্বরী দেবীর সাথে। পরবর্তীতে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ও কাদম্বরী দেবীর অসামান্য ভূমিকা ছিলো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে। তাই, এদের কথা বিশেষভাবে বলা হলো।
দেবেন্দ্রনাথ ঠাকুরের অষ্টম সন্তান সুকুমারী দেবী।
তারপর, জন্মগ্রহন করেন শরৎকুমারী দেবী।
তারপর, জন্মগ্রহন করেন স্বর্ণকুমারী দেবী।
তারপর, জন্মগ্রহন করেন বর্ণকুমারী দেবী।
তারপর, জন্মগ্রহন করেন সোমেন্দ্রনাথ ঠাকুর।
দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদাসুন্দরীর চতুর্দশ সন্তান ও অষ্টম পুত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়।
সব শেষে জন্মগ্রহন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ভাই বুধেন্দ্রনাথ ঠাকুর।
এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫ ভাই-বোনের নাম।
আজ এখানেই শেষ করি। পরবর্তীতে আরো কিছু মজার তথ্য নিয়ে হাজির হবো।
আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনাদের কাজে লাগলে আমি সফল।
(সূত্র: অনন্য রবীন্দ্রনাথ- ড: নিতাই বসু)
২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৪৩
সুপ্রকাশ সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য।
২| ২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৩৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভাল লাগল। পরবর্তী পর্বের অপেক্ষায়......................
২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৪৪
সুপ্রকাশ সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য। পরবর্তী পর্ব আসবে। অপেক্ষায় থাকুন।
৩| ২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৫৬
শাহীদুর রহমান খান বলেছেন: ভাল লাগছে ....
২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৪০
সুপ্রকাশ সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য।
৪| ২৪ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৬
জিসান শা ইকরাম বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।অনেক তথ্যবহুল পোস্ট।ভালো লাগলো।
২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৪০
সুপ্রকাশ সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য।
৫| ২৪ শে এপ্রিল, ২০১১ রাত ৯:২৩
অনিক আহসান বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাই...
সূনীলের প্রথম আলো পড়লে অনেক তথ্য জানা যায়..
২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৩৯
সুপ্রকাশ সরকার বলেছেন: ধন্যবাদ। "প্রথম আলো"--ও পড়ে দেখব।
৬| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১২:২৫
চানাচুর বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৩৪
অর্ফিয়াস বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকীতে অনেক অনেক শ্রদ্ধা। ধন্যবাদ আপনাকে তাকে স্বরন করার জন্য।