নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুহৃদ আকবর

Do Well, Be Well

সুহৃদ আকবর › বিস্তারিত পোস্টঃ

দম নিচ্ছে বিএনপি

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭

দম নিচ্ছে বিএনপি।ঢেঁকুর তুলছে বিএনপি। জিরিয়ে নিচ্ছে বিএনপি। শক্তি অর্জন করছে বিএনপি। বর্তমানে বিএনপি নিয়ে আরো কত জন যে কত কথা বলছে তার হিসেব নেই।নারা মুনির নানা মত। যাতে বিএনপির কিচ্ছুই যায় আসে না। কুচ ফরোয়া

বিএনপির বর্তমান অবস্থা দেখে আমার একটি প্রবাদের কথা মনে পড়ে গেল। কথাটি হল, হাতি যখন খাদে পড়ে তখন উলানিও চড়া দেয়।মানে পা দিয়ে পিষ্ট করে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৭

সাইলেন্স বলেছেন: ঠিক।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০

আহলান বলেছেন: চমথকার বলেছেন .... অনেক হিসাব কিতাব আছে ভাইডি .... প্রশাসন আর্মি সবই এখন এক দিকে, খালি হাতে জনগন রাস্তায় , মাঠে ফুটপাথে .... মরা ছাড়া উপায় কি ..... যদি এমন হতো প্রশাসন বা আর্মি কোন পক্ষ নেবে না জনগন কার পক্ষে তখন মাঠে নামে দেখা যেতো .... আর্মি পুলিশ বা বিজিবির কাধে ভর করে চলা জনগনের বর্তমান সরকার! .... লজ্জাষ্কর ... সাথে আছে স্বৈরাচার এরশাদ .....

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গতকাল এই হাতির গর্তে পড়ার কথাটাই আরেক BAL সমর্থককে বললাম।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২

সুহৃদ আকবর বলেছেন: সবাই এরশাদকে স্বৈরাচার স্বৈরাচার বলে গালি দেয়। ফাঁপর নেয়। টকশোতে ঢোক গিলে আলোচনা করে। কিন্তু তারা একবারের জন্যও বলেন না যে।
স্বৈরাচারি হাসিনা সরকারের কথা।
দুই স্বৈরাচার এখন জোট বেঁধেছে। জনগণনের অবস্থা বেহাল।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

আল মামুনুর রশিদ বলেছেন: বিএনপি নির্বাচনে না গিয়ে কোন ভুল করে নাই

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

পিচ্চি পোলা বলেছেন: B-))
দম নিক। জামায়াতের নিচে পড়ে দম বন্ধ না হয়ে গেলে হয়.
B-))

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৫৭

হাতীর ডিম বলেছেন: বিদেশিদের আশায় বসে আছে বিএনপি। জামায়াতের কাধেঁ চরে আর গুহায় বসে ভিডিও বার্তা দিয়ে রাজনীতি হয় না। বিএনপির নেতারা যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই মঙ্গল। আর না বুঝলে বলতে হবে রেস্ট ইন পিস বিএনপি।

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

মিতক্ষরা বলেছেন: খালি বিএনপিকে দোষ না দিয়ে মানুষ বাস্তব অবস্থাটা একবার দেখুক। আজ দেখলাম সাতক্ষীরায় যৌথ অভিযানে অংশ নিয়েছিল ভারতীয় বাহিনী। কথাগুলো অবিশ্বাস হয় না। যে নির্মম ভাবে পুলিশ মানুষের বাড়ীঘর ভাংচুর করেছে, সরাসরি মানুষজনকে গুলি করেছে তাতে এইসব গুজব বিশ্বাস না করে পারি না। আমার মনে হয় না বাংলাদেশী পুলিশ বা র‌্যাব এভাবে মানুষের উপর নির্বিচারে গুলি চালাবে।বিগত বছরে অসংখ্য মানুষ কি নিহত হয় নি? ঘুমন্ত হেফাজতীদের উপরে গুলি বর্ষণের দৃশ্য তো ভিডিওতেই রয়েছে। ৫ই জানুয়ারীর নির্বাচনের কারনে সরকার আরো বেশী ভারতের উপর নির্ভরশীল হবে। এই সরকারের মূল ভিত হল ভারত। যার জন্য নির্বাচন দিতে সরকার ভয় পায়। ভারতের সমর্থন নিয়ে যেভাবে হোক ক্ষমতা আকড়ে থাকবে। যার ফলে সংকট খুব সহসাই কাটবে বলে মনে হয় না। যদি না আওয়ামী লীগের ভেতর থেকে এর প্রতিবাদ উঠে। একমাত্র আওয়ামী লীগের মধ্যকার বিদ্রোহই এই সংকট থেকে মুক্তি দিতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.