নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুহৃদ আকবর

Do Well, Be Well

সুহৃদ আকবর › বিস্তারিত পোস্টঃ

ছায়া মানবী

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮

অন্তরীক্ষে উড়ে চলে বিমান। আকাশে উড়ে যায় পাখি। নদীতে আসে জোয়ার। আকাশে জমে মেঘ। হেমন্তে কাশফুল ফোটে। বাতাসে উড়ে যায় শুকনো খড়। আমি অপেক্ষায় থাকি তোমার জন্য। কই তুমিতো এলে না।

তখন একজন ছায়া মানবী আমার কাছে ছুটে আসে। আমাকে সঙ্গ দেয়। হে আমার ছায়া মানবী। হে আমার কষ্টের সাথী। আমি তোমাকে বড্ড বেশি ভালবাসি।

ভালবাসি সদ্য ফোটা গোলাপটির মতো করে। ভালবাসি পাখির বাসার মতো করে। ভালবাসি পাখির ছানার মতো করে। ভালবাসি রোদেলা দুপুরের মতো করে। ভালবাসি গ্রীষ্মের রসালো ফলের মতো করে। ভালবাসি বর্ষার জলের মতো করে। ভালবাসি শরতের কাশফুলের মতো করে। ভালবাসি আমার বাড়ির ডালিম গাছটির মতো করে। ভালবাসি আমার বোনের আদরের মতো করে।

শীতের সকালে দূর্বাঘাসের ডগায় হাসে শিশির। কুয়াশায় ঢেকে যায় পৃথিবী। তখন ঔ শিশির বিন্দুকে তোমার নাকফুল ভাবি। আকাশের বুকে চাঁদকে দেখে ভাবি এ বুঝি তুমি আমার দিকে তাকিয়ে আছো।

উদাস দুপুরে মাছরাঙা শিকার করে মাছ। পাখিরা ডাকে গাছের ডালে। বিকালের সোনালি রোদের সাথে আমার হৃদয়ের ক্ষতও বাড়তে থাকে। এভাবে সারাক্ষণ এক ছায়া মানবী আমাকে ঘিরে রাখে। এক সময় সূর্য অস্তমিত হয়। দিনের আলোতে ঢেকে যায় চাঁদ। পাখিরা নীড়ে ফেরে। কিন্তু ছায়া মানবী আমাকে ছেড়ে কোথায়ও যায়না। পরম যতেœ আমাকে সে আগলে রাখে। আমাকে জাড়িয়ে রাখে শীতের চাদরের মতো করে। আমাকে ভিজিয়ে দেয় বৃষ্টির জলের মতো করে।

হে আমার ছায়া মানবী, তুমি আমার সাথে দেখা দাও না কেন?

-ছায়া মানবী কোন উত্তর করে না।

প্রিয়তমা ছায়া মানবী, সত্যিকারের মানবী হয়ে একবার ধরা দাওনা আমাকে! আমি তোমাকে আলতা দেব। চুড়ি দেব। শাড়ি দেব। টিপ দেব। কাজল দেব। সাজাবো আমার বউ। নিরালা নিঝ্ঝুম এই দুপুর রাতে তোমাকে করি নিমন্ত্রণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.