![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মানবী এসে আমার হাত ধরল। আমি কেঁপে উঠলাম। আমি শিহরিত হলাম। আমি পুলকিত হলাম।
-বল্লাম কে তুমি? সে আমার দিকে তাকিয়ে মৃদু হাসল, কোনো উত্তর করল না। আমি আবার প্রশ্ন করলাম, কে তুমি?
-সে বলল,আমি তোমার রাত। আমি তোমার দিন। আমি তোমার আকাশ। আমি সাগর। আমি তোমার নদী। আমি তোমার রাগ। আমি তোমার মায়াবিনী। আমি তোমার অভিমান। আমি তোমার স্বপ্ন। আমি তোমার শস্যক্ষেত্র। আমি তোমার পৃথিবী।
আমার বুকটা ধক করে উঠল। কিছুটা চমকিত হলাম আশ্চর্য হলামও বটে। বল্লাম, এত কিছু!
-মানবী ময়ূরক্ষী এবার বলল, তুমিতো পুরুষ। তাহলে ভয় কীসের। চলো আমার সাথে। একান্ত অনুগতের মতো আমিও তার একহাত ধরে হাঁটা শুরু করলাম। তার এলোচুল বাতাসে উড়ছে। দখিনা বাতাসে ওড়না আমার গা জড়িয়ে যাচ্ছে।
এই প্রথম আমি কোনো নারীর হাত ধরলাম। শরীরের গন্ধ শুঁকলাম। এ গন্তব্যের শেষ কোথায় জানিনা। এভাবে প্রত্যেক পুরুষের জীবনে নারী এসে ধরা দেয়। সুখ দেয়। আনন্দ দেয়। বুকে সাহস জোগায়। যেভাবে ময়ূরচক্ষী মানবী আমার হাত ধরেছে।
©somewhere in net ltd.