![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আছি তোমার পাশে,
চেয়ে দেখো ঐ রাতের আকাশে,
ধ্রুবতারা যেখানে আছে,
দিনের আঁধাারে, রাতের প্র্রকাশে,
চিরশ্বাশ্বতঃ ব্রমান্ড সকাশেে,
আমি আছি তোমার পাশে!
আমি আছি তোমার পাশে!
সোঁ সোঁ শব্দ হয়ে,
স্পশ্বর্ করি তোমায় আমি
সূর্যের আলো বেয়ে,
রাতের ঘুমের ঘুম-পাড়ানি,
নিঝুম শ্বস্তিতে,
বয়ে আসা এক স্মৃতির কোটরে
ভিজে উঠা আঁখিতে,
আমি আছি তোমার পাশে,
চেয়ে দেখো ঐ রাতের আকাশে---
হাঁ, আমি আছি তোমার পাশে,
ঘুুমপাড়ানি গানে;
আমি আছি তোমার পাশে,
পাখিদের কলতানে;
আমি আছি তোমার পাশে,
বিরহী বেলাতে;
সোনালী ভোরের,হাটাপথে,
বেলির মালাতে!
আমি আছি তোমার পাশে,
চেয়ে দেখো ঐ রাতের আকাশে!
হাঁ, আমি আছি তোমার পাশে,
খুঁজে দেখো আমায়;
প্রতিটি ক্ষণে, প্রতিটি নিশীথে,
শ্বাস নেওয়া প্রতি বেলায়;
আমি আছি তোমার পাশে,
জীবনমুখী গানে;
হাওয়ায় দোলা ধানের শিষের,
স্বপ্ন জড়ানো প্রানে;
আমি আছি তোমার পাশে,
ঐ গাছটির মতো;
শুকিয়ে গেছে, যে গাছখানি,
দাঁড়িয়ে তবু জাগ্রত!
আমি আছি তোমার প্রাঙনে,
কবর হয়ে শ্বাশ্বতঃ!
ভূলবে কেমনে আমায় তুমি,
পাশে আছি অবিরত!!!!!
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
শুঁটকি মাছ বলেছেন:
হাঁ, আমি আছি তোমার পাশে,
ঘুুমপাড়ানি গানে;
আমি আছি তোমার পাশে,
পাখিদের কলতানে;
আমি আছি তোমার পাশে,
বিরহী বেলাতে;
সোনালী ভোরের,হাটাপথে,
বেলির মালাতে!
আমি আছি তোমার পাশে,
চেয়ে দেখো ঐ রাতের আকাশে!
ওয়েল ডান!!!!!!!