![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ বাচার নাকি মারার কারীগর হচ্ছি জানি না। কিন্তু হচ্ছি ডাক্তার নামক একটা জিনিষ।
"ভাই, সরেন সরেন। সাইড দেন।"
রাস্তায় দাড়ায় আছি বাসের জন্য হঠাৎ পিছন থেকে শুনি এই কথা। পেছনে তাকাতেই লাফিয়ে সাইড দেই বর্তমানের আলোচিত তারকাকে। উনি হেলতে দুলতে আয়েশি ভংগিতে তার দুই পাশে দুই দেহরক্ষী নিয়ে চলে গেলো। যাওয়ার সময় একবার "হাম্বা" বলে গেলো।
বর্তমানের ইনারা ঢাকার রাস্তার মাঝ দিয়ে আয়েশি ভাবে চলছে, যেখানে-সেখানে বসে জিরিয়ে নিচ্ছে, গাড়ি-মানুষ তাকে সাইড দিয়ে চলছে, রাস্তায় বাথরুম করে চলছে; আর সাথে মিনিটে মিনিটে তার দেহরক্ষীদের কাছ থেকে খড় চেয়ে খেয়ে নিচ্ছে। আবার, চলতে চলতে তার দামও জানতে চাচ্ছে সবাই।
নিশ্চয় সবাই বুঝে গেছেন এই আলোচিত চরিত্র কে?? হ্যা, ঠিক ধরেছেন। ইনি আমাদের ঈদের প্রধান চরিত্র হাম্বা-হাম্বা।
আসুন কিছু মজার ছবি দেখি আমাদের এই তারকাকে নিয়ে।
১। মুরগি খান........ গরুর উপর চাপ কমান।
২। হোন্ডা চালাই... ডিসটার্ব করেন না।
৩। শুধু হোন্ডা না........ আমি সাইকেলেও চালাতে পারি।
৪। ইসটাইল............
৫। মাই নেম ইজ শীলা; শীলা কি জাওয়ানি......... (শীলা নামক মেয়েদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি)
৬। আমি ক্যারাটেও জানি........ ক্যারাটে কিড থুক্কু ক্যাউ.......
৭। কাউ কিস্......... ঐ ছবিটা কে তুললি........ সব পাপ্পারাজি.......
৮। কাউ সাতার............
৯। মন্তব্য নিষ্প্রয়োজন....... চারিদিকে এত ভেজাল যে........ (এই ছবির জন্য আপনারা লেখাটাকে ১৮+ বলবেন নাকি তা আপনাদের উপর ছেড়ে দিলাম)
১০। সবাইকে ঈদ মোবারক.......... তাই তো তারকে হাসতেছেন.......
সবার ঈদ ভালো কাটুক।
আমরা যেন আমাদের পশুত্বকে কোরবানি দিতে পারি।
সবাইকে ঈদ মোবারক।
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৩৯
সুপ্রকাশ সরকার বলেছেন:
২| ০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৪৫
বেঈমান আমি বলেছেন: পুরাই হাম্বা পোস্ট।
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৬
সুপ্রকাশ সরকার বলেছেন: হাম্বা হাম্বা.........
৩| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০২
জীবন্মৃত০১ বলেছেন: ৯ নাম্বার ফটোকটার মতো কিছুদিন আগে কোন এক গুড়া দুধের কোম্পানী অ্যাড দিসিল। পত্রিকায় প্রথম পাতায় আসছিল। এইটা নিয়া বিরাট হৈচৈ। তবে আলোচ্য অ্যাড-এ দুগ্ধ পানরত চরিত্রটি ছিল একটি বালক।
০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:১৮
সুপ্রকাশ সরকার বলেছেন: ও!!!!
৪| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ২:২৫
চাটিকিয়াং রুমান বলেছেন: হাহাহা।
০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:১৯
সুপ্রকাশ সরকার বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৩৩
নেটবুক বলেছেন:
ভাল্লাগলো