নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুহৃদ আকবর

Do Well, Be Well

সুহৃদ আকবর › বিস্তারিত পোস্টঃ

আহনাফকে বাঁচাতে সাহায্য প্রয়োজন

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

মানুষের সেবা কবিতায় আমরা পড়েছি। ‘হাশরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোরে সেবা কর নাই যবে ছিনু রোগে অজ্ঞান।’ এই কবিতাটি আজ থেকে অন্তত বিশ বছর আগে পড়েছি। এখন পাঠ্য আছে কিনা জানিনা। এই কবিতায় মানবসেবার গুরুত্বের কথা বলা হয়েছে। মানুষের সেবা করা যে কত বেশি যে মহৎ তা এই কবিতার ভেতর ফুটে উঠেছে। বলছিলাম আহনাফের কথা। তার পুরো নাম নূরে শাফী আহনাফ। সে আমাদের দেশের গর্ব একটি রতœও বটে। আহনাফ সদালাপী, মিষ্টভাষী, সর্বোপরি একজন ভাল মানুষ। সে একাধারে বিতার্কিক, ক্ষুধে বিজ্ঞানী, দেশ প্রেমিক ও রাজনৈতিক সচেতন ব্যাক্তি। সে বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান। এখন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ইন্টার ফাস্ট ইয়ারের পড়ালেখা করছে। সে অম্ভব রকম গুছিয়ে কথা বলতে পারে। তার গ্রামের বাড়ি জামালপুর।

‘কুদরতে ক্ষুধা হাউস সেখানে কিছু গাঁদা ফুলে সম্পূর্ণ গার্ডেন পরিপূর্ণ ছিল। আমার চোখে সামান্য পানি আমি সেই ফুলের দিকে তাকিয়ে আছি হলুদ গাধা ফুল। হলুদ রঙটা অস্পষ্ট লাগছে চোখের পানিতে। হলুদ রঙটা আমার চোখে কিছুটা ফিকে।’

‘আমরা অনেক সময় বলে বসি বাংলাদেশের মানুষ ভাল না। তাদের থেকে কোন কাজ হবে না। আমি এটা বিশ্বাস করি না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কোন না কোন কাজে পারদর্শী। তাদেরকে আমরা যথাযথ কাজে নিয়োগ করি তাহলে অবশ্যই বাংলাদেশ এগিয়ে যাবে। আজকে আমার এই শিক্ষা ব্যবস্থা ভাল লাগত না ফিজিক্স থেকে ঢাকা ভার্সিটি থেকে পাশ করার পর একজন যখন বিসিএস ক্যাডার দিয়ে প্রশাসনের টিওনো হিসেবে যায় তখন আমি মনে করতাম এই ফিজিক্স ছাত্রকে প্রশাসনে না নেওয়ার চেয়ে তাকে তার সেক্টরে কাজ দেয়াটাই বড় ভাল ছিল।’ এভাবেই দেশকে নিয়ে নিজস্ব ভাবনার কথা জানান আহনাফ। এভাবেই সে তার জীবনের কথা অনর্গল বলে যাচ্ছিল।

মানুষের স্বপ্ন থাকে। স্বপ্ন নিয়েই সে বড় হয়। স্বপ্ন পূরণ হোক আর না হোক স্বপ্নের জাল বুনেই প্রতিটি মানুষের জীবন আবর্তিত হয়। মানুষ কত ধরণেরই না স্বপ্ন দেখে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার হবার স্বপ্ন দেখে। সে রকমই স্বপ্ন দেখেছিল আহনাফ। তবে তার স্বপ্নটা ছিল ভিন্ন ধরণের। সে স্বপ্ন দেখেছিল রাষ্ট্রনায়ক হবার। ‘কেউ কেউ সরাসরি আমাকে প্রশ্ন করত ডাক্তার না ইঞ্জিনিয়ার হবা? আমি উত্তর দিতাম আমি রাজনীতিবিদ হব। আমি একজন দেশের রাষ্ট্রনায়ক হব।’ কিন্তু সে স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় মরণ ব্যাধি ব্লাড ক্যান্সার। তার জীবন এখন সঙ্কটাপন্ন। সে এখন লড়াই করছে মরণ ব্যাধির সাথে। সে বসবাস করছে ব্লাড ক্যান্সারের সাথে। ব্লাড ক্যান্সার তার স্বপ্নকে কুড়েকুড়ে খাচ্ছে। প্রতিদিন তাকে ষোল সতের’শ টাকার ঔষধ খেতে হচ্ছে। পুরো চিকিৎসা বাবদ খরচ হবে এক কোটি টাকা। চিকিৎসার জন্য বর্তমানে সে সিঙ্গাপুর অবস্থান করছে।

আমি যত শুনছি তত অবাক হচ্ছি। আহনাফ নামক ছোট ভাইটির বক্তব্য থেকে শিখেছিও অনেক কিছু। স্যালুট তোমাকে প্রিয় ভাই আহনাফ, ‘সরাসরি তোমাকে কখনো আমি দেখিনি, তবুও মনে হয় তুমি আমার অনেক দিনের চেনা, তুমি আমার মায়ের পেটের ভাই নয়; তবুও যেন আপন ভাইয়ের মতই তুমি।’ বক্তব্য শুনতে শুনতেই সিদ্ধান্ত নিলাম আহনাফের চিকিৎসার জন্য আমি টাকা সংগ্রহ করব। আমিও নিজেকে এই মানবিক সাহায্যে শরিক করব। যার ফলে আমি আমার কয়েকজন বন্ধু এবং ছোট ভাইয়ের সাথে বিষয়টি শেয়ার করি। তারা আমার কথার মূল্যায়ন করেছে। ইতোমধ্যে অনেকে আর্থিক সহযোগিতাও করেছে। আসলে আহনাফের পরিপ্রেক্ষিতে আমি যে কথাটি বলব তা হল, ষোল কোটি মানুষের দেশে এককোটি টাকা আসলেই কিছু না। যদি আমরা সবাই একসাথে সহযোগিতা করি। কেননা প্রবাদ আছে-‘দশের লাঠি একের বোঝা।’

আহনাফকে যারা মানবিক সাহায্য করতে চান তাদের জ্ঞাতার্থে নিচে দু’টি নাম্বার এবং একটি ইমেইল এড্রেস দেয়া হল। আপনারা যারা আমার ছোট ভাইটিকে আর্থিক সাহায্য করতে চান তারা নি¤েœর যে কোনো নাম্বারে বিকাশ কিংবা যোগাযোগ করতে পারেন -০১৮৪১৯০৪৯২৮,০১৮২০১৪৭৬৫৪.ইমেইল:[email protected]

সুপ্রিয় পাঠক, আসুন এই মানবিক সাহায্যে নিজেকে শরিফ করে মানুষের সেবক হিসেবে নিজেকে সামিল করি। শুধুমাত্র কথার ফুলঝুরি নয়; চাই সত্যিকারের মানবসেবক। যারা অপরের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারাই সত্যিকারের মহৎ মানুষ। অনেকে তো সাহায্য করছে আরো করবে আমরা না করলেও কিছু হবেনা এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আপনি যতটুকু পারেন ততটুকু সাহায্য করুন। সেটাই হবে সত্যিকারের মানবসেবা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.