![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু তোর জন্য পাহাড় কেটে চাঁদ বানাবো
সমুদ্র সেচে তোর নরম হাতে তুলে দেব তরতাজা মুক্তা,
বলব, এই নেয় তোর চাঁদ, এই নেয় তোর মুক্তা।
তুই তখন হাসবি! না কাঁদবি! তা আমি জানি না
জানতেও চাই না
তবে তোর হাতে আমি চাঁদ তুলে দেব; তোর হাতে আমি মুক্তা এনে দেব
একথা সত্য যে, তোর জন্য আমি সব করতে রাজি আছি।
সুদূর নীলিমার বুকে উড়ে বেড়াব তোকে নিয়ে
তোর বাহু! তোর ঠোঁট! তোর বুকের সাথে বুক লাগিয়ে একাকার হব দু’জন
পাখি হব! চড়–ই পাখি! চিল পাখি! বাজপাখি!
হাঁস হব! ধান ক্ষেতের ভেতর এক নিরালা নীড়ে
গহীন গাঙ্গে তরী ভাসাব যদি তোরে সাথে পাই
শুধু তোর জন্য দেশান্তরী হব
সমাজের চক্ষুশূল হব
নিন্দুকের সমালোচনার তীর বুক পেতে নেব
যদি তোরে সাথে পাই, কথা দিলাম যতি তোরে সাথে পাই
ঐ জনমানবহীন দ্বীপে বসত গড়ব
কথা দিলাম, খোদার কসম কথা দিলাম!
তুই কি অমায় কথা দিবি? বল একবার বল!
তুই কি আমার সাথে যাবি? বল একবার বল!
২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১
সুহৃদ আকবর বলেছেন: ভাই আপনি খুব ভাল কথা কইছেন। অসাধারণ মন্তব্য করার জন্য ধন্যবাদ।
২| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
আমি রিয়াদ বলেছেন: টালমাটাল...
একটু ঘুরে আসবেন আশাকরি....
Click This Link
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩
ক্ষুদ্রছাপ বলেছেন: পাগল হইছ
বািড়র সবাই জােন?????????????