![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুর মুখের সাথে প্রিয়ার মুখের তুলনা হলেও হতে পারে
বন্ধুর ঠোঁটের সাথে প্রিয়ার ঠোঁটের তুলনা হলেও হতে পারে
বন্ধুর চোখের সাথে প্রিয়ার চোখের তুলনা দিলেও দেয়া যায়
ক্ষতি কি?
কিন্তু মধুর তেষ্টা কি পানিতে মিটে?
আমারও এখন মধুর তেষ্টা
কেজী কেজী মধু
বতলে বতলে মধু
তরতাজা মধু
খাটি চাকভাঙা মধু
লাল মধু, নীল মধু, খয়েরি মধ,ু সাদা মধু
মধু মানে আমার প্রিয়া
আমার প্রিয়তমা প্রিয়া
মধুরীমা প্রিয়া
আদরের প্রিয়া
স্বপ্নের প্রিয়া
যতেœর প্রিয়া
আমার প্রিয়ার চাহনি, হাসি-কাশি, মাথা দোলানো, পা দোলানো, কথা বলা, হাটাচলা সবই আমার কাছে মধুরমত লাগে-
মধুরতম ঠেকে।
আমার এখন ভীষণ তেষ্টা!
তেষ্টায় আমার প্রাণ উষ্ঠাগত
আমার চোখে তেষ্টা, আমার হাতে তেষ্টা, আমার নখে তেষ্টা, আমার বুকে তেষ্টা, আমার দাঁতে তেষ্টা, আমার জিহ্বায় তেষ্টা, আমার মুখে তেষ্টা, আমার নিঃশ্বাসে তেষ্টা!
আমার তেষ্টা আমার প্রিয়ার তেষ্টা
আমার তেষ্টা মধুর তেষ্টা
মধুর তেষ্টা যেমন পানি দিয়ে মিটেনা
প্রিয়ার তেষ্টাও বন্ধু দিয়ে মিটেনা।
বন্ধু পানির মত হলে প্রিয়া হল মধুর মত
যদিও উভয়ই জীবন ধারণের জন্য উপযোগী।
২| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭
বাতায়ন এ আমরা কজন বলেছেন:
আপনার তেষ্টা নাকি কোবতের চেষ্টা সেটাই বুঝলামনা।
যদি তেষ্টা হয়,
তবে আপনার তেষ্টা আপনি মেটান, জনগনকে জানানো কেন?
আর যদি কোবতে হয় তবে মাথার উপর দিয়ে গেল।
৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯
সুহৃদ আকবর বলেছেন: ভাইয়া,কোবত মানে কি?
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬
মাক্স বলেছেন: